Viral Video: সাপের গায়ে বড় বড় লোম, বিরল বিষধর উদ্ধার ঘিরে তুমুল শোরগোল! দেখুন ভিডিও

Last Updated:

৪৯ বছরের ওই ব্যক্তি রাতে কাজ থেকে ফেরার পথে ওই সাপটিকে দেখতে পান (Viral Video)।

Viral Video
Viral Video
#ব্যাঙ্কক: বিরল প্রজাতির এক সাপের উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য (Viral Video)। ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের সোয়াম্প এলাকায়। স্থানীয়দের দাবি, এর আগে কোনওদিনও এমন ভয়ঙ্কর দেখতে অদ্ভুত সাপকে এই এলাকায় দেখা যায়নি। উত্তরপূর্ব তাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশে এক স্থানীয় বাসিন্দা, নাম তু তাঁর চোখেই প্রথম পড়েছিল এই সাপটি। সে দেশের স্থানীয় সংবাদমাধ্যমেও খবর দেখানো হয়েছে এমন বিরল সাপ উদ্ধার নিয়ে। ৪৯ বছরের ওই ব্যক্তি রাতে কাজ থেকে ফেরার পথে ওই সাপটিকে দেখতে পান (Viral Video)।
একটি জারের মধ্যে সেটিকে তুলে বাড়িতে নিয়ে যান তিনি। পরিবারের লোকেরাও সেটি দেখে অবাক হয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় প্রায় দু'ফুট লম্বা, গায়ে লোম রয়েছে। জল দিয়ে জারটি ভরে সাপটিকে মাছ খেতে দিয়েছে তু-এ পরিবার। পরিবারের লোকেদের দাবি, 'এমন সাপ এর আগে কখনও এই এলাকায় দেখা যায়নি। আমাদের মনে হয়েছে এটিকে সংরক্ষণ করলে মানুষের গবেষণার কাজে লাগতে পারে, তাই ওকে রেখে দিয়েছি।' (Viral Video)
advertisement
advertisement
আরও পড়ুন: বসন্ত উৎসব নেই, কিন্তু শান্তিনিকেতন এবারও সবুজে-সবুজ! কেন জানেন?
এই সাপের ভিডিও প্রকাশ করে মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন তু-এ পরিবারের সদস্যরা। যাতে এটি কী ধরনের সাপ, তা জানাতে পারেন কেউ। তু জানিয়েছেন, সাপটির গায়ের উপর কেরাটিন জাতীয় পদার্থের খোলস রয়েছে। সেটি সাপটি মাঝে মাঝে খোলস ত্যাগের মতো করে ঝরিয়েও দিচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়াতেই সাধারণত এমন সাপ দেখা যায়। তবে গায়ে এমন লোমযুক্ত সাপ দেখা যায়নি আগে। এটি বিষধর বলেই প্রাথমিক অনুমান উদ্ধারকারীদের। ব্যাঙ ও মাছ খেয়েছে সাপটি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সাপের গায়ে বড় বড় লোম, বিরল বিষধর উদ্ধার ঘিরে তুমুল শোরগোল! দেখুন ভিডিও
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement