Viral Video: গঙ্গার জলে ভাসছে ১০ ফুট লম্বা পাইথন ! দেখে ভয়ে হাত-পা ঠাণ্ডা পর্যটকদের, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Video Of 10 Feet Long Python in Ganga River: প্রচণ্ড ঢেউতে নৌকা উথালপাথাল ৷ সেইসময় চোখের সামনে এত বড় একটা পাইথন দেখে সবাই ভয়ে চমকে উঠেছিলেন ৷ সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল ৷
দেরাদুন: ‘রিভার র্যাফটিং’-এর (River Rafting) মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস-এ অংশ নিতে অনেকেরই ভালো লাগে ৷ এদেশে উত্তরাখণ্ডে (Uttarakhand) রিভার র্যাফটিং করতে যানও পর্যটকরা ৷ করোনার জেরে এই ধরণের ওয়াটার স্পোর্টস বেশ কয়েক মাস বন্ধ ছিল ৷ সম্প্রতি ঋষিকেশের একটি ভিডিও ভাইরাল (Viral Video of Python) হয়েছে ৷ যেখানে রিভার র্যাফটিংয়ের সময় একদল পর্যটক দেখেন জলের মধ্যে প্রায় ১০ ফুট লম্বা একটি পাইথনকে ঘুরে বেড়াতে ৷
প্রচণ্ড ঢেউতে নৌকা উথালপাথাল ৷ সেইসময় চোখের সামনে এত বড় একটা পাইথন দেখে সবাই ভয়ে চমকে উঠেছিলেন ৷ সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল ৷
advertisement
advertisement
এত বড় একটা সাপ জলের মধ্যে ভাসতে দেখে সবাই ভয়ে চিৎকার করতে থাকেন ৷ কারণ সবারই ভয় হচ্ছিল, পাইথনটি হয়তো তাদের নৌকার উপরে উঠে আসবে ৷ কারণ জলের ঢেউ এতটাই প্রবল ছিল, যে সাপটি ছিটকে নৌকার উপরে উঠে আসাটা অস্বাভাবিক কিছু ছিল না ৷
advertisement
ভিডিওটি দেখলেই যথেষ্ট ভয় লাগবে ৷ সেখানে যারা সামনে থেকে পাইথনটিকে ভাসতে দেখছিলেন, তাদের অবস্থা যে ঠিক কী হয়েছিল, তা আন্দাজ করাটা খুব একটা কঠিন কাজ নয় ৷ তবে এই ভিডিওটি বেশ কিছুদিনের পুরনো বলেও অনেকে দাবি করেছেন ৷ জায়গাটি শিবপুরি এলাকার কাছে বলেই অনুমান করা হচ্ছে ৷
মাত্র ১১ সেকেন্ডের ভিডিও ৷ কিন্তু সেটা সবাইকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ৷ যদিও সাপটি কারোর কোনও ক্ষতি করেনি ৷ স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা আগেও বহুবার ঘটেছে ৷ গঙ্গার জলে পাইথন বা আরও অন্যান্য বিষধর সাপ প্রচুর ভাসতে দেখা যায় ৷ বর্ষার সময় এই বিষয়টা বেশি ঘটে বলেই জানিয়েছেন তারা ৷
view commentsLocation :
First Published :
September 29, 2021 9:40 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: গঙ্গার জলে ভাসছে ১০ ফুট লম্বা পাইথন ! দেখে ভয়ে হাত-পা ঠাণ্ডা পর্যটকদের, দেখুন ভাইরাল ভিডিও