ইভটিজিংয়ের শাস্তি! ঝড়ের বেগে ২০ সেকেন্ডে ৪০ বার চটির মার, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral : উত্তরপ্রদেশের জালাউন জেলায় ওরাই শহরের এই ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে৷
উত্তরপ্রদেশের এক মহিলা নির্মমভাবে শাস্তি দিলেন ইভটিজারকে৷ ইভটিজিংয়ের অভিযোগে ২০ সেকেন্ডে ৪০ বার চটি দিয়ে মেরেছেন৷ উত্তরপ্রদেশের জালাউন জেলায় ওরাই শহরের এই ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত চুপচাপ বসে মার খেয়ে যাচ্ছেন৷ অভিযোগ, ইভটিজিংয়ের সময় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত৷
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই তরুণী তাঁর চটি দিয়ে ২০ সেকেন্ডে ৪০ বার মেরেছেন৷ ট্যুইটারের ক্যাপশন বলছে প্রথমে ওই তরুণী চড় মারেন অভিযুক্তকে৷ এর পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ট্যুইটারের ক্যাপশনে লেখা হয়েছে ‘‘২০ সেকেন্ডে ৪০ বার চটির আঘাত...এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ওরাই শহরের কোঁচ এলাকায়৷ প্রথমে তরুণী তাঁকে মারধর করেন এবং তার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷’’
advertisement
আরও পড়ুন : এক বিশেষ পেশার যুবকদের যোগাযোগ করতে নিষেধ! সংবাদপত্রে প্রকাশিত বিয়ের বিজ্ঞাপন ভাইরাল
ওই তরুণী অত দ্রুত কী করে অভিযুক্তকে মারধর করলেন!-সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন ট্যুইটারেত্তির দল৷ দেখা গিয়েছে, অনেকে আবার মহিলার সাহায্যে এগিয়েও এসেছেন৷
advertisement
20 सेकेंड में 40 चप्पल| हर सेकेंड 2 चप्पल मार उतारा छेड़खानी का भूत।
यूपी के उरई जिले के कोंच कस्बे के एक मोहल्ले में एक युवक को युवती से छेड़खानी करना भारी पड़ गया। पहले लड़की ने की ज़बरदस्त पिटाई फिर पुलिस ने लिया हिरासत में। pic.twitter.com/x0WoKfy69E — Shubhankar Mishra (@shubhankrmishra) September 18, 2022
advertisement
আরও পড়ুন : হাতির তাণ্ডবের সমস্যা মেটাতে দক্ষিণবঙ্গে নিয়োগ করা হবে 'গজমিত্র'
এক জন ট্যুইটারেত্তি লিখেছেন, ‘‘অভিযুক্তকে উচিত শিক্ষা দিয়েছেন ওই তরুণী৷ প্রত্যেক মহিলার এরকম সাহস থাকা দরকার, শুধুমাত্র তাহলেই তাঁরা ধর্ষণ ও শ্লীলতাহানির মতো সমস্যার হাত থেকে রেহাই পাবেন৷’’ আর এক সুরসিক ওই মহিলাকে তুলনা করেছেন ইন্টারনেটের ৫জি-র স্পিডের সঙ্গে৷ এই ভিডিও ইন্টারনেটে ইতিমধ্যেই ৩ মিলিয়ন ভিউজ ছাপিয়ে গিয়েছে৷
Location :
First Published :
September 21, 2022 9:35 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ইভটিজিংয়ের শাস্তি! ঝড়ের বেগে ২০ সেকেন্ডে ৪০ বার চটির মার, দেখুন ভাইরাল ভিডিও