Viral Video: একটি অটোয় সওয়ার ২৭ জন! যাত্রী গুণতে গুণতে হয়রান পুলিশ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সেখানে ভিতরে এতজন বসলেন কীভাবে? (Viral Video)
#ফতেপুর: ভিড় রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল একটি অটোরিক্সা। সেই অটোকে থামাতেই চক্ষু চড়কগাছ কর্তব্যরত পুলিশকর্মীর। একটি অটোর ভিতরে বসেছিলেন ২৭ জন? এ কী ভাবে সম্ভব? সেই ঘটনার ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি অটো থেকে একে একে বেরিয়ে আসছেন ২৭ জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মধ্য উত্তরপ্রদেশের ফেতেহপুরে। যেখানে একটি অটোতে ৬ জনের বসার জায়গা। সেখানে ভিতরে এতজন বসলেন কীভাবে? (Viral Video)
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। ৬ জনের জায়গায় চালক বাদে আরও ২৭ জন বসে রয়েছেন একটি অটোর ভিতর? ভিডিওতে েদখা গিয়েছে, বয়স্ক ও বাচ্চা মিলিয়ে মোট ২৬ জন ছিলেন সেই অটোতে। একেবারে চিঁড়েচ্যাপ্টা অবস্থায় ভিতরে বসেছিলেন প্রত্যেকে। পুলিশ ওই অটোকে আটকানোর পর, সেখানে দাঁড়ানো এক পথচারী মোবাইলে এই ঘটনার ভিডিও করেছেন।
advertisement
#WATCH In this auto rickshaw of #Fatehpur, 27 people including the driver had gone to offer prayers for #Bakrid. One by one the police counted twenty-seven people including children and brought them down.#UttarPradesh pic.twitter.com/CfjPotBsJ0
— KafirOphobia (@socialgreek1) July 10, 2022
advertisement
advertisement
আরও পড়ুন: ভারত সঞ্চার নিগম লিমিটেডের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, জানুন
ফতেপুরের বিন্ডকি কোতওয়ালি এলাকায় ওই দ্রুত গতিতে ছুটে চলা অটোটিকে আটকায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত গতির জন্যই জনবহুল রাস্তায় অটোটিকে দাঁড় করান পুলিশকর্মী। তিনি অটোর ভিতরে থাকা যাত্রীদের বেরিয়ে আসতে বলেন। তখনই এক এক করে ২৬ জনকে বেরিয়ে আসতে দেখে হতবাক হয়ে যান তিনি। দু'ডজন যাত্রী কীভাবে একটি অটোর ভিতর বসে রয়েছেন, তা এখনও বুঝতে পারছেন না কেউই।
advertisement
আরও পড়ুন: শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মোদির ঘোষণা, শনিবার ভারতে জাতীয় শোক!
কয়েকদিন আগে একটি অটোর ছাদে ফুলের বাগানের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। চালকের এমন সৃষ্টিশীলতা দেখে অবাক হয়েছিলেন নেটপাড়ার বাসিন্দারা। গরমের তাপ থেকে বাঁচার জন্যই এমন অটোর ছাদে বাগানের পরিকল্পনা করেছিলেন চালক মহেন্দ্র কুমার।
Location :
First Published :
July 11, 2022 1:42 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: একটি অটোয় সওয়ার ২৭ জন! যাত্রী গুণতে গুণতে হয়রান পুলিশ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও