Viral Video: তেলছাড়া অমলেট বানানোর উপায়, দিতে হবে কোক ও ওরিও! দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রিয় অমলেটকে নিয়ে এবার এক ফিউশন খাবার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক বিক্রেতা। (Viral Video)
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। সম্প্রতি অমলেট তৈরির একটি ভিডিও দেখে নেটপাড়ায় তুলকালাম শুরু হয়েছে। তার কারণ তেল ছাড়াই অমলেট বানিয়ে চমকে দিয়েছেন এক খাবার বিক্রেতা। আসলে, খাবার নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে আজকাল অনেকেই পছন্দ করেন। তেমনই প্রিয় অমলেটকে নিয়ে এবার এক ফিউশন খাবার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক বিক্রেতা। (Viral Video)
সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়েছে সেই অমলেট বানানোর ভিডিও। যাঁরা অমলেট খেতে ভালোবাসেন, তাঁদের অনেকেই একে স্বাগত জানিয়েছেন। তবে অনেকেই চিন্তায় পড়েছেন এই খাবারের স্বাদ-বিভ্রাট নিয়ে। তেল ছাড়াই অমলেট বানিয়ে ফেলেছেন ওই বিক্রেতা। তবে অবাক করার বিষয়টি হল, সেই অমলেট তৈরির জন্য কোকা-কোলা ও ওরিও বিস্কুট দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ऐसा ऑमलेट एक बार खाने के बाद बार बार खाना खाएंगे। इस रेसिपी को यूनेस्को का अवार्ड मिलना चाहिए। pic.twitter.com/yZYs8EUewu
— Shailesh Shrivastava (@ShriShailesh) July 7, 2022
আরও পড়ুন: বাবার সঙ্গে পুতুল বানিয়েই অসীম লড়াই করতে তৈরি অসীম, মন ভালো করা এক গল্প!
প্যানের মধ্যে কোকা-কোলা ঢেলে তাতে মেশানো হয়েছে একটি ছোট ওরিও বিস্কুটের প্যাকেট। তার উপর অমলেট বানানোর জন্য ডিম ফেটিয়ে ঢেলে দেওয়া হয়েছে। এর উপর দিয়ে দেওয়া হয়েছে পাঁউরুটি। এবার সেটিকে আঁচে রেখে রান্না করা হয়েছে। এর উপর দিয়ে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছেন বিক্রেতা। দিয়েছেন কিছু ধনেপাতা ও ওরিও বিস্কুটের গুঁড়োও।
advertisement
এমন অদ্ভুত অমলেট রেসিপি দেখে চমকে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন রেসিপি বাড়িতেও করে দেখবেন বলে জানিয়েছেন। কেউ কেউ আবার একে অতি জঘন্য বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে অমলেটের এমন অভাবনীয় রেসিপির ভিডিও আপাতত ভাইরাল।
Location :
First Published :
July 13, 2022 5:05 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: তেলছাড়া অমলেট বানানোর উপায়, দিতে হবে কোক ও ওরিও! দেখুন ভাইরাল ভিডিও