Affair with Aunt: কাকিমা-ভাসুরপো প্রেম! লোহার রড দিয়ে নির্মম প্রহারের পর যুবককে বাধ্য করা হল কাকিমাকে সিঁদুর পরাতে!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Affair with Aunt:মিথিলেশকে বাধ্য করা হয় তাঁর কাকিমা রীতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য৷ শিবচন্দ্র এবং রীতার ৪ বছরের একটি সন্তানও আছে৷
পটনা: বেধড়ক মারধরের পর ২৪ বছর বয়সি এক যুবককে বাধ্য করা হল তাঁর কাকিমাকে বিয়ে করতে৷ ইন্টারনেটে ভাইরাল এই ঘটনার ভিডিও৷ গত সপ্তাহে এই চাঞ্চল্যকর কাণ্ড ঘটে বিহারের সুপৌল জেলায়৷
অভিযোগ, গত ২ জুলাই মিথিলেশ কুমার মুখিয়াকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ভীমপুর অঞ্চলে জীবছাপুর এলাকায় তাঁর কাকা শিবচন্দ্র মুখিয়ার বাড়িতে৷ সেখানে তাঁকে মারধর করে একদল যুবক৷ অভিযোগ, শিবচন্দ্রের স্ত্রী রীতাদেবীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক আছে মিথিলেশের৷ ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে লোহার রড দিয়ে শারীরিক নিগ্রহ করা হয় মিথিলেশের৷ ঘটনাস্থলে টেনে আনা হয় রীতাকেও৷ তাঁকেও মারধর করে গ্রামবাসীরা৷ এর পর মিথিলেশকে বাধ্য করা হয় তাঁর কাকিমা রীতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য৷ শিবচন্দ্র এবং রীতার ৪ বছরের একটি সন্তানও আছে৷
advertisement
ছেলেকে বাঁচাতে গিয়ে মিথিলেশের বাবা-মাও প্রহৃত হন বলে অভিযোগ৷ মিথিলেশ পিঠ, ঘাড় এবং হাতে গভীর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর বাবা৷ একজন গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ তার পর উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করা হয় মিথিলেশকে৷ এর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা৷
advertisement
advertisement
মিথিলেশের বাবা রামচন্দ্রর অভিযোগ, জীবছাপুরের বাসিন্দা রাজা কুমার, বিকাশ মুখিয়া, শিবচন্দ্র মুখিয়া, সুরজ মুখিয়া, প্রদীপ ঠাকুর, সুরেশ মুখিয়া এবং বেলাগঞ্জের যুবক রাহুল কুমার এবং সজন সাহনি চক্রান্ত করে মারধর করে মিথিলেশকে৷
আরও পড়ুন : ‘মা, তোমাকে একা রেখে চলে যাচ্ছি…’, ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে ৩ কোটি টাকা, বিলাসবহুল গাড়ি হারিয়ে সর্বস্বান্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেষ করলেন নিজেকেও
view commentsউদ্ধার করার পর নিগৃহীত মিথিলেশকে প্রথমে নরপটগঞ্জ হাসপাতালে পাঠানো হয়৷ তার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরারিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 09, 2025 10:38 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Affair with Aunt: কাকিমা-ভাসুরপো প্রেম! লোহার রড দিয়ে নির্মম প্রহারের পর যুবককে বাধ্য করা হল কাকিমাকে সিঁদুর পরাতে!








