Viral Video of Python: ১০ ফুট! বাড়ির জানালায় ঝুলে ওটা কী? এ কী ভয়াল হাড়হিম দৃশ্য দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video of Python: ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের থানেতে, একটি আবাসনের ফ্ল্যাটের গ্রিলে ঝুলছিল ১০ ফুট লম্বা অ্যালবিনো বার্মিজ প্রজাতির পাইথনটি।
থানে: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। বাড়ির জানালা থেকে ঝুলে রয়েছে একটি ১০ ফুট লম্বা পাইথন। ভাবতে পারছেন, যার বাড়িতে ঘটেছে এমন কাণ্ড, তাঁর কী পরিস্থিতি হয়েছিল।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের থানেতে, একটি আবাসনের ফ্ল্যাটের গ্রিলে ঝুলছিল ১০ ফুট লম্বা অ্যালবিনো বার্মিজ প্রজাতির পাইথনটি। জানালায় লোহার গ্রিলে ঝুলে রয়েছে অত বড় একটি সাপ।
#Thane: A 10-ft long #python was spotted dangling from the window of a residential building in Thane. Visuals show a daring attempt of #rescue carried out by 2 individuals to save the giant #snake.#viralvideo pic.twitter.com/J07ksjJCp9
— Free Press Journal (@fpjindia) September 26, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আমি ভীষণ লজ্জা পাই, কিন্তু করিনা বললে না করা যায় না’, জানে জান-এর সেটে বিজয়ের প্রথম…!
বন দফতরকে খবর দেওয়ার পর দুই বনকর্মী এসে সাপের সঙ্গে একই ভাবে গ্রিলে ঝুলে পাইথনটিকে উদ্ধারের কাজ শুরু করেন। তাঁদের উদ্দেশ্য ছিল কোনও ভাবেই যেন সাপটি ঘরের ভিতর না ঢুকে পড়ে।
advertisement
আরও পড়ুন: দুধে অ্যালার্জি? শরীরে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করবে এগুলি, জানুন
view commentsশেষ পর্যন্ত সাপটিকে উদ্ধার করা যায়। বনকর্মীরা সেটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। খুবই বিরল প্রজাতির এই পাইথনটি। থানের নৌপাদা এলাকায় এমন দৃশ্য দেখে ভিড় জমান সাধারণ মানুষ। মোবাইলে ছবি তোলার হিড়িক পড়ে যায়। পুলিশের দাবি, এক ব্যক্তি এই সাপের বেআইনি প্রজনন ঘটান। যদিও সেই ব্যক্তি এখনও ধরা পড়েনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 2:31 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video of Python: ১০ ফুট! বাড়ির জানালায় ঝুলে ওটা কী? এ কী ভয়াল হাড়হিম দৃশ্য দেখুন