Viral Video : অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের! শেষ কদম তোলা মাত্র কালভার্ট তলিয়ে গেল ঘূর্ণিপাকে, দেখুন রোমর্ষক ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral Video : ঘটনার আকস্মিকতায় একইসঙ্গে বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক ৷ অল্পের জন্য তাঁর রক্ষা পাওয়ার এই ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে ৷
বরপেটা : জীবন আর মৃত্যুর মাঝে ফারাক শুধু কয়েকটা মুহূর্তের ৷ সেই চির পরিচিত কথাগুলোই আরও এক বার মনে করিয়ে দিল প্লাবনধ্বস্ত অসমের একটি ভাইরাল ভিডিও৷
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি অসমের বরপেটা থেকে মানস জাতীয় উদ্যান যাওয়ার পথে ৷ সেখানে দেখা যাচ্ছে মাটি থেকে বেশ কয়েক ফুট উঁচুতে জীর্ণ এক কালভার্ট রোডের নীচের দুটি বিশাল গর্ত দিয়ে আছড়ে পড়ছে বন্যার ঘোলা জল ৷ দেখে মনে হচ্ছে যেন কোনও বাঁধ-সেতুর নীচ থেকে বার হচ্ছে জলরাশি ৷ কালভার্টের উপর দিয়েই সাইকেল নিয়ে চলে যায় এক কিশোরী ৷ তার পিঠে সম্ভবত স্কুলব্যাগ ছিল ৷ এক হাতে ছাতা ধরে, অন্য হাতে সাইকেল ধরে হেঁটে যাচ্ছিল সে ৷ নিরাপদেই সে কালভার্ট পেরিয়ে চলে যায় অন্যদিকে ৷
advertisement
বিপত্তি দেখা দেয় তার পর ৷ মেয়েটি যেদিকে যায় সেদিক থেকে এ বার কালভার্টে হাঁটতে শুরু করেন এক যুবক ৷ তাঁরও হাতে ছাতা ৷ টেরও পাননি পায়ের নীচে ওঁত পেতে আছে সাক্ষাৎ মৃত্যু৷ কালভার্ট থেকে তিনি শেষ কদম উঠিয়েছেন কি ওঠাননি, লহমার মধ্যে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ চূর্ণ পথের টুকরোগুলি ভেসে যায় বন্যার ঘোলা জলে পাক খেতে খেতে ৷ ঘটনার আকস্মিকতায় একইসঙ্গে বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক ৷ অল্পের জন্য তাঁর রক্ষা পাওয়ার এই ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে ৷
advertisement
advertisement
A commuter saved himself from a disaster by a whisker as the culvert road he was walking across caved in due to floods in the Barpeta Manas National Park connecting road today.#AssamFloods2022 pic.twitter.com/Jvz23xHq49
— News18 (@CNNnews18) June 16, 2022
advertisement
আরও পড়ুন : নিজের বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত দিলেন স্বয়ং পাত্র
চারদিন ধরে অঝোর বর্ষণের মধ্যেই অসমের বিভিন্ন অংশ থেকে বৃহস্পতিবার ভূমিধসের খবর মিলেছে৷ এর ফলে আরও জলমগ্ন হয়ে পড়েছে সে রাজ্যের নানা অঞ্চল ৷ আসমের পাশাপাশি বৃ্ষ্টিবিধ্বস্ত মেঘালয়ও৷ সে রাজ্যের চেরাপুঞ্জিতে বুধবার সকাল ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮১১.৬ মিলিমিটার, যা রেকর্ড ৷ ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে ১৯৯৫ সালের পর থেকে চেরাপুঞ্জিতে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত ৷
Location :
First Published :
June 16, 2022 9:36 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : অল্পের জন্য প্রাণরক্ষা যুবকের! শেষ কদম তোলা মাত্র কালভার্ট তলিয়ে গেল ঘূর্ণিপাকে, দেখুন রোমর্ষক ভাইরাল ভিডিও