Viral Video: গঙ্গার জলে ভাসছে ১০ ফুট লম্বা পাইথন ! দেখে ভয়ে হাত-পা ঠাণ্ডা পর্যটকদের, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Video Of 10 Feet Long Python in Ganga River: প্রচণ্ড ঢেউতে নৌকা উথালপাথাল ৷ সেইসময় চোখের সামনে এত বড় একটা পাইথন দেখে সবাই ভয়ে চমকে উঠেছিলেন ৷ সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল ৷

The whole incident was recorded in the camera by the tourist standing nearby.
The whole incident was recorded in the camera by the tourist standing nearby.
দেরাদুন: ‘রিভার র‍্যাফটিং’-এর (River Rafting) মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস-এ অংশ নিতে অনেকেরই ভালো লাগে ৷ এদেশে উত্তরাখণ্ডে (Uttarakhand) রিভার র‍্যাফটিং করতে যানও পর্যটকরা ৷ করোনার জেরে এই ধরণের ওয়াটার স্পোর্টস বেশ কয়েক মাস বন্ধ ছিল ৷ সম্প্রতি ঋষিকেশের একটি ভিডিও ভাইরাল (Viral Video of Python) হয়েছে ৷ যেখানে রিভার র‍্যাফটিংয়ের সময় একদল পর্যটক দেখেন জলের মধ্যে প্রায় ১০ ফুট লম্বা একটি পাইথনকে ঘুরে বেড়াতে ৷
প্রচণ্ড ঢেউতে নৌকা উথালপাথাল ৷ সেইসময় চোখের সামনে এত বড় একটা পাইথন দেখে সবাই ভয়ে চমকে উঠেছিলেন ৷ সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল ৷
advertisement
advertisement
এত বড় একটা সাপ জলের মধ্যে ভাসতে দেখে সবাই ভয়ে চিৎকার করতে থাকেন ৷ কারণ সবারই ভয় হচ্ছিল, পাইথনটি হয়তো তাদের নৌকার উপরে উঠে আসবে ৷ কারণ জলের ঢেউ এতটাই প্রবল ছিল, যে সাপটি ছিটকে নৌকার উপরে উঠে আসাটা অস্বাভাবিক কিছু ছিল না ৷
advertisement
ভিডিওটি দেখলেই যথেষ্ট ভয় লাগবে ৷ সেখানে যারা সামনে থেকে পাইথনটিকে ভাসতে দেখছিলেন, তাদের অবস্থা যে ঠিক কী হয়েছিল, তা আন্দাজ করাটা খুব একটা কঠিন কাজ নয় ৷ তবে এই ভিডিওটি বেশ কিছুদিনের পুরনো বলেও অনেকে দাবি করেছেন ৷ জায়গাটি শিবপুরি এলাকার কাছে বলেই অনুমান করা হচ্ছে ৷
মাত্র ১১ সেকেন্ডের ভিডিও ৷ কিন্তু সেটা সবাইকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ৷ যদিও সাপটি কারোর কোনও ক্ষতি করেনি ৷ স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা আগেও বহুবার ঘটেছে ৷ গঙ্গার জলে পাইথন বা আরও অন্যান্য বিষধর সাপ প্রচুর ভাসতে দেখা যায় ৷ বর্ষার সময় এই বিষয়টা বেশি ঘটে বলেই জানিয়েছেন তারা ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: গঙ্গার জলে ভাসছে ১০ ফুট লম্বা পাইথন ! দেখে ভয়ে হাত-পা ঠাণ্ডা পর্যটকদের, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement