ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচল একটি পরিবার। ঘটনাটি ঘটেছে কোরবা জেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে কুররুদিহ গ্রামের একটি বাড়িতে। বরাত জোরে একটি বড় দুর্ঘটনা কোনওক্রমে এড়ানো সম্ভব হয়েছে। আচমকা এক মহিলা দেখেন রান্নাঘরে সন্তানের একদম কাছেই ফণা তুলে বসে রয়েছে বিষধর কেউটে সাপ (Cobra News)! এমন দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে পারছিলেন না শিশুটির মা। নিজের চোখকেও যেন বিশ্বাস হচ্ছিল না তাঁর। কয়েক মুহূর্ত মাথা কাজ করছিল না।
সাপটি (Cobra News)দৈবক্রমে নড়াচড়া বিশেষ করেনি। কিন্তু কোন মুহূর্তে আক্রমনাত্বক হয়ে উঠবে কেউই বুঝে উঠতে পারছিলেন না সেই মুহূর্তে। কিন্তু এরইমধ্যে উপস্থিত বুদ্ধি দেখান জনৈক প্রতিবেশী। প্রতিবেশী সূর্যপ্রকাশ মারাবি দ্রুত ১১২ নম্বর ডায়াল করে পুলিশকে খবর দেন। এরপর স্থানীয় কনস্টেবল সাপ উদ্ধারকারী দলের প্রধান জিতেন্দ্র সারথীকে খবর দেন। সেই সময় সারথি আগে থেকেই ননবীরায় কিছু কাজে উপস্থিত ছিলেন। তাই অত্যন্ত তৎপরতার সঙ্গে তিনি হাজির হন।
১১২ নম্বর ডায়াল টিম এরপরে জিতেন্দ্র সারথিকে নিতে চলে যায়। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে তারা। তখনও আশ্চর্যভাবে কোবরা তার ফণা তুলে বসেছিল এবং রাগে ফোঁস ফোঁস করছিল বিষধর সাপটি। এরপরে খুব সতর্কতার সঙ্গে সাপটিকে বের করে এনে একটি বাক্সে বন্দি করা হয়। অবশেষে সবাই সবাই হাফ ছেড়ে বাঁচে।