Viral News: নেলপলিশ প্রিন্টিং মেশিন কখনও দেখেছেন? স্রেফ আঙুল ঢুকিয়ে দিলেই কেল্লা ফতে!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এই মেশিনটির সাহায্যে খুব সহজেই আঙুলে নেলপালিশ লাগানো সম্ভব।
#ViralNews: বর্তমানে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমরাও আমাদের ব্যবহারিক জীবনে বিভিন্ন আধুনিক গ্যাজেট ব্যবহার করতে শিখছি। এখন আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে গিয়েছে যে এটা-সেটা যন্ত্র ছাড়া আমরা জীবনের কথা ভাবতেই পারি না। ছোটখাটো সহজ কাজের জন্যেও মানুষ এখন নানা যন্ত্রপাতি ব্যবহার করে। এর মধ্যে কসমেটিক্স ইন্ডাস্ট্রি অন্যতম।
সম্প্রতি এমনই নতুন পণ্য বাজারে এসেছে যেখানে মেয়েরা নেলপলিশ প্রিন্টিং মেশিনের সাহায্যে খুব সহজেই নখে হরেক নেল আর্ট করতে পারবেন। ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট টেক এক্সপ্রেস থেকে প্রায়ই নানা ধরনের টেকনোলজি সম্পর্কিত আকর্ষণীয় ভিডিও শেয়ার করা হয়। সম্প্রতি এই অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যাতে একটি চমৎকার মেশিন দেখানো হয়েছে।
advertisement
advertisement
এই মেশিনটির সাহায্যে খুব সহজেই আঙুলে নেলপালিশ লাগানো সম্ভব। আঙ্গুলের জন্য নেলপালিশের শেড বাছাই করা, আঙুলে লাগানো সবই সময় সাপেক্ষ। তার ওপর যাঁরা একই সঙ্গে বিভিন্ন শেড ব্যবহার করেন তাঁদের জন্য সমস্যা আরও বেশি।
advertisement
advertisement
এই সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে নেলপলিশ প্রিন্টিং মেশিন। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা মেশিনের ভিতরে তাঁর আঙুলটি ঢুকিয়ে পাশের স্ক্রিনে একটি অ্যাপের মাধ্যমে তাঁর নখের পলিশ ডিজাইন পছন্দ করছেন। ডিজাইন পছন্দ করার পরে ওই ডিজাইনের একটি প্রিন্টিং প্রিভিউ দেখানো হল। এর পর নির্দিষ্ট বোতামে ক্লিক করার পরে নখে পছন্দসই নেলপলিশ ডিজাইন প্রিন্ট হয়ে গেল, যা মহিলা মেশিনের ভিতর থেকে আঙুল বের করে এনে দেখালেন।
advertisement
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই অসংখ্য মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ভিডিওটি ৫ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে তাঁদের মতামতও দিয়েছেন। অনেক মহিলারাই এই প্রডাক্টটি পছন্দ করেছেন। অনেকে এর দাম কত বা কোথা থেকে সংগ্রহ করা যাবে তাও জানতে চেয়েছেন।
advertisement
তবে অনেকেই কিন্তু বিরূপ মন্তব্যও করেছেন। বিশেষ করে কেউ কেউ বলেছেন এই প্রযুক্তির কারণে ধীরে ধীরে অনেক মানুষ তাঁদের জীবিকা থেকে আয় করতে পারছেন না, অনেকেই কাজ হারাচ্ছেন। আবার অনেকে টেকনোলজির তারিখ করে বলেছেন, ‘সত্যি! ক্রিয়েটিভ না হলে এমন পণ্য তৈরি করা যায় না।’
view commentsLocation :
First Published :
July 11, 2022 1:59 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: নেলপলিশ প্রিন্টিং মেশিন কখনও দেখেছেন? স্রেফ আঙুল ঢুকিয়ে দিলেই কেল্লা ফতে!