Viral Video: সাতজন মানুষ, দুটো কুকুর-ছানা ও একটি মুরগিকে নিয়ে রাস্তায় ছুটছে বাইক! তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: গোটা সংসার বাইকে তুলে নিয়ে চলেছেন ব্যক্তি! ভিডিও দেখলে চমকে যাবেন
নয়াদিল্লি: পৃথিবীতে কত কী যে হয়! তার সবটা বোঝা মুশকিল! তবে ভারতে এমন কিছু ঘটনা ঘটে যা বোধহয় পৃথিবীর অন্য কোনও দেশে দেখা যাবে না! ভারতের জনসংখ্যা বেশি! আর ঠিক এই কারণেই নানা কাণ্ড রোজ ঘটছে। যা সত্যিই চমকে দেবে! বর্তমান সময়ে তো আবার রয়েছে সোশ্যাল মিডিয়া। যার দৌলতে ঘরে বসে স্মার্ট ফোনেই আমরা জেনে যাই কোথায় কী ঘটছে। আর ভাইরাল ভিডিও এই বিষয়টার মতো মজাদার বোধহয় আর কিছু নেই। যেওকোনও সময় যে কোনও ভিডিও হতে পারে ভাইরাল! সত্যিই দশ বছর আগেও এমন হত না! আর এই ভাইরালের দৌলতে এমন এক ভিডিও সামনে এসেছে, যা দেখলে তাজ্জব হয়ে যাবেন!
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ‘পুর্বাঞ্চল৫১’ নামের একটি অ্যাকাউন্ট থেকে! সেখানে দেখা যাচ্ছে হাইরোডে একটি বাইক চলছে। এতো খুব স্বাভাবিক তাই তো ভাবছেন! কিন্তু এই বাইকে যা কাণ্ড হল তা অস্বাভাবিক! একটা বাইকে দু’জন মানুষ বসতে পারেন। সেখানে কখনও তিনজনকে বসতেও দেখা যায়! কিন্তু তিনজন বসাটাও বেশ কষ্ট কর! আর সেই বাইকেই দেখা যাচ্ছে সাতজনকে বসতে! গোটা পরিবার চেপে বসেছে একটাই বাইকে। দেখা যাচ্ছে পরিবারের পুরুষ সদস্য বাইকটি চালাচ্ছেন। তাঁর পিছনেই বসে আছেন এক মহিলা! ওই ভদ্রলোকের স্ত্রী! এখানেই শেষ নয়!
advertisement
advertisement
বাইকচালকের সামনে দুইটি শিশু বসে। আর মহিলার পিছনে বাইকে বসে তিনজন শিশু! সবার বয়স ৫ থেকে ১০-এর মধ্যেই। তবে মজার বিষয় হল এই বাইকে চারিদিকে নানা জিনিসপত্র দড়ি দিয়ে বাঁধা! এছাড়াও এই বাইকেই কাপড়ে করে বাঁধা এক ছোট্ট কুকুর ছানা! সেও দিব্যি যাচ্ছে বাইকে। আবার একটি বাচ্চার কোলে রয়েছে আরও একটি কুকুর! এবং আর এক বাচ্চার কোলে একটি মুরগি!
advertisement
advertisement
না আছে হেলমেট না আছে আলাদা সুরক্ষা! গোটা পরিবার তাদের পোষ্যদের নিয়ে এবং জিনিসপত্র নিয়ে একটা বাইকে করেই যাচ্ছেন! এই ভিডিও সামনে আসতেই সমালোচনা শুরু হয়েছে! আবার কেউ কেউ বলেছেন এটাই আমার দেশ! কেউ বলেছেন, ‘গরীব মানুষেরা যেখানেই যাক তাদের পোষ্যকে ছেড়ে যায় না!’ সত্যিই তাই। এই দুই কুকুরছানাকে দেখে অবাক হতেই হয়! আপাতত ভাইরাল এই ভিডিও!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 9:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সাতজন মানুষ, দুটো কুকুর-ছানা ও একটি মুরগিকে নিয়ে রাস্তায় ছুটছে বাইক! তুমুল ভাইরাল ভিডিও