Crime News:পক্ষাঘাতগ্রস্ত শয্যাশায়ী স্বামীকে চেপে ধরল স্ত্রী! বালিশ দিয়ে শ্বাসরোধ করল প্রেমিক! ছটফট করতে করতে থেমে গেলেন অসহায় অথর্ব
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Crime News:বিয়ের সময়, চন্দ্রসেন প্রায়ই স্ত্রী দিশার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন৷ যার ফলে তাঁদের সম্পর্ক খারাপ হয়ে যায়।
নাগপুর : ফের স্ত্রী এবং তাঁর প্রেমিকের হাতে নৃশংস ভাবে নিহত স্বামী৷ অভিযোগ, এ বার মহারাষ্ট্রের নাগপুরে স্ত্রী ও তাঁর পুরুষবন্ধুর চক্রান্তে প্রাণ হারালেন শয্যাশায়ী স্বামী৷ তার পর হত্যাকাণ্ডকে দেখানো হল স্বাভাবিক মৃত্যু হিসেবে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিশা রামটেকে (৩০) এবং চন্দ্রসেন রামটেকে (৩৮) বিয়ে করেন ১৩ বছর আগে৷ তাঁদের দুই মেয়ে এবং ছ’ বছরের একটি ছেলে রয়েছে। বছর দুয়েক আগে, চন্দ্রসেন পক্ষাঘাতে আক্রান্ত হন৷ এর পর থেকে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। বাধ্য হয়ে দিশা সংসার চালানোর জন্য জলের ক্যান বিক্রি করতে শুরু করেন।
advertisement
তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিয়ের সময়, চন্দ্রসেন প্রায়ই স্ত্রী দিশার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন৷ যার ফলে তাঁদের সম্পর্ক খারাপ হয়ে যায়। দু’ মাস আগে, দিশার সঙ্গে মেকানিক আসিফ ইসলাম আনসারি ওরফে রাজাবাবু টায়ারওয়ালার পরিচয় হয় এবং শীঘ্রই তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয়।
advertisement
আসিফের সঙ্গে তাঁর স্ত্রীর এই সম্পর্কের কথা জেনে ফেলেন চন্দ্রসেন৷ ফলে দম্পতির সাংসারিক জীবন আরও তিক্ত হয়ে ওঠে৷ এর পরই দিশা এবং আসিফ চক্রান্ত করে চন্দ্রসেনকে খুন করার। তদন্তে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে যখন চন্দ্রসেন বাড়িতে ঘুমোচ্ছিলেন, তখন দিশা ডেকে পাঠান আসিফকে। দিশা যখন তার শয্যাশায়ী অথর্ব স্বামীকে চেপে ধরেন, তখন আসিফ তাঁর মুখে বালিশ চেপে ধরে শ্বাসরোধ করে রাখেন যত ক্ষণ না তিনি মারা যান।
advertisement
আরও পড়ুন : হু হু করে কমবে শুক্রাণু! হারাবেন প্রজনন ক্ষমতা! শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়বেন! ভুলেও ‘এভাবে’ কাজ করবেন না ল্যাপটপে! পরবেন না ‘এই’ পোশাক!
কয়েক ঘণ্টা পর, চন্দ্রসেনকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্বামীর মৃত্যুকে দিশা প্রথমে ‘স্বাভাবিক’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, ময়নাতদন্তের রিপোর্টে এটি একটি হত্যাকাণ্ড বলে জানা যায়। পরে, পুলিশ জিজ্ঞাসাবাদের সময় সে অপরাধ স্বীকার করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 8:42 PM IST