Viral Video: ‘বাবা কেন না খেয়ে দিন-রাত কাজ করে, আমার চিন্তা হয়...’ ছোট্ট মেয়েটির কান্নার ভিডিও ভাইরাল!

Last Updated:

Viral Video of a baby crying for her father: শিশুর কান্না থামানোর জন্য তার মা তাকে বারবার বুঝিয়েছে, যে বাবা খেয়েই কাজ করছে ৷ সন্ধ্যাবেলাতেও খায় ৷ বাবা খালিপেটে থাকে না ৷ তোমার এত চিন্তা করার দরকার নেই... ৷ তবে কে কার কথা শোনে ৷

Little girl is worried about dad skipping meals (Photo: Twitter)
Little girl is worried about dad skipping meals (Photo: Twitter)
নয়াদিল্লি: অধিকাংশ বেসরকারি অফিসের কর্মীদের কাজের যেন কোনও শেষ নেই ৷ বরং তা দিনের পর দিন বেড়েই চলেছে ৷ করোনাকালে ওয়ার্ক ফ্রম হোম করেও শান্তি নেই ৷ কারণ অফিসে গেলে তাও ছুটি বলে একটা জিনিস হত ৷ ওয়ার্ক ফ্রম হোমে কাজের কোনও নির্দিষ্ট সময় নেই ৷ ওয়ার্কিং আওয়ার্স থাকলেও কাজ শেষ না হলে ল্যাপটপ বন্ধ করার অবকাশ নেই ৷ প্রয়োজনে যে কোনও সময়েই কাজে বসতে হতে পারে ৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে তার বাবার জন্য কাঁদছে ৷ কারণ, ওইটুকু শিশুও বলছে... ‘বাবা তো কিছু না খেয়েই ঘণ্টার পর ঘণ্টা কাজ করে চলেছে (Viral Video of a baby crying for her father) !’
ভিডিওতে (Viral Video) দেখা যায় বাচ্চা মেয়েটি হাউমাউ করে কাঁদছে ৷ আর তার মুখে শুধু একটাই কথা ৷ ‘‘ বাবা তো সারাদিন শুধু কাজ করে ৷ সারা দিন না খেয়ে খালিপেটে থাকে ৷ বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে... ৷ ’’
advertisement
advertisement
শিশুর কান্না থামানোর জন্য তার মা তাকে বারবার বুঝিয়েছে, যে বাবা খেয়েই কাজ করছে ৷ সন্ধ্যাবেলাতেও খায় ৷ বাবা খালিপেটে থাকে না ৷ তোমার এত চিন্তা করার দরকার নেই... ৷ তবে কে কার কথা শোনে ৷ শিশুটি এক নাগাড়ে কেঁদেই চলেছে তার বাবার জন্য ৷ মুখে শুধু একটাই কথা, বাবা দিনের পর দিন না খেয়ে শুধু কাজ করে চলেছে ৷
advertisement
উল্টে মাকেই শিশুটি বলে, ‘‘মানুষই তো খাবার খায়, তাই না, মা? দোকানের লোকরাও তো মানুষ। ওরা যদি খেতে পারে, তা হলে আমার বাবা কেন পারবে না?’ এ কথা বলতে বলতে শিশুটি কেঁদে ফেলে। বার বার বলতে থাকে, ‘বাবার জন্য আমার খুব চিন্তা হয় মা।’’
advertisement
ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ নিজের ট্যুইটার হ্যান্ডলে সেটি শেয়ার করেছেন অভিনেত্রী রবিনা টন্ডনও ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘বাবা কেন না খেয়ে দিন-রাত কাজ করে, আমার চিন্তা হয়...’ ছোট্ট মেয়েটির কান্নার ভিডিও ভাইরাল!
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement