Viral Video: অন্তরের ক্ষত গোপন করে হাসি ফোটান শিশুদের মুখে, কটনক্যান্ডি বিক্রেতার চোখের জলের খবর কে রাখে?

Last Updated:

Viral Video: ক্ষণিকের এই ভিডিও আপনাকে মনে করিয়ে দেবে জীবনসংগ্রামে আপনি একাই যোদ্ধা নন

এখনও অবধি ভিডিওটি ৬ মিলিয়ন বারের বেশি দেখা হয়েছে
এখনও অবধি ভিডিওটি ৬ মিলিয়ন বারের বেশি দেখা হয়েছে
জীবনযুদ্ধে নিজেকে পরাজিত ভেবে মাঝে মাঝেই কান্না পায়? ঘিরে ধরে আবসাদের ছায়া? তখন ইচ্ছে হলে এক ঝলক দেখে নিতে পারেন ভাইরাল হওয়া এই ভিডিও ৷ ক্ষণিকের এই ভিডিও আপনাকে মনে করিয়ে দেবে জীবনসংগ্রামে আপনি একাই যোদ্ধা নন ৷ বস্তুত সকলেই ছুটছেন নিজের বৃত্তে ৷ সকলের চোখের জল হয়তো দেখাও যায় না ৷
এই কটনক্যান্ডিওয়ালার অশ্রবিন্দুও দেখা যেত না ৷ যদি না তিনি ধরা পড়তেন কোনও এক মোবাইলের ক্যামেরায় ৷ তার পর ভাইরাল হয়ে গিয়েছেন আন্তর্জালের দুনিয়ায়৷ ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলোকচিত্রী তথা কনটেন্ট ক্রিয়েটর আসিফ খান ৷ দেখে চোখে জল এসে পড়বেই ৷ সেখানে দেখা যাচ্ছে শহরের ব্যস্ত রাজপথে যানবাহনের ভিড়ে ঘুরে ঘুরে কটনক্যান্ডি বিক্রি করছেন এক যুবক ৷ হঠাৎ ভরদুপুরের ব্যস্ততার মাঝেই হাতের কোণা দিয়ে মুছে নিলেন চোখের কোল ৷ মে মাসে শেয়ার হওয়ার পর থেকে এখনও অবধি ভিডিওটি ৬ মিলিয়ন বারের বেশি দেখা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন : ‘হিন্দি গানের সঙ্গে নাচ করছেন? বর বকবে যে’, ফের ট্রোলড রূপঙ্করের স্ত্রী চৈতালি
কটনক্যান্ডি বাংলায় প্রচলিত ‘বুড়ির চুল’ নামে৷ বাচ্চাদের অতি প্রিয় লোভনীয় এই খাবার বিক্রি করা মানুষের মনখারাপের কারণ কী? সেটা জানা না গেলেও এটা নিশ্চিত, তিনি অন্তরে ক্ষতবিক্ষত ৷ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘‘শুধুমাত্র একজনের সংগ্রাম বাইরে থেকে দেখা যাচ্ছে না বলে তিনি অন্তরেও কষ্ট পাচ্ছেন না, এ কথা ভেবে নেওয়ার কোনও কারণ নেই৷’’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : ‘পাশে থাকা মানে কী, চৈতালি দি’?’ স্বামীর সমর্থনে রূপঙ্করের স্ত্রীর ফেসবুকে লেখা কবিতায় প্রশ্ন নেটিজেনদের
নেটিজেনরাও এই অনামী, অখ্যাত ক্যান্ডিবিক্রেতার দুঃখে সমব্যথী ৷ তাঁদের সমবেদনা হয়তো পৌঁছয়ওনি তাঁর কাছে ৷ রোজকার মতো হয়তো বিক্রি করে চলেছেন আইসক্যান্ডি ৷ দেশের কোনও শহরের রাজপথে ৷ চোখের জল লুকিয়ে হাসি ফোটাচ্ছেন শিশুদের মুখে ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: অন্তরের ক্ষত গোপন করে হাসি ফোটান শিশুদের মুখে, কটনক্যান্ডি বিক্রেতার চোখের জলের খবর কে রাখে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement