কনকনে শীতে গৃহহীন পথবাসী মহিলাকে নিষ্ঠুর ব্যক্তি তাড়ালেন হোসপাইপের জলের তোড়ে ভিজিয়ে! সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা

Last Updated:

Viral Video: ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ছবি ধরা পড়ল

ভাইরাল ভিডিওতে কঠোর নির্মমতা৷ সেখানে দেখা যাচ্ছে সান ফ্রান্সিসকোর এক বাসিন্দা জলের পাইপের সাহায্যে জলবৃষ্টি করছেন গৃহহীন মহিলার গায়ে৷ উদ্দেশ্য, যাতে তিনি তাঁর বাড়ির সামনে থেকে সরে যান৷ ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ছবি ধরা পড়ল স্থানীয় এলাকায়৷
জানা গিয়েছে ওই ব্যক্তির নাম কোলিয়ের গিন৷ তিনি একটি আর্ট গ্যালারির মালিক৷ অপরাধ স্বীকার করলেও তিনি ক্ষমা চাইতে নারাজ৷ সামাজিক মাধ্যম তাঁর দুষ্কর্মকে নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন৷ গৃহহীনার গায়ে হোসপাইপে জলবৃষ্টি করা গিনের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ দাবি করা হয়েছে৷
ভিডিওটি রেকর্ড করেছেন এডসন গার্সিয়া৷ তিনি স্থানীয় একটি ক্যাফের মালিক৷ তিনি জানিয়েছেন কনকনে ঠান্ডা আর বৃষ্টির মধ্যে জলে ভিজতে ভিজতে ওই মহিলা বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে আমি সরে যাচ্ছি৷’
advertisement
advertisement
আরও পড়ুন : তেলাপিয়া ভালবাসেন? আস্তাকুঁড়ের এই মাছ কতটা স্বাস্থ্যকর জেনে নিন আগে!
অভিযুক্ত গ্যালারি মালিকের দাবি, গত দু সপ্তাহ ধরে তাঁর গ্যালারির সামনে বসে আছেন ওই আশ্রয়হীনা৷ তিনি বহু বার পুলিশকে বলেও সুরাহা হয়নি বলেই দাবি৷ তাছাড়া সকালে ফুটপাত ধোয়া হচ্ছিল বলে তিনি জানান৷ সে সময় ওই মহিলাকে জানানো হলেও তিনি রাস্তা থেকে সরে যাননি বলেই অভিযোগ৷
advertisement
সান ফ্রান্সিসকো পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছিলেন তাঁরা৷ কিন্তু অভিযুক্ত বা গৃহহীন মহিলা, দু’জনের কেউই পুলিশি পদক্ষেপ চাননি৷ কিন্তু নেটিজেনরা কড়া শাস্তি দাবি করেছেন অভিযুক্ত বৃদ্ধের৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কনকনে শীতে গৃহহীন পথবাসী মহিলাকে নিষ্ঠুর ব্যক্তি তাড়ালেন হোসপাইপের জলের তোড়ে ভিজিয়ে! সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement