Viral Video: টুকটুকে লাল তিন সাপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুদে কুকুর! বুলেটের গতিতে ভাইরাল ভিডিও...

Last Updated:

Viral Video: সমস্ত কিছুকেই হার মানায় এই টানটান লড়াই...

কেউটে আর কুকুরে লড়াই
কেউটে আর কুকুরে লড়াই
প্রকৃতির প্রতিটি প্রাণীর মধ্যে যে হিংস্রতার পাশাপাশি রয়েছে আন্তরিক মেলবন্ধন তার মোক্ষম উদাহরণ এটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে তিনটি লাল বর্ণের কেউটে সাপের (Cobra snake) সঙ্গে এক লড়াই করে চলেছে খুদে এক সারমেয়।
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে একটি বাগানের মধ্যে ভয়ঙ্কর টকটকে লাল তিন তিনটি সাপ  (Cobra snake)  নিজেদের মধ্যে খেলা করছিল সেই সময় সেখানে এসে উপস্থিত হয় এক কুকুরছানা। স্বভাবতই এমন অদ্ভুতদর্শন সাপগুলিকে প্রথমবার দেখায় তার মনে কৌতূহলবশত সে চেঁচাতে থাকে। তবে কুকুর ছানাটির এমন বিরূপ আচরণেও আশ্চর্যভাবেই তাকে ছোবল মারতে যায়নি সেই কোবরা গুলি।
advertisement
লম্বা এই ভিডিওটিতে (Viral Video) অবশ্য দেখা গেল কিছুক্ষন টানা কুকুরটির লড়াই চলার পরে ভয়ঙ্কর দর্শন সাপগুলি  (Cobra snake)  যেদিকে যে পারে সে দিকে চলতে শুরু করল। কুকুরটিও তাদের পাশে পাশে চলতে থাকে। সাপগুলি ফণা তুলে কুকুরটির দিকে তাকিয়ে থাকলেও একবারও ছোবল মারতে আসেনি কুকুরছানাটিকে।
advertisement
অন্যদিকে কুকুরটিও সাপগুলিকে কামড়ে দেয় নি। সারমেয় এবং সাপেদের খুনসুটি এইভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকার পর সাপগুলি বাগানে একটি পরিত্যক্ত জিনিসের মধ্যে চলে যায় আর কুকুরটিও নিজের মতো খেলায় মেতে ওঠে।
advertisement
বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। প্রায় কুড়ি হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। সাপ ও কুকুরের মতো দুই ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন অসম লড়াই আর বন্ধুত্ব দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরাও। বিশেষত সাপগুলির এমন অদ্ভুতদর্শনের জন্যই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। আর লাফিয়ে বাড়তে থাকে লাইক এবং কমেন্ট।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: টুকটুকে লাল তিন সাপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুদে কুকুর! বুলেটের গতিতে ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement