Viral Video: প্রাণ নিয়ে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছেন এক মহিলা... পিছু পিছু ছুরি হাতে এক ব্যক্তি! হাড়হিম ভাইরাল ভিডিও
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Viral Video: ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ছুরি হাতে ধাওয়া করছে।
#নাসিক : পেট্রোল পাম্পে মহিলা কর্মীকে ধাওয়া করে ছুরিকাঘাত। ক্রমাগত দৌড়চ্ছেন, পালিয়ে বাঁচার চেষ্টা করছেন এক মহিলা। প্রকাশ্যে ছুরি নিয়ে তাঁকে ধাওয়া করছে এক দুষ্কৃতী। পালিয়ে বাঁচার চেষ্টা করেও বাঁচতে পারেননি মহিলা। একের পর এক আঘাতে লুটিয়ে পড়েন তিনি। এমনই এক মর্মান্তিক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিক জেলার এই ঘটনায় এক পেট্রোল পাম্পের একজন মহিলা কর্মীকে জনসমক্ষে এক ব্যক্তি তাড়া করে ছুরিকাঘাত করে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ছুরি হাতে ধাওয়া করছে। প্রাণপণ দৌড়ে যাচ্ছেন মহিলা।
advertisement
advertisement
জানা গিয়েছে, নাসিকের যাদব পেট্রোল পাম্পের ওই মহিলা কর্মীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, জখম মহিলার নাম জুবেদা শেখ (Zubeda Sheikh)। সূত্রের খবর, জনসমক্ষে ওই মহিলার উপর হামলা করে অভিযুক্ত। হামলার সময় পেট্রোল পাম্পের অন্য কর্মী এবং কিছু পথচারী চেষ্টা করেছিলেন ওই মহিলাকর্মীকে বাঁচানোর। কিন্তু আততায়ী অস্ত্র হাতে তাঁদের ভয় দেখাতে শুরু করে। তাতেই পিছিয়ে যান সকলে।
advertisement
দৌড়ে পালাতে পালাতে এক সময় ওই মহিলা মাটিতে পড়ে যান। সে সময়ই তাঁকে একের পর এক ছুরিকাঘাত করে অভিযুক্ত। সে সময় সাহস করে একজন পথচারী অভিযুক্তের উপর চেয়ার ছুঁড়ে মারেন, যাতে সে ওই মহিলাকে আরও আক্রমণ করতে না পারে। তার পরই অবশ্য অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়। তার পিছন পিছন ধাওয়া করেন বেশ কিছু মানুষ। পেট্রোল পাম্পের কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ধাওয়া করছেন। ততক্ষণে উদ্ধার করা হয় জখম মহিলাকে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
पीड़ित महिला ने एक क्रिमिनल के साथ दोस्ती आगे नहीं बढ़ानी चाही तो आरोपी ने महिला पर हमला कर दिया..
नासिक की घटना.. महिला पर हमले की घटना सीसीटीवी में कैद. pic.twitter.com/agP6JQ8UQS — Vivek Gupta (@imvivekgupta) August 25, 2022
advertisement
গত এপ্রিলেও এমন এক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছিল। সে বারও এক মহিলাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছিল এক ব্যক্তি। দক্ষিণ পশ্চিম দিল্লির সাগরপুর এলাকার ওই ঘটনায় উঠে এসেছিল একতরফা প্রেমের অভিযোগ। সে বার মহিলাকে বাঁচানো যায়নি।
Location :
First Published :
August 26, 2022 4:45 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: প্রাণ নিয়ে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছেন এক মহিলা... পিছু পিছু ছুরি হাতে এক ব্যক্তি! হাড়হিম ভাইরাল ভিডিও