Viral Video: তেলছাড়া অমলেট বানানোর উপায়, দিতে হবে কোক ও ওরিও! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

প্রিয় অমলেটকে নিয়ে এবার এক ফিউশন খাবার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক বিক্রেতা। (Viral Video)

Viral Video
Viral Video
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। সম্প্রতি অমলেট তৈরির একটি ভিডিও দেখে নেটপাড়ায় তুলকালাম শুরু হয়েছে। তার কারণ তেল ছাড়াই অমলেট বানিয়ে চমকে দিয়েছেন এক খাবার বিক্রেতা। আসলে, খাবার নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে আজকাল অনেকেই পছন্দ করেন। তেমনই প্রিয় অমলেটকে নিয়ে এবার এক ফিউশন খাবার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক বিক্রেতা। (Viral Video)
সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়েছে সেই অমলেট বানানোর ভিডিও। যাঁরা অমলেট খেতে ভালোবাসেন, তাঁদের অনেকেই একে স্বাগত জানিয়েছেন। তবে অনেকেই চিন্তায় পড়েছেন এই খাবারের স্বাদ-বিভ্রাট নিয়ে। তেল ছাড়াই অমলেট বানিয়ে ফেলেছেন ওই বিক্রেতা। তবে অবাক করার বিষয়টি হল, সেই অমলেট তৈরির জন্য কোকা-কোলা ও ওরিও বিস্কুট দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বাবার সঙ্গে পুতুল বানিয়েই অসীম লড়াই করতে তৈরি অসীম, মন ভালো করা এক গল্প!
প্যানের মধ্যে কোকা-কোলা ঢেলে তাতে মেশানো হয়েছে একটি ছোট ওরিও বিস্কুটের প্যাকেট। তার উপর অমলেট বানানোর জন্য ডিম ফেটিয়ে ঢেলে দেওয়া হয়েছে। এর উপর দিয়ে দেওয়া হয়েছে পাঁউরুটি। এবার সেটিকে আঁচে রেখে রান্না করা হয়েছে। এর উপর দিয়ে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছেন বিক্রেতা। দিয়েছেন কিছু ধনেপাতা ও ওরিও বিস্কুটের গুঁড়োও।
advertisement
এমন অদ্ভুত অমলেট রেসিপি দেখে চমকে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন রেসিপি বাড়িতেও করে দেখবেন বলে জানিয়েছেন। কেউ কেউ আবার একে অতি জঘন্য বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে অমলেটের এমন অভাবনীয় রেসিপির ভিডিও আপাতত ভাইরাল।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: তেলছাড়া অমলেট বানানোর উপায়, দিতে হবে কোক ও ওরিও! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement