Blackmailing:‘মা, তোমাকে একা রেখে চলে যাচ্ছি...’, ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে ৩ কোটি টাকা, বিলাসবহুল গাড়ি হারিয়ে সর্বস্বান্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেষ করলেন নিজেকেও
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Blackmailing: তাঁর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রচারের হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে৷ তারা তাঁকে তাঁর ফার্মের অ্যাকাউন্ট থেকে তাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে বাধ্য করে। তাঁরা জোর করে রাজের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়িও কেড়ে নেয় বলেও অভিযোগ।
মুম্বই : ব্ল্যাকমেলিং-এর শিকার হয়ে অকালেই নিভে গেল এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের জীবন৷ সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনা মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার৷ অভিযোগ, স্থানীয় বাসিন্দা রাজ লীলা মোরে (৩২) অপমানের জ্বালা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন৷ বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই ভাকোলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়। তদন্তের সময় পুলিশ রাজের রেখে যাওয়া তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোট উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ তাঁর আত্মহত্যার জন্য দুই ব্যক্তি – রাহুল পারওয়ানি এবং সাবা কুরেশিকে দায়ী করেছেন। তাঁর সুইসাইড নোটে, রাজ উল্লেখ করেছেন যে দুই অভিযুক্ত তাঁকে তাঁর কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে এবং তার নিজের সঞ্চয় ভাঙতে বাধ্য করেছিল। ভাকোলা পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে যে অভিযুক্তরা রাজের শেয়ার বাজারে বিশাল বিনিয়োগ এবং তার উচ্চ বেতনের চাকরি সম্পর্কে সব জানত। অভিযোগ, তাঁর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রচারের হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে৷ তারা তাঁকে তাঁর ফার্মের অ্যাকাউন্ট থেকে তাঁদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে বাধ্য করে। তাঁরা জোর করে রাজের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়িও কেড়ে নেয় বলেও অভিযোগ।
advertisement
আত্মঘাতী যুবক তাঁর সুইসাইড নোটে লিখে গিয়েছেন, “আমার প্রিয়জনরা… মা, আমি দুঃখিত। আমি তোমার ভাল ছেলে হতে পারিনি,তুমি আমার কাছ থেকে প্রত্যাশা করেছিলে কিন্তু আমি তোমাকে একা রেখে যাচ্ছি। আমি আমার কৃতকর্মের জন্য অকালে যাচ্ছি। ঈশ্বর যেন তোমাকে পরবর্তী জীবনে আমার মতো ছেলে না দেন। আমি খুব খারাপ ছিলাম। পুনম আন্টি,দয়া করে আমার মায়ের যত্ন নিন। আমার বিভিন্ন অ্যাকাউন্টে পলিসি আছে। সেই টাকাগুলো নিয়ে আমার মাকে দিয়ে দিন। আমি খুব দুঃখিত।”
advertisement
advertisement

অভিযুক্ত রাহুল পারওয়ানি এবং সাবা কুরেশি
“আমি রাজ মোরে, আজ আত্মহত্যা করছি। আমার আত্মহত্যার জন্য রাহুল পারওয়ানি দায়ী। তাঁরা আমাকে কয়েক মাস ধরে ব্ল্যাকমেইল করেছে,তারা আমাকে আমার সঞ্চয় ভাঙতে বাধ্য করেছে এবং আমার কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে, রাহুল পারওয়ানি এবং সাবা কুরেশি আমার মৃত্যুর জন্য দায়ী। শেষ বিদায়, রাজ মোরে,”…চিঠিতে আরও লেখা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন যে,গত দেড় বছরে এই দুই অভিযুক্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ কোটি টাকারও বেশি তোলাবাজি করেছে।
advertisement
আরও পড়ুন : পক্ষাঘাতগ্রস্ত শয্যাশায়ী স্বামীকে চেপে ধরল স্ত্রী! বালিশ দিয়ে শ্বাসরোধ করল প্রেমিক! ছটফট করতে করতে থেমে গেলেন অসহায় অথর্ব
পুলিশ নিহতের পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করেছে। তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে যে,নিহত ব্যক্তি গত কয়েক মাস ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। সুইসাইড নোটের বিবরণ এবং রাজের পরিবারের অভিযোগের ভিত্তিতে,ভারতীয় ন্যায় সংহিতার (BNS) প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
advertisement
Disclaimer: Suicide Prevention. News 18. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 2:14 PM IST








