কবে দেখা যাবে রণবীর-আলিয়ার মেয়ে রাহার মুখ? অবশেষে জানা গেল!

Last Updated:

আলিয়ার কোলে ছিল একরত্তি রাহা কাপুর। অবশেষে রণবীর-আলিয়ার মেয়ে রাহার মুখ কবে দেখা যাবে তা জানা গেল।

রণবীর-আলিয়া
রণবীর-আলিয়া
#মুম্বই: রণবীর কাপুর ও আলিয়া ভাটের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাহা কাপুরের মুখ দেখার জন্য। রণবীর-আলিয়ার প্রথম সন্তান, তাঁদের মেয়ে রাহার প্রথম ছবি গত নভেম্বরে শেয়ার করেছিলেন তারকা দম্পতি। কিন্তু সেই সময় মেয়ের মুখ দেখা যায়নি। আলিয়ার কোলে ছিল একরত্তি রাহা কাপুর। অবশেষে রণবীর-আলিয়ার মেয়ে রাহার মুখ কবে দেখা যাবে তা জানা গেল।
মুম্বইয়ের পাপারাৎজিদের তারকা দম্পতি জানিয়েছেন মেয়ের মুখ দেখার কথা। তবে অনুরাগীদের জন্য সেই খবর খানিকটা মন খারাপের। কারণ, রণবীর-আলিয়া জানিয়েছেন, রাহার মুখ দেখার জন্য অনুরাগীদের আরও বেশ খানিকটা লম্বা অপেক্ষা করতে হবে। শনিবার মুম্বইয়ের বিখ্যাত দুই পাপারাৎজি ভাইরাল ভায়ানি ও ভরিন্দর চাওলার সঙ্গে দেখা করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেখানেই ব্যক্তিগত ভাবে রাহার ছবি না তুলতে অনুরোধ করেন রণবীর-আলিয়া।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: জাঁকিয়ে শীত আর ক'দিন? কোথাও বাড়ছে কুয়াশা, কোথাও শৈত্যপ্রবাহের সর্তকতা! আবহাওয়ার বড় আপডেট
ভরিন্দর চাওলা পরে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, 'আজ তারকা দম্পতি ব্যক্তিগত ভাবে পাপারাৎজিদের সঙ্গে দেখা করেছেন। সেখানেই মেয়ে রাহার ছবি না তোলার অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে মিডিয়ার লাইমলাইট থেকে মেয়েকে দূরে রাখতে চান রণবীর-আলিয়া। এবং একইসঙ্গে তাঁরা কথা দিয়েছেন, সঠিক সময় ও বয়সে অবশ্যই রাহার ছবি তোলার অনুমতি দেবেন রণবীর ও আলিয়া।'
advertisement
 গত ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। কিন্তু এখনও একরত্তিকে দেখার সুযোগ হয়নি ভক্তদের। কাপুর না ভাট, কোন পরিবারের বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ করা যাচ্ছে, একরত্তি কি দুষ্টু নাকি শান্ত, কত কত প্রশ্ন অনুরাগীদের মধ্যে, কিন্তু তার কিছুই উত্তর পাচ্ছেন না কেউই। সেই অপেক্ষা আরও বেশ খানিকটা দীর্ঘ হতে চলেছে বলেই শনিবার জানিয়ে দিয়েছেন বলিউডের তারকা দম্পতি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
কবে দেখা যাবে রণবীর-আলিয়ার মেয়ে রাহার মুখ? অবশেষে জানা গেল!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement