Tripura Politics: ত্রিপুরায় কংগ্রেসের একাধিক নেতা তৃণমূলে যোগ দিতে চাইছে, জানিয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Last Updated:

বাপ্টু দল ছাড়ায় প্রভাব পড়বে না, বলছে ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব। 

কংগ্রেসের একাধিক নেতা, তৃণমূলে যোগ দিতে চাইছে জানিয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
কংগ্রেসের একাধিক নেতা, তৃণমূলে যোগ দিতে চাইছে জানিয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
আবীর ঘোষাল, কলকাতা: রবিবার তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে, কংগ্রেসে (Congress) যোগ দিয়েছেন বাপ্টু চক্রবর্তী-সহ তৃণমূলের বেশ কয়েকজন। পাল্টা কংগ্রেস ছেড়ে, তৃণমূলে যোগ দিলেন হারাধন দেবনাথ।
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘যারা রাজনীতিতে এসে ভাবে যে, তারা শুধুমাত্র সংসদীয় রাজনীতিতে গিয়ে একজন জনপ্রতিনিধি হতে চান, এরকম লোকের তৃণমূল কংগ্রেসে দরকার নেই। যারা সত্যিকারের দল করতে চায়, মানুষের পাশে থেকে এই গণতন্ত্র বিপন্ন ত্রিপুরাকে বাঁচাতে চায়, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আগামী দিনে থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যত দিন যাবে দেখতে পাবেন যে অনন্যা রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, যারা চলে গিয়েছে তারা নিজেদের স্বার্থ লাভ করতে গিয়েছে। তাতে তৃণমূল কংগ্রেসের কোনও কিছু হবেনা। আমরা মাঠে ময়দানে নেমে লড়াই করছি। যতক্ষণ না ত্রিপুরায় আমরা গণতন্ত্র ফেরাতে পারবো, উন্নয়ন দিতে পারবো ততদিন লড়াই চলবে।
advertisement
advertisement
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "রাজনীতিতে আদৌ কোনো বিশ্বাসযোগ্যতা আছে কি না সেটাই এখন একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। এরা বারবার দলবদল করে, কিন্তু এরাই কয়েকদিন আগে এখানে বসে একুশে জুলাইয়ের শহীদ স্মরণে অংশগ্রহণ করেছে। আমার তো মনে হয় লড়াই কেউ যদি করে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তৃণমূল কংগ্রেস করেন। বাপ্টু চক্রবর্তী ক্ষেত্রে আমি বলবো যে, তাকে বারবার বলা হয়েছিল জনসংযোগ করতে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে কিন্তু তাকে তৎপরতার সঙ্গে সেভাবে রাজনীতিতে দেখা যায়নি। দলবদল করতে গেলে একটা করে যুক্তি লাগে। তৃণমূল কংগ্রেস তাকে অনেক সম্মান দিয়েছিল, তাকে সাধারণ সম্পাদক করেছিল, বিভিন্ন সংগঠনের ইনচার্জ করেছিল, ৩দিন আগে পর্যন্ত আমার সঙ্গে কথা বলে গিয়েছেন, তারপর তার মনে হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা।
advertisement
উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোটদানে বিরত থাকবে সেটার ঘোষণা বহু আগে হয়ে গিয়েছে, কিন্তু তখন সে কিছু বলেনি।"তিনি আরো বলেন, "তৃণমূল কংগ্রেস যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে থাকতো তাহলে কীই বা যায় আসতো। যদি সমস্ত বিরোধী দল গিয়ে ভোট দিত তাহলেও ভারতীয় জনতা পার্টি বা এনডিএর পদপ্রার্থী জয়লাভ করতো কারণ সংখ্যা অনুযায়ী তাদের জয়লাভ নিশ্চিত ছিল। আপনারা দেখেছেন কংগ্রেসের কী অবস্থা! মহারাষ্ট্রে সরকার গড়তে পারেনি। ঝাড়খন্ডের ৩জন কংগ্রেসের বিধায়ক টাকা সমেত কলকাতায় ধরা পড়েছে। সেই দলে বাপ্টু চক্রবর্তী যোগদান করে এখন উপরাষ্ট্রপতি নির্বাচনে ভুয়ো যুক্তি তুললে সেটা মানুষ কখনো বিশ্বাস করবে না। কংগ্রেস আগে আয়নায় নিজের মুখ দেখুক। কংগ্রেস বা অন্যান্য দলেরা আসলে বিজেপির হাত শক্ত করছে।
advertisement
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আশিস দাসও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। গতকালকেও আমাকে একজন ফোন করে বলেছে কিন্তু এই সিদ্ধান্ত দল নেবে। যারা যারা দল ছেড়ে যাচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। তৃণমূল কংগ্রেসে আগামী দিনে অনেক নেতা যুক্ত হবে, আরও শক্তিশালী হবে এবং যে সব নেতারা দল ছেড়ে চলে গেছে সেইদিন দেখবেন আবার তারা তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়াবেন।"
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: ত্রিপুরায় কংগ্রেসের একাধিক নেতা তৃণমূলে যোগ দিতে চাইছে, জানিয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement