হোম /খবর /পাঁচমিশালি /
মোবাইলে মগ্ন যুবতী, গায়ের উপরে চুপিসারি উঠে গেল অজগর, তারপর...

Viral Video: মোবাইলে মগ্ন যুবতী, গায়ের উপরে চুপিসারি উঠে গেল অজগর, তারপর...

ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Viral Video: অজগর ওই যুবতীর গায়ে উঠে যায়। যুবতী টেরও পর্যন্ত পাননি। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

  • Share this:

নিউ দিল্লি: মোবাইলে মগ্ন হয়ে রয়েছেন যুবতী। আদৌ জানেন না পরে কী হতে চলেছে। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই বিরাট সাইজের একটি অজগর ওই যুবতীর গায়ে উঠে যায়। যুবতী টেরও পর্যন্ত পাননি। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

১০ সেকেন্ডের এই ভিডিও দেখে চমকে উঠেছেন সকলে। @WowTerrifying অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিরাট আকারের একটি অজগর এই যুবতীর গায়ের উপর উঠে যাচ্ছে। ওই তরুণী সেটা টেরও পাননি। এমনকী কোনও বুঝেও না বোঝার ভান করছেন। কোনও ভয়ও নেই তাঁর মধ্যে।

ভিডিওটি দেখে হতবাক নেটিজেনরা। তবে অনেকেই বলেছেন, এই বিশাল আকারের অজগরটি সম্ভবত পোষ্য হিসাবে রয়েছে। কিন্তু সেটি দেখেও সাবধান করে দিচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, অজগরটি আকৃতি দেখে বোঝা যাচ্ছে, অন্তত ১৫ কেজি খাবার খেয়ে থাকতে পারবে। ফলে ওই যুবতীর সাবধান হওয়া প্রয়োজন। কারণ, অজগর কোনওমতেই পোষ্য প্রাণী নয়।

আরও পড়ুন, বৃদ্ধকে পেচিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে অজগর, সাংঘাতিক এই ভিডিও ভাইরাল

আরও পড়ুন, অজগরের সঙ্গে মজা করার ফল! সিংহের যা অবস্থা হল, দেখুন ভিডিও

গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ভিডিওটি কোন এলাকার তা এখনও স্পষ্ট নয়। তবে এই ভিডিও দেখে কমবেশি সকলেই শিউরে উঠেছেন।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Python, Video viral