Viral Video: বয়স বেপরোয়া, ৮০ বছরের জন্মদিনে স্কাইডাইভ করে রেকর্ড গড়লেন মহিলা, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: ৮০ বছর বয়সি মহিলা স্কাইডাইভ সম্পন্ন করে সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হিসেবে নাম আর যশ দুই অর্জন করে ফেলেছেন। দেখুন সেই ভিডিও...

শ্রদ্ধা চৌহান
শ্রদ্ধা চৌহান
কলকাতা: বাঞ্জি জাম্পিং, ট্যানডেম স্কাইডাইভ- এই ধরনের সব অ্যাডভেঞ্চার স্পোর্টসের মূল কথা একটাই- উচ্চতাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্ভয়ে বেঁচে থাকার আনন্দ উদযাপন করা। আর সেটা করার জন্য জন্মদিনের চেয়ে ভাল তারিখ আর কী বা হতে পারে! তবে, বয়সটা সত্যি বলতে কী, কোথাও একটা গিয়ে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে বইকি! এতটা উঁচু থেকে লাফ দেওয়া, সে সঙ্গে যতই কেউ থাক, তার জন্য শারীরিক ভাবে ফিট থাকাটা দরকার। ফলে, ৮০ বছর বয়সে এসে সচরাচর এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশগ্রহণের কথা কেউ বিবেচনা করেন না।
তবে, যা দেখা যাচ্ছে, ডা. শ্রদ্ধা চৌহানের বিষয়টা পুরোপুরি আলাদা! ৮০ বছর বয়সী ডা. শ্রদ্ধা চৌহান ট্যানডেম স্কাইডাইভ সম্পন্ন করে সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হিসেবে নাম আর যশ দুই অর্জন করে ফেলেছেন। তাঁর ৮০তম জন্মদিনে তিনি ১০,০০০ ফুট উচ্চতা থেকে লাফিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলেছেন।
মাথা ঘোরা, সার্ভিকাল স্পন্ডিলাইটিস এবং মেরুদণ্ডের ডিস্কের সমস্যার মতো স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও ডা. চৌহান দিল্লি থেকে প্রায় দুই ঘন্টা দূরে হরিয়ানার নার্নৌল বিমানবন্দরে অবস্থিত স্কাইহাই ইন্ডিয়াতে এই কৃতিত্ব অর্জন করে দেখিয়েছেন। বলে রাখা ভাল হবে যে এই স্থানটিই দেশের একমাত্র সার্টিফাইড বেসামরিক ড্রপ জোন।
advertisement
advertisement
আরও পড়ুন: শমীক দায়িত্ব নিতেই এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ? এবার সরাসরি জানিয়ে দিলেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি…
স্কাইহাই ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে ডা. চৌহানকে তাঁর ছেলে, ভারতের অন্যতম সম্মানিত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সৌরভ সিং শেখাওয়াতের সহায়তায় লাফ দেওয়ার প্রস্তুতি নিতে দেখা গিয়েছে।
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Skyhigh (@skyhighindia)

advertisement
ক্লিপে ব্রিগেডিয়ার সৌরভ সিং শেখাওয়াতকে মায়ের ৮০তম জন্মদিনে তাঁর সঙ্গে স্কাইডাইভে অংশ নেওয়ার জন্য গর্ব প্রকাশ করতে দেখা গিয়েছে, শুভ জন্মদিন বলে মায়ের গালে চুমু খেতে দেখা গিয়েছে।
ডা. শ্রদ্ধা চৌহান এই প্রসঙ্গে তাঁর আনন্দ ভাগ করে নিয়ে বলেন, “আমার মনে বিমানের মতো আকাশে ওড়ার যে ইচ্ছা ছিল, আজ আমার ছেলে সেই ইচ্ছা পূরণ করেছে। এটি খুবই গর্বের মুহূর্ত।”
advertisement
আরও পড়ুন: শমীক দায়িত্ব নিতেই এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ? এবার সরাসরি জানিয়ে দিলেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি…
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ব্রিগেডিয়ার তাঁর মাকে লাফ দেওয়ার আগে স্ট্রেচিং এবং ওয়ার্ম-আপ ব্যায়ামে সাহায্য করছেন। বিমানে থাকাকালীন তিনি তাঁকে সরঞ্জামাদি সরবরাহ করতে সহায়তা করেছিলেন এবং কিছুক্ষণ পরে তাঁরা একসঙ্গে খোলা আকাশে লাফিয়ে পড়েন, একটি GoPro ক্যামেরা তাঁদের আনন্দময় মুহূর্তের ফুটেজ তুলে ধরে।
advertisement
ডা. চৌহান এই যে ইতিহাস তৈরি করলেন, মাটিতে নেমে আসার পর অনেকেই তাঁকে অভিনন্দন জানাতে এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে জড়ো হন।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “তিনি এখনও পর্যন্ত সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা যিনি ট্যানডেম স্কাইডাইভ করেছেন। একজন মা। একটি মাইলফলক। একটি মুহূর্ত উত্থিত হয়েছে। সাহসের কোনও বয়স নেই। ভালবাসার কোনও উচ্চতা নেই।”
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বয়স বেপরোয়া, ৮০ বছরের জন্মদিনে স্কাইডাইভ করে রেকর্ড গড়লেন মহিলা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement