ইভটিজিংয়ের শাস্তি! ঝড়ের বেগে ২০ সেকেন্ডে ৪০ বার চটির মার, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral : উত্তরপ্রদেশের জালাউন জেলায় ওরাই শহরের এই ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে৷

অভিযোগ, ইভটিজিংয়ের সময় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত
অভিযোগ, ইভটিজিংয়ের সময় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত
উত্তরপ্রদেশের এক মহিলা নির্মমভাবে শাস্তি দিলেন ইভটিজারকে৷ ইভটিজিংয়ের অভিযোগে ২০ সেকেন্ডে ৪০ বার চটি দিয়ে মেরেছেন৷ উত্তরপ্রদেশের জালাউন জেলায় ওরাই শহরের এই ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত চুপচাপ বসে মার খেয়ে যাচ্ছেন৷ অভিযোগ, ইভটিজিংয়ের সময় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত৷
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই তরুণী তাঁর চটি দিয়ে ২০ সেকেন্ডে ৪০ বার মেরেছেন৷ ট্যুইটারের ক্যাপশন বলছে প্রথমে ওই তরুণী চড় মারেন অভিযুক্তকে৷ এর পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ট্যুইটারের ক্যাপশনে লেখা হয়েছে ‘‘২০ সেকেন্ডে ৪০ বার চটির আঘাত...এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ওরাই শহরের কোঁচ এলাকায়৷ প্রথমে তরুণী তাঁকে মারধর করেন এবং তার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷’’
advertisement
আরও পড়ুন : এক বিশেষ পেশার যুবকদের যোগাযোগ করতে নিষেধ! সংবাদপত্রে প্রকাশিত বিয়ের বিজ্ঞাপন ভাইরাল
ওই তরুণী অত দ্রুত কী করে অভিযুক্তকে মারধর করলেন!-সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন ট্যুইটারেত্তির দল৷ দেখা গিয়েছে, অনেকে আবার মহিলার সাহায্যে এগিয়েও এসেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন :  হাতির তাণ্ডবের সমস্যা মেটাতে দক্ষিণবঙ্গে নিয়োগ করা হবে 'গজমিত্র'
এক জন ট্যুইটারেত্তি লিখেছেন, ‘‘অভিযুক্তকে উচিত শিক্ষা দিয়েছেন ওই তরুণী৷ প্রত্যেক মহিলার এরকম সাহস থাকা দরকার, শুধুমাত্র তাহলেই তাঁরা ধর্ষণ ও শ্লীলতাহানির মতো সমস্যার হাত থেকে রেহাই পাবেন৷’’ আর এক সুরসিক ওই মহিলাকে তুলনা করেছেন ইন্টারনেটের ৫জি-র স্পিডের সঙ্গে৷ এই ভিডিও ইন্টারনেটে ইতিমধ্যেই ৩ মিলিয়ন ভিউজ ছাপিয়ে গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ইভটিজিংয়ের শাস্তি! ঝড়ের বেগে ২০ সেকেন্ডে ৪০ বার চটির মার, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement