Viral Video: অন্তরের ক্ষত গোপন করে হাসি ফোটান শিশুদের মুখে, কটনক্যান্ডি বিক্রেতার চোখের জলের খবর কে রাখে?

Last Updated:

Viral Video: ক্ষণিকের এই ভিডিও আপনাকে মনে করিয়ে দেবে জীবনসংগ্রামে আপনি একাই যোদ্ধা নন

এখনও অবধি ভিডিওটি ৬ মিলিয়ন বারের বেশি দেখা হয়েছে
এখনও অবধি ভিডিওটি ৬ মিলিয়ন বারের বেশি দেখা হয়েছে
জীবনযুদ্ধে নিজেকে পরাজিত ভেবে মাঝে মাঝেই কান্না পায়? ঘিরে ধরে আবসাদের ছায়া? তখন ইচ্ছে হলে এক ঝলক দেখে নিতে পারেন ভাইরাল হওয়া এই ভিডিও ৷ ক্ষণিকের এই ভিডিও আপনাকে মনে করিয়ে দেবে জীবনসংগ্রামে আপনি একাই যোদ্ধা নন ৷ বস্তুত সকলেই ছুটছেন নিজের বৃত্তে ৷ সকলের চোখের জল হয়তো দেখাও যায় না ৷
এই কটনক্যান্ডিওয়ালার অশ্রবিন্দুও দেখা যেত না ৷ যদি না তিনি ধরা পড়তেন কোনও এক মোবাইলের ক্যামেরায় ৷ তার পর ভাইরাল হয়ে গিয়েছেন আন্তর্জালের দুনিয়ায়৷ ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলোকচিত্রী তথা কনটেন্ট ক্রিয়েটর আসিফ খান ৷ দেখে চোখে জল এসে পড়বেই ৷ সেখানে দেখা যাচ্ছে শহরের ব্যস্ত রাজপথে যানবাহনের ভিড়ে ঘুরে ঘুরে কটনক্যান্ডি বিক্রি করছেন এক যুবক ৷ হঠাৎ ভরদুপুরের ব্যস্ততার মাঝেই হাতের কোণা দিয়ে মুছে নিলেন চোখের কোল ৷ মে মাসে শেয়ার হওয়ার পর থেকে এখনও অবধি ভিডিওটি ৬ মিলিয়ন বারের বেশি দেখা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন : ‘হিন্দি গানের সঙ্গে নাচ করছেন? বর বকবে যে’, ফের ট্রোলড রূপঙ্করের স্ত্রী চৈতালি
কটনক্যান্ডি বাংলায় প্রচলিত ‘বুড়ির চুল’ নামে৷ বাচ্চাদের অতি প্রিয় লোভনীয় এই খাবার বিক্রি করা মানুষের মনখারাপের কারণ কী? সেটা জানা না গেলেও এটা নিশ্চিত, তিনি অন্তরে ক্ষতবিক্ষত ৷ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘‘শুধুমাত্র একজনের সংগ্রাম বাইরে থেকে দেখা যাচ্ছে না বলে তিনি অন্তরেও কষ্ট পাচ্ছেন না, এ কথা ভেবে নেওয়ার কোনও কারণ নেই৷’’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : ‘পাশে থাকা মানে কী, চৈতালি দি’?’ স্বামীর সমর্থনে রূপঙ্করের স্ত্রীর ফেসবুকে লেখা কবিতায় প্রশ্ন নেটিজেনদের
নেটিজেনরাও এই অনামী, অখ্যাত ক্যান্ডিবিক্রেতার দুঃখে সমব্যথী ৷ তাঁদের সমবেদনা হয়তো পৌঁছয়ওনি তাঁর কাছে ৷ রোজকার মতো হয়তো বিক্রি করে চলেছেন আইসক্যান্ডি ৷ দেশের কোনও শহরের রাজপথে ৷ চোখের জল লুকিয়ে হাসি ফোটাচ্ছেন শিশুদের মুখে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: অন্তরের ক্ষত গোপন করে হাসি ফোটান শিশুদের মুখে, কটনক্যান্ডি বিক্রেতার চোখের জলের খবর কে রাখে?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement