Viral Video: দুষ্টু ছেলেকে সিধে করতে আসরে নামল রোবোট বাহিনী, ভিডিও দেখে নেটদুনিয়ায় হাসির রোল!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ট্যুইটারে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে মানুষ এবং যন্ত্রের পারস্পরিক আদানপ্রদানে খানিকটা হাসির রোল উঠেছে। সেই সঙ্গে ছড়িয়েছে সচেতনতাও।
#ViralVideo: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয় প্রতিদিন। কখনও কখনও এই ভিডিও-গুলিতে এমন কিছু দেখা যায় যাতে আমরা অবাক হয়ে যাই, আবার কখনও কখনও এমন কিছু দেখা যায় যে আমরা চিন্তা না করে শুধু হাসতে থাকি। এ রকমই একটি মজার ভিডিও এই সময়ে ট্যুইটারে (Twitter) ভাইরাল হয়েছে। সেখানে মানুষ এবং যন্ত্রের পারস্পরিক আদানপ্রদানে খানিকটা হাসির রোল উঠেছে। সেই সঙ্গে ছড়িয়েছে সচেতনতাও।
আসলে মানুষ নিজেদের খুব স্মার্ট বলে মনে করে ফেলে কখনও কখনও। আর তারই ফলে এই রকম বিপত্তিতে পড়তে হয়। ভিডিও-তে দেখা যায়, একটি ছেলে এই রকম কোনও ভাবনা চিন্তা নিয়ে এসে একটি রোবট (Robot)-কে সামান্য যন্ত্র বলে ভুল করে ফেলে। সে ভাবেনি তারপর তার সঙ্গে কী হতে পারে। ছেলেটি রোবটস বিট বয় (Robots Beat Boy)-এর আদেশ উপেক্ষা করে। আসলে ছেলেটি হয়তো দেখতে চেয়েছিল কী ঘটে এমন করলে। কিন্তু তার পরেই তার কপালে জুটেছে রোবোট দলের মার। ভিডিও-টি হয় তো মজা করেই তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
রোবটের সাঙ্গপাঙ্গ মারছে একসঙ্গে
Robotlar kendilerine saygılı davranılmasını istiyorlar… pic.twitter.com/VhaNEkINzF
— Tansu YEĞEN (@TansuYegen) September 24, 2021
ভাইরাল হওয়া একটি ভিডিও-টিতে দেখা যাচ্ছে, একটি রোবট কোনও বহুতলের চলমান সিঁড়ি (Escalator)-র নিচে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটি ডিটিটাল থার্মোমিটার (Digital Thermometer)। আগন্তুক যে কোনও ব্যক্তির দেহের তামমাত্রা পরীক্ষা করে তবে সে নামতে দিচ্ছে। ছেলেটি হঠাৎই এই পরীক্ষা পদ্ধতিতে আপত্তি জানায়। রোবোটকে ফাঁকি দিয়ে পেরিয়ে যেতে চায়। শুধু তাই না, সে পা ছুড়ে দেয় রোবোটের দিকে। আর যায় কোথায়!
advertisement
ততক্ষণে রোবোটটি নিজের পিছন থেকে বের করে ফেলেছে লাঠি। আশপাশ থেকে ছুটে এসেছে আরও দু’টি রোবোট, তাদের হাতেও লাঠি। সকলে মিলে ছেলেটিকে মারতে শুরু করে। দুষ্টু ছেলের এমন অবস্থা দেখে তার পিছনে থাকা আর এক ব্যক্তিও ভয় পেয়ে গিয়েছেন স্পষ্ট দেখা যায় ভিডিও-য়। আর হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।
advertisement
মজার এই ভিডিওটি @TansuYegen নামের একজন ব্যবহারকারী তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। ১ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন ভিডিওটি। ৩২০০ জনেরও বেশি মানুষ পছন্দ করেছেন এবং কয়েক ঘণ্টার মধ্যে ৭০০ বারেরও বেশি রিট্যুইট করা হয়েছে।
এ নিয়ে মজার মজার মন্তব্যও করেছেন মানুষ। কেউ কেউ লিখেছেন- ‘ভিডিও-টি থেকেই বোঝা যাচ্ছে মেশিনেরও আবেগ আছে।’ অনেকে আবার মন্তব্য করেছেন এটাই আমাদের ভবিষ্যৎ, আগামী দিনে এমনই ঘটবে!
Location :
First Published :
August 09, 2022 11:13 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: দুষ্টু ছেলেকে সিধে করতে আসরে নামল রোবোট বাহিনী, ভিডিও দেখে নেটদুনিয়ায় হাসির রোল!