হোম /খবর /পাঁচমিশালি /
পরনে খাটো ধুতি, বিদেশি স্ট্রিট ডান্সারের সঙ্গে বুড়ো দাদুর তুমুল নাচ! Viral Video

Dadaji Dances With Foreigner| Viral Video|| পরনে খাটো ধুতি, বিদেশি স্ট্রিট ডান্সারের সঙ্গে বুড়ো দাদুর তুমুল নাচ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...

বিদেশি স্ট্রিট ডান্সারের সঙ্গে পাল্লা দিয়ে বুড়ো দাদুর তুমুল নাচ।

বিদেশি স্ট্রিট ডান্সারের সঙ্গে পাল্লা দিয়ে বুড়ো দাদুর তুমুল নাচ।

Old man Dances With Foreigner, Viral video: পরনে মলিন খাটো ধুতি আর সাদা পাঞ্জাবি। পাক ধরেছে মাথার চুলেও। বৃদ্ধকে দেখলেই বোঝা যাচ্ছে তিনি ষাট পেরিয়েছেন বেশ আগেই। কিন্তু তাঁর নাচের এনার্জির সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব।

  • Last Updated :
  • Share this:

#ভাইরাল ভিডিও: বিদেশি এক যুবকের  (foreign man) সঙ্গে মাঝ রাস্তায় পাল্লা দিয়ে নাচছেন এক বৃদ্ধ (Old Man)। পরনে মলিন খাটো ধুতি আর সাদা পাঞ্জাবি। পাক ধরেছে মাথার চুলেও। বৃদ্ধকে দেখলেই বোঝা যাচ্ছে তিনি ষাট পেরিয়েছেন বেশ আগেই। কিন্তু তাঁর নাচের এনার্জির সঙ্গে পাল্লা দেওয়া যে কোনও পঁচিশের পক্ষেও যেন অসম্ভব। তা সোশ্যাল মিডিয়ায় (Social Media) সম্প্রতি ভাইরাল (Viral Video) হয়ে যাওয়া এই ভিডিও দেখলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan) এবং কাজল (Kajol) অভিনীত জনপ্রিয় সিনেমা (Bollywood song) 'প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া'র (Pyaar Kiya To Darna Kya) সুপার-ডুপার হিট 'ও ও জানে জানা' (O O Jane Jana) গানে নাচছেন এক বিদেশি যুবক। তাঁর পরনে শার্ট-প্যান্ট, কোমরে বাঁধা জ্যাকেট, মাথায় টুপি। সেই যুবকের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে নেচে চলেছেন ওই ব্যক্তি। তাঁর নাচের ছন্দে কোনও জড়তা পর্যন্ত নেই। ট্যুইটারে সম্প্রতি ভিডিওটি পোস্ট করেছেন সুধীর ডান্ডোটিয়া (sudhirdandotiya) নামে এক ব্যবহারকারী। সেটি তারপর ভাইরাল (Viral Video) হতে সময় নেয়নি।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ার চায়েওয়ালা! কলকব্জা ছেড়ে, ২ ভাইয়ের চায়ের ভাঁড়ের জাদুতে বুঁদ দুর্গাপুর

আরও পড়ুন: পুরী যাওয়ার টিকিট কেটেছেন? আর হাওড়া নয়, ট্রেন ধরতে হবে এই স্টেশন থেকেই...

ভাইরাল ভিডিওটি (Viral Video) দেখলে স্পষ্ট হবে সেটি ভারতের কোনও একটি রাজ্যেরই। কারণ যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে রীতিমতো লোক জমে গিয়েছিল। আর সেই ভিড়ের মানুষ দেখেই স্পষ্ট হবে ভারতেই ঘটেছে এই ঘটনা। তবে বৃদ্ধের নাচ যে অত্যন্ত যথাযথ, তা কিন্তু নয়। বরং তিনি এই নাচ কতটা উপভোগ করছেন, তা তার চোখেমুখেই প্রকাশ পাচ্ছে। আর বৃদ্ধের নাচে খুশি হয়ে বিদেশি ওই স্ট্রিট ডান্সার (Street dancer) নাচের শেষে বৃদ্ধের সঙ্গে হাত মেলাচ্ছেন। ভিডিওটি পোস্ট করার পর থেকে বৃদ্ধের নাচে মুগ্ধ নেটিজেনর প্রশংসায় পঞ্চমুখ। এক নেটিজেন লিখেছেন, "ইনি আমাদের দাদাজি, ভারতের দাদাজি।"

Published by:Shubhagata Dey
First published:

Tags: Viral Video