Viral Video: সত্যিই সোনালি! সোনার গুঁড়ো ছড়ানো মুচমুচে এই আলুভাজার দাম শুনলে চমকে উঠবেন

Last Updated:

সম্প্রতি নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় অভিনব স্ন্যাকসের তালিকা ঘাঁটতে গিয়ে দেখা গিয়েছে যে, এই খাবারটি এত দামে বিক্রি হচ্ছে যাতে অনায়াসে কোনও পারিবারিক ডিনার পার্টির দাম উঠে আসবে।

সোনার গুঁড়ো ছড়ানো মুচমুচে এই আলুভাজার দাম শুনলে চমকে উঠবেন
সোনার গুঁড়ো ছড়ানো মুচমুচে এই আলুভাজার দাম শুনলে চমকে উঠবেন
#ViralVideo: হালকা, মুচমুচে ও সুস্বাদু স্ন্যাক্স হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই সেরা তো বটেই! চায়ের আসরের ছোটখাটো পার্টি থেকে শুরু করে ডিনার পার্টির স্টার্টার পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাই থাকা চাই। দামে কম ও সুস্বাদু এই স্ন্যাকসটির চাহিদা দিন দিন এতটাই বেড়ে চলেছে যে, এখন বিক্রেতারা ক্রমশ এর দাম বাড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় অভিনব স্ন্যাকসের তালিকা ঘাঁটতে গিয়ে দেখা গিয়েছে যে, এই খাবারটি এত দামে বিক্রি হচ্ছে যাতে অনায়াসে কোনও পারিবারিক ডিনার পার্টির দাম উঠে আসবে। খুব অল্প সময়ের মধ্যে ওই রেস্তোরাঁর মেনু তালিকা থেকে এই স্ন্যাক্সটি উধাও হয়ে গেলেও আবারও একই দাম ও মান নিয়ে ফিরে এসেছে মেনু লিস্টে।
সম্প্রতি নিউ ইয়র্কের সেরেন্ডিপিটি রেস্তোরাঁয় মেনু তালিকায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম রাখা হয়েছে প্রায় $২০০ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫,৮০০ টাকা। এটিকে আপাতত বিশ্বের সবচেয়ে মূল্যবান ফ্রেঞ্চ ফ্রাইয়ের তকমা দেওয়া হয়েছে। এর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান করে হয়েছে। মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে ১৫,৮০০ টাকার ফ্রেঞ্চ ফ্রাইতে বিশেষ কী আছে? বিশেষ এই খাবারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে দামি ও উন্নতমানের আলু। ভিনটেজ ২০০৬ শ্যাম্পেন, জি লো ব্ল্যাঙ্ক ফ্রেঞ্চ শ্যাম্পেন ভিনিগার, ট্রাফল সল্ট, ট্রাফল অয়েল, স্পেশাল পনির ও বাটারের পাশাপাশি ২৩ ক্যারেট এডিবল সোনার ডাস্টিং। এই সব মিলিয়েই প্রস্তুত করা হয় গোল্ডেন ফ্রেঞ্চ ফ্রাই। এই অত্যন্ত দামি ফ্রেঞ্চ ফ্রাই ১৩ জুলাই আবার ফিরে আসছে রেস্তোরাঁয়, যা আমেরিকাতে ন্যাশনাল ফ্রেঞ্চ ফ্রাই ডে (National French Fry Day) নামে পরিচিত।
advertisement
advertisement
advertisement
বিশ্ব রেকর্ডের খাতায় নিজেকে নথিভুক্ত করে নেওয়া এই অনন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের পোশাকি নাম 'Crème dela Crème Pommes Frites'। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারা এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম শুনে অবাক হয়ে গিয়েছেন। কর্মকর্তারা একে ২০২১ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে ঘোষণা করেছিলেন এবং এটি সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন।
advertisement
মজার ব্যাপার হল, এই রেস্তোরাঁ শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যেই নয়, ডেজার্টের জন্যেও বিখ্যাত। এখানে সবচেয়ে দামি ডেজার্টও পরিবেশন করা হয়, যার দাম ২৫,০০০ ডলার অর্থাৎ ১৯ লক্ষ টাকা। স্বাদের চেয়েও বেশি করে এই সব খাবার এদের অনন্য দামের জন্যই যেন তুমুল পরিচিতি পেয়েছে!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সত্যিই সোনালি! সোনার গুঁড়ো ছড়ানো মুচমুচে এই আলুভাজার দাম শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement