হোম /খবর /পাঁচমিশালি /
চকোলেট সস আর ক্রিম মাখা গরম গরম ভুট্টা জিভে নাকি জল আনছে! দেখুন ভাইরাল ভিডিও

Viral Video: চকোলেট সস আর ক্রিম মাখা গরম গরম ভুট্টা জিভে নাকি জল আনছে! দেখুন ভাইরাল ভিডিও

Viral Video

Viral Video

সোশ্যাল মিডিয়ায় পরিচিত সুইট কর্ন যে এমন অন্য রকম খেতে হতে পারে তা দেখেই মন জয় করেছে নেটিজেনের (Viral Video)।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: খাবার নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে অনেকেই ভালোবাসেন। তা ছাড়া আজকাল ফিউশন খাবারেরও চল বেড়েছে। তেমনই এবার সাধারণ ভুট্টা নিয়ে ফিউশন খাবার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দিল্লির এক দোকানদার। রাস্তার পাশে ছোট্ট দোকানে এমন ভুট্টা দিয়ে তৈরি খাবারের ভিডিও নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভুট্টা সাধারণত লেবু, মরিচ মাখিয়ে গরম গরম খেতেই ভালোবাসেন অনেকে (Viral Video)। কিন্তু দিল্লির এই বিক্রেতা তার সঙ্গে মাখন, নুন, অরিগ্যানো ও চিলি ফ্লেকসের মিশ্রণে এক অভিনব খাবার তৈরি করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় পরিচিত সুইট কর্ন যে এমন অন্য রকম খেতে হতে পারে তা দেখেই মন জয় করেছে নেটিজেনের (Viral Video)।

ফুড ব্লগার অঙ্কিত লুথারা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিও(Viral Video)। ভিডিওতেই দেখা গিয়েছে ভুট্টা সেদ্ধ করে তাতে মাখন মাখাচ্ছেন প্রস্তুতকারক। তার পর তাতে চকোলেট সস মিশিয়ে একটু ক্রিম দিয়ে দিলেন। এর পর তাতে লেবুর রস ও মশলা মাখিয়ে বিক্রি করছেন ওই যুবক। পূর্ব দিল্লির একটি রাস্তায় ছোট্ট দোকানে এমন অভিনব খাবারের সন্ধান পেয়ে অবাক সোশ্যাল মিডিয়ার ইউজাররা। ভিডিওটি দেখে নেটিজেনও বেশ প্রশংসা করেছেন। অনেকেই আবার সমালোচনা করতেও ছাড়েননি।

ভিডিওটি প্রায় ৩৩ হাজার লাইক পেয়েছে। কমেন্টের বন্যা বক্সে। অনেকেই রেসিপি চেয়েছেন বিক্রেতার থেকে। অনেকের আবার এই ভিডিও দেখেই বমি উঠে আসছে। কিছুদিন আগে রসগোল্লা দিয়ে চাট তৈরি করে শোরগোল ফেলেছিলেন দিল্লির এক বিক্রেতা। আলু, দই, চানাচুর, চাটনি দিয়ে তৈরি চাট একেবারেই অন্য ধরনের একটা খাবার। বিশেষ করে অবাঙালির পছন্দের এই চাটের সঙ্গে যখন রসগোল্লার ফিউশন করা হয়েছিল। ভাবতে পারছেন? এক ব্যক্তি তেমনই কিছু একটা ভেবে রসগোল্লা দিয়ে চাট তৈরি করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেটিও ভাইরাল হয়েছিল নিমেষে।

আরও পড়ুন: দই ও তেঁতুলের চাটনি দিয়ে রসগোল্লার চাট, খেয়েছেন? তুমুল ভাইরাল ভিডিও...

আরও পড়ুন: বিয়েতে বরকে বসিয়ে রেখে ম্যাগি খেতে মগ্ন নতুন বউ! ভাইরাল ভিডিও দেখুন

অনেকেই ম্যাগি দিয়ে নানা খাবারের পরীক্ষা-নিরীক্ষা করেন। ডিম দিয়ে, মাংস দিয়ে, সবজি দিয়ে, লঙ্কার কুচি ফেলে-- নানা ভাবে ম্যাগি বানিয়ে খান অনেকে। তালিকায় রয়েছে মির্চি ম্যাগিও। এবার রসগোল্লার পর চলে এল ভুট্টার এমন ফিউশন। আপনিও একবার করবেন নাকি এই পরীক্ষা-নিরীক্ষা?

Published by:Raima Chakraborty
First published:

Tags: Instagram Video, Viral Video