Viral Video: 'তুমি এবার দিদি হবে', মায়ের মুখে 'সুখবর' শুনে এ কী করল মেয়ে! নেট কাঁপাচ্ছে এই ভিডিও

Last Updated:

নিজের বড় মেয়েকে দ্বিতীয় সন্তান আসার কথা জানাচ্ছেন মা। আর তা শুনে বড় মেয়ের কীর্তি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিও
ভাইরাল ভিডিও
#কলকাতা: সন্তানের ভূমিষ্ঠ হওয়ার খবর নিঃসন্দেহে খুবই আনন্দের। সেটি যদি নিজেরই প্রথম সন্তানকে জানানোর মতো অভিজ্ঞতা পাওয়া যায়, তা আরও এক গুণ আনন্দ বাড়িয়ে তোলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি এমনই মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে। নিজের বড় মেয়েকে দ্বিতীয় সন্তান আসার কথা জানাচ্ছেন মা। আর তা শুনে বড় মেয়ের কীর্তি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে কিশোরী মেয়েটিকে দেখা যাচ্ছে বাড়ির পোষ্য কুকুরের সঙ্গে খেলায় মত্ত। সেই সময় মা এসে তাকে জানাচ্ছেন, সে বড় দিদি হতে চলেছে। প্রথমে মা,সে বলে সে তো এখনই দিদি। বলেই নিজেদের পোষ্য কুকুর আর্চিকে দেখায় সে। তখন মা বলেন, এবার আরেকটি মানুষের দিদি হতে চলেছে। সেটি শুনে প্রথমে খানিকটা হকচকিয়ে যায় সে। আর তারপর তার কীর্তিই নজর কেড়েছে নেটপাড়ার।
advertisement
advertisement
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 

A post shared by Navya Thapliyal (@navyathapliyal)

advertisement
আরও পড়ুন: কবে দেখা যাবে রণবীর-আলিয়ার মেয়ে রাহার মুখ? অবশেষে জানা গেল!
ইনস্টাগ্রামে নব্যা থাপিয়ালি নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। মায়ের মুখে দিদি হওয়ার কথা বুঝতে পেরে সে মাকে বলে এবার সে ছোট্ট বোনের দিদি হতে চায়। কারণ ইতিমধ্যেই তার পোষ্য কুকুর আর্চি ভাই রয়েছে। তারপরেই মাকে ছোট্ট বোনের সঙ্গে সে কী কী করতে চায় জানিয়ে দেয়।
advertisement
মা তাকে প্রশ্ন করেন, সাহায্য করবে কি না সে। মেয়ে সঙ্গে সঙ্গেই বলে ডায়াপার বদলানো থেকে নাওয়ানো-খাওয়ানো সবই ছোট্ট বোনের জন্য করতে সে তৈরি। দুদিন আগেই এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর পোস্ট হতেই সেটি ভাইরাল হয়েছে। এত ছোট একটি মেয়ের বিচক্ষণতা, ঝরঝরে ইংরেজি উচ্চারণ, বুদ্ধিমত্তা ও মানবিকতা দেখে অবাক নেটিজেন। সকলেই তাকে ভালবাসা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: 'তুমি এবার দিদি হবে', মায়ের মুখে 'সুখবর' শুনে এ কী করল মেয়ে! নেট কাঁপাচ্ছে এই ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement