Viral Video: ‘বাবা কেন না খেয়ে দিন-রাত কাজ করে, আমার চিন্তা হয়...’ ছোট্ট মেয়েটির কান্নার ভিডিও ভাইরাল!

Last Updated:

Viral Video of a baby crying for her father: শিশুর কান্না থামানোর জন্য তার মা তাকে বারবার বুঝিয়েছে, যে বাবা খেয়েই কাজ করছে ৷ সন্ধ্যাবেলাতেও খায় ৷ বাবা খালিপেটে থাকে না ৷ তোমার এত চিন্তা করার দরকার নেই... ৷ তবে কে কার কথা শোনে ৷

Little girl is worried about dad skipping meals (Photo: Twitter)
Little girl is worried about dad skipping meals (Photo: Twitter)
নয়াদিল্লি: অধিকাংশ বেসরকারি অফিসের কর্মীদের কাজের যেন কোনও শেষ নেই ৷ বরং তা দিনের পর দিন বেড়েই চলেছে ৷ করোনাকালে ওয়ার্ক ফ্রম হোম করেও শান্তি নেই ৷ কারণ অফিসে গেলে তাও ছুটি বলে একটা জিনিস হত ৷ ওয়ার্ক ফ্রম হোমে কাজের কোনও নির্দিষ্ট সময় নেই ৷ ওয়ার্কিং আওয়ার্স থাকলেও কাজ শেষ না হলে ল্যাপটপ বন্ধ করার অবকাশ নেই ৷ প্রয়োজনে যে কোনও সময়েই কাজে বসতে হতে পারে ৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে তার বাবার জন্য কাঁদছে ৷ কারণ, ওইটুকু শিশুও বলছে... ‘বাবা তো কিছু না খেয়েই ঘণ্টার পর ঘণ্টা কাজ করে চলেছে (Viral Video of a baby crying for her father) !’
ভিডিওতে (Viral Video) দেখা যায় বাচ্চা মেয়েটি হাউমাউ করে কাঁদছে ৷ আর তার মুখে শুধু একটাই কথা ৷ ‘‘ বাবা তো সারাদিন শুধু কাজ করে ৷ সারা দিন না খেয়ে খালিপেটে থাকে ৷ বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে... ৷ ’’
advertisement
advertisement
শিশুর কান্না থামানোর জন্য তার মা তাকে বারবার বুঝিয়েছে, যে বাবা খেয়েই কাজ করছে ৷ সন্ধ্যাবেলাতেও খায় ৷ বাবা খালিপেটে থাকে না ৷ তোমার এত চিন্তা করার দরকার নেই... ৷ তবে কে কার কথা শোনে ৷ শিশুটি এক নাগাড়ে কেঁদেই চলেছে তার বাবার জন্য ৷ মুখে শুধু একটাই কথা, বাবা দিনের পর দিন না খেয়ে শুধু কাজ করে চলেছে ৷
advertisement
উল্টে মাকেই শিশুটি বলে, ‘‘মানুষই তো খাবার খায়, তাই না, মা? দোকানের লোকরাও তো মানুষ। ওরা যদি খেতে পারে, তা হলে আমার বাবা কেন পারবে না?’ এ কথা বলতে বলতে শিশুটি কেঁদে ফেলে। বার বার বলতে থাকে, ‘বাবার জন্য আমার খুব চিন্তা হয় মা।’’
advertisement
ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ নিজের ট্যুইটার হ্যান্ডলে সেটি শেয়ার করেছেন অভিনেত্রী রবিনা টন্ডনও ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘বাবা কেন না খেয়ে দিন-রাত কাজ করে, আমার চিন্তা হয়...’ ছোট্ট মেয়েটির কান্নার ভিডিও ভাইরাল!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement