Partha Chatterjee: পা-কোমরে সমস্যা, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে

Last Updated:

প্রতি মুহূর্তের নজরদারি রয়েছে সিসি ক্যামেরায়। 

পা-কোমরে সমস্যা, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে
পা-কোমরে সমস্যা, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে
আবীর ঘোষাল, কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখুন ৷ জেসপ বিল্ডিংয়ের পক্ষ থেকে এমনটাই আবেদন জানানো হয়েছে সিএমওএইচের কাছে। গ্রেফতারের পর ইতিমধ্যেই ভুবনেশ্বর এইমসে গিয়ে চিকিৎসা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তারা একটি চার্ট বানিয়ে দিয়েছেন।
এ ছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকাকালীন জোকা ইএসআই হাসপাতালে একাধিকবার চিকিৎসা বা চিকিৎসক পর্যবেক্ষণ করেছেন ৷ বর্তমানে জেল হাসপাতালে প্রতিনিয়ত তাকে চিকিৎসকরা এসে দেখে যাচ্ছেন। সূত্রের খবর, স্থূলকার চেহারার কারণে পার্থ চট্টোপাধ্যায় কোমর ও পায়ের সমস্যায় ভুগছেন ৷ তাই তাঁকে অর্থোপেডিক চিকিৎসকরা এসে দেখে যান এমনটাই চাইছেন জেল কর্তৃপক্ষ ৷ তাই সিএমওএইচের কাছে আবেদন জানানো হয়েছে এই বিষয়ে৷
advertisement
advertisement
রবিবার সকালেই প্রথম স্নান করেছেন পার্থ। তাঁর সেলের বাইরেই জলভরা একটি ড্রাম রাখা হয়। তা থেকে মগে করে জল নিয়ে নিজেই মাথায় ঢেলে স্নান সারেন। গা-হাত মোছার একটি কাপড়ও দেওয়া হয়। উল্লেখ্য, জেলে ঢোকার পর থেকেই পা ফুলছে পার্থর।
advertisement
ব্যথা রয়েছে কোমরেও। ফলে কয়েদিদের জন্য় বরাদ্দ স্নানের জায়গায় যেতে পারেননি তিনি। সেলের বাইরে কোনওরকমে স্নান সেরেছেন। আগেই চিকিৎসকের কাছে তিনি আবেদন করেছিলেন একটি খাটের।
advertisement
চিকিৎসককে জানান, একেবারে মেঝেয় তিনি বসতে পারেন না। একবার কষ্ট করে বসে পড়লে উঠতেও পারেন না। তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে শেষমেশ চিকিৎসক তাঁর জন্য খাটের সুপারিশ করেন। জেল কোডের সমস্ত দিক বিবেচনা করে মানবিক কারণে পার্থবাবুকে তাঁর আবেদনমতো খাটটি দেওয়াও হয়। তাতে তাঁর বসার বেশ সুবিধা হয়েছে। সেই খাটেই প্রতিদিন দিনভর তাঁকে ঘুমোতে দেখা গিয়েছে। শুধু ঘুম নয়, বেশ ভাল ঘুম হচ্ছে তাঁর। দুপুরেও ঘুমিয়েছেন। বিকেলেও ঘুমিয়েছেন। এ ছাড়া পার্থ চট্টোপাধ্যায় জেলের সেলে বই চেয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তিনি জেল ক্যান্টিন থেকে বেগুনি, আলুর চপ আনিয়ে খেয়েছেন ৷ তবে সহবন্দিদের সঙ্গে তাঁকে কথা বলতে এখনও দেখা যায়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পা-কোমরে সমস্যা, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement