Recruitment 2022: ভারত সঞ্চার নিগম লিমিটেডের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ১৯ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। (Recruitment 2022)
#নয়াদিল্লি: সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেডের (Bharat Sanchar Nigam Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হরিয়ানা টেলিকম সার্কেলে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১-র অধীনে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারত সঞ্চার নিগম লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BSNL Haryana Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৯ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ডকুমেন্ট ভেরিফিকেশন- ৩০ জুলাই, ২০২২
শর্টলিস্ট প্রকাশ- অগাস্ট, ২০২২
BSNL Haryana Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
BSNL Haryana Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত তথ্য
অ্যাপ্রেন্টিস (সেলস অ্যান্ড মার্কেটিং অ্যাক্টিভিটিস)- ২৪টি পদ
advertisement
অ্যাপ্রেন্টিস (সিএম/সিএফএ/ইবি)- ২০টি পদ
আরও পড়ুন: শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মোদির ঘোষণা, শনিবার ভারতে জাতীয় শোক!
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) |
পদের নাম: | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা: | ৪৪ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | শর্টলিস্ট |
আবেদন শুরু তারিখ: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ তারিখ: ১৯.০৮.২০২২
BSNL Haryana Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের AICTE, GOI, এবং UGC দ্বারা স্বীকৃতি প্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক (টেকনিক্যাল/নন-টেকনিক্যাল) উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ডিপ্লোমা হোল্ডাররা এই পদের জন্য আবেদন করতে পারেন।
BSNL Haryana Recruitment 2022: ভাতা
view commentsপ্রার্থীরা প্রতি মাসে ৮,০০০ টাকা মাসিক ভাতা পাবেন।
Location :
First Published :
July 08, 2022 7:22 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: ভারত সঞ্চার নিগম লিমিটেডের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, জানুন