এক বিশেষ পেশার যুবকদের যোগাযোগ করতে নিষেধ! সংবাদপত্রে প্রকাশিত বিয়ের বিজ্ঞাপন ভাইরাল

Last Updated:

Viral Advertisement: এখনও সংবাদপত্রে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনে থাকে বিবাহযোগ্য পাত্রপাত্রীর সন্ধান৷ সেরকমই এক বিজ্ঞাপন নজর কেড়েছে সামাজিক মাধ্যমের৷

ডিজিটায়নের যুগে জীবনসঙ্গী খুঁজে নেওয়ার পর্বও গিয়েছে আমূল পাল্টে৷ কিন্তু এখনও সংবাদপত্রে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনে থাকে বিবাহযোগ্য পাত্রপাত্রীর সন্ধান৷ সেরকমই এক বিজ্ঞাপন নজর কেড়েছে সামাজিক মাধ্যমের৷ উপযুক্ত পাত্রের সন্ধানে সেই বিজ্ঞাপন এখন ভাইরাল৷ সেই বিজ্ঞাপনে বলা হয়েছে পাত্রীর জন্য আইএএস বা আইপিএস, চিকিৎসক, শিল্পপতি-এই ধরনের পেশায় আছেন এমন পাত্র সন্ধান করা হচ্ছে৷
এখানেই শেষ নয়৷ নেটিজেনদের নজর কেড়েছে বিজ্ঞাপনের এক বিশেষ অংশ৷ সেখানে বলা হয়েছে ‘সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা অনুগ্রহ করে যোগাযোগ করবেন না৷’ সামাজিক মাধ্যমে শেয়ার করে রসিক নেটিজেনের মন্তব্য, ‘তথ্যপ্রযুক্তির ভবিষ্যৎ খুব একটা সুখকর নয়৷’ এসেছে বিরূপ প্রতিক্রিয়াও৷
advertisement
advertisement
আরও পড়ুন :  সদা কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর জন্মদিনে রইল তাঁর ফিটনেস রহস্য
এক নেটিজেনের মন্তব্য, হতাশ হওয়ার কিছু নেই৷ ইঞ্জিনিয়াররা বিজ্ঞাপনের উপর নির্ভর করেন না৷ তাঁরা নিজেরাই খুঁজে নেন জীবনের সব কিছু৷ একইরকম প্রতিক্রিয়া আর একজনের কথাতেও৷ তাঁর মন্তব্য, সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা সব কিছু অনলাইনেই খুঁজে নেন৷ অনেকে আবার কিছুটা সিরিয়াস হয়ে এনেছেন বিশ্বায়নের প্রসঙ্গও৷ তবে মন্তব্যের মধ্যেও নজর কেড়ে নিয়েছে এক সুরসিক নেটিজেনের মন্তব্য৷ তাঁর জিজ্ঞাসা, ‘‘সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা নয় যোগাযোগ করতে পারবেন না, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা পারবেন কি?’’
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এক বিশেষ পেশার যুবকদের যোগাযোগ করতে নিষেধ! সংবাদপত্রে প্রকাশিত বিয়ের বিজ্ঞাপন ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement