Viral Video of Snake: একের পর এক গাড়ি দাঁড় করিয়ে রাস্তা পার হচ্ছে সাপ! এই ভিডিও না দেখলে বড় মিস

Last Updated:

Viral Video of Snake: মধ্যপ্রদেশের সাগর জেলার সিভিল লাইন এলাকায় হঠাৎ একটি ৬ ফুট লম্বা সাপ দেখা দেয় ব্যস্ত রাস্তার উপর।

সাপের প্রতীকী ছবি
সাপের প্রতীকী ছবি
ভোপাল: কত রকমের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে বেশ কিছু ভিডিওতে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে থাকে বন্য প্রাণী। কখনও রয়্যাল বেঙ্গল টাইগার তো কখনও চিতা। কখনও ভয়াল সাপ।
তেমনই একটি বড় সাপের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশের সাগর জেলার সিভিল লাইন এলাকায় হঠাৎ একটি ৬ ফুট লম্বা সাপ দেখা দেয় ব্যস্ত রাস্তার উপর। আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সাপটি রাস্তার এপার থেকে ওপার হচ্ছে। সেই সময় সাপটিকে নিরাপত্তা দিতেই একের পর এক গাড়ি থামিয়ে দেন চালকেরা।
advertisement
আস্তে আস্তে রাস্তা পেরিয়ে যায় সাপটি। স্থানীয় একটি ব্যাঙ্কের পাশ থেকে বেরিয়ে নালায় আশ্রয় নেয়। কিন্তু ততক্ষণে রাস্তায় যানজট তৈরি হয়ে গিয়েছে।
advertisement
আরও  পড়ুন: ‘ভাইরাল’ বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?
জানা যায়, সিভিল লাইন থেকে কালীচরণ স্কোয়্যার যাওয়ার রাস্তায় একটি সাইবাবার মন্দিরের রয়েছে। সেখানেই একটি ঢোঁড়া সাপ দেখা যায়। তবে ভক্ত আনাগোনার কারণে মন্দিরে সাপটি ঢুকতে পারেনি। মন্দিরের কাছেই এক যুবক লাঠি উঁচিয়ে সাপটিতে তাড়া করতে শুরু করেন। তখনই সাপটি ডিভাইডার পেরিয়ে রাস্তার ধারে চলে আসে। তারপর রাস্তা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে।
advertisement
ব্যস্ত রাস্তায় কোথা থেকে এল সাপ!
স্থানীয় বাসিন্দারা বলছেন, সাপটি নিশ্চয়ই স্থানীয় উদ্যান থেকে বেরিয়ে থাকবে। সাপটি রাস্তা পার হচ্ছে দেখেই সতর্ক গাড়ি চালকরা থেমে যান। নির্বিঘ্নে রাস্তা পেরিয়ে সাপটি একটি নালায় ঢুকে পড়ে।
অসময়ে বৃষ্টি হওয়ায় সাপের গর্তে জল ভর্তি হয়ে গিয়েই এমন বিপত্তি হচ্ছে বলে জানা গিয়েছে।
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, ওই সাপ মোটেও বিষাক্ত নয়। এধরনের সাপ মানুষের ক্ষতি করে না। নিজেদের মতো গর্তে থাকে, ইঁদুর ধরে খায়। বর্ষা হওয়ায় গর্ত থেকে বেরিয়ে এসে থাকতে পারে।
বিশেষজ্ঞরা জানান, কোথাও এরকম সাপ দেখা গেলে যেন পিটিয়ে না মারা হয়। বরং বন দফতরে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video of Snake: একের পর এক গাড়ি দাঁড় করিয়ে রাস্তা পার হচ্ছে সাপ! এই ভিডিও না দেখলে বড় মিস
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement