হোম /খবর /বিনোদন /
‘হিন্দি গানের সঙ্গে নাচ করছেন? বর বকবে যে’, ফের ট্রোলড রূপঙ্করের স্ত্রী চৈতালি

Rupankar’s wife trolled: ‘হিন্দি গানের সঙ্গে নাচ করছেন? বর বকবে যে...’,আগের রিল ভিডিও ভাইরাল হয়ে তীব্র কটূক্তির শিকার রূপঙ্করের স্ত্রী চৈতালি

নেটিজেনদের আক্রমণ থেকে রেহাই পাননি রূপঙ্করের স্ত্রী চৈতালি লাহিড়িও

নেটিজেনদের আক্রমণ থেকে রেহাই পাননি রূপঙ্করের স্ত্রী চৈতালি লাহিড়িও

Rupankar’s wife trolled: এমনই পরিস্থিতি, এখনও তাঁর পুরনো পোস্টেও ধেয়ে আসছে কুমন্তব্যের ঝড় ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা: ক্ষত গভীর হলে সময় লাগে উপশমে ৷ রূপঙ্কর বাগচীর সাম্প্রতিক মন্তব্যের ক্ষতের যন্ত্রণাও দীর্ঘমেয়াদী ৷ এখনও অবধি সময়ের যা প্রলেপ পড়েছে তাতেও নেটদুনিয়ায় কোনও বিরাম নেই কটূ্ক্তির ৷ নেটিজেনদের আক্রমণ থেকে রেহাই পাননি রূপঙ্করের স্ত্রী চৈতালি লাহিড়িও ৷ এমনই পরিস্থিতি, এখনও তাঁর পুরনো পোস্টেও ধেয়ে আসছে কুমন্তব্যের ঝড় ৷

কেকে বিতর্কের আগে একটি রিল ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন রূপঙ্করের স্ত্রী চৈতালি ৷ সেখানে তিনি ‘পরিণীতা’-র ‘ক্যায়সি পহেলি হ্যায় জিন্দগী’ গানের প্রথম দু’ লাইনের সঙ্গে নাচছিলেন ৷ নিজেই গুনগুন করছিলেন ওই গানের কলি ৷ প্রায় দেড় মাস আগে করা তাঁর পুরনো রিল ভিডিও এ বার ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় ৷ পোস্ট করার পর ফের তিনি ট্রোলিংয়ের শিকার ৷

কেন তিনি রিল ভিডিওর জন্য হিন্দি গান বাছলেন? এই প্রশ্ন এসেছে বহু নেটিজেনের কাছ থেকে ৷ প্রসঙ্গত বিতর্কিত ফেসবুক লাইভে রূপঙ্কর সোচ্চার হয়েছিলেন বাংলা গান শোনা এবং বাংলার শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য ৷ ‘হু ইজ কেকে, ম্যান?’ প্রশ্ন তোলার পাশাপাশি তাঁর আক্ষেপ ছিল মুম্বইয়ের শিল্পীদের ঘিরে যে উন্মাদনা দেখা যায়, তা কোনওভাবেই দেখা যায় না বাংলার শিল্পীদের জন্য ৷ এহেন মন্তব্যকারীর স্ত্রী কেন রিল ভিডিওর জন্য পছন্দ করলেন সেই বলিউডকেই? এই প্রশ্ন অধিকাংশ নেটিজেনের ৷

আরও পড়ুন :  ভালবাসা আজ তীব্র ক্ষোভ, রূপঙ্কর-চৈতালি থাকলে তাঁরা দেখবেন না রিয়্যালিটি শো, জানালেন দর্শকরা

শ্লেষের সুরে একজন লিখেছেন, ‘‘বাংলা গানে নাচুন না ৷ বর বাংলা বাঁচান, বাংলা শিল্পী বাঁচান করে ভিক্ষা চাইছে আর তার বউ হিন্দি গানে নাচছে ৷’’ একই সুরে আর এক নেটিজেনের মন্তব্য ‘‘একি আপনি হিন্দি গানের সঙ্গে নাচ করছেন? বর বকবে যে৷ বাঙালিয়ানা কোথায় গেল?’’ বাংলা তথা বাঙালিয়ানা প্রশ্নে একের পর এক কটূক্তিশরে বিদ্ধ হয়েছেন তিনি৷ এক নেটিজেনের জিজ্ঞাসা ‘‘আপনি বাঙালি তো? দেখবেন আবার বাঙালিয়ানা যেন খোয়া না যায়’’৷

আরও পড়ুন :  ‘পাশে থাকা মানে কী, চৈতালি দি’?’ স্বামীর সমর্থনে রূপঙ্করের স্ত্রীর ফেসবুকে লেখা কবিতায় প্রশ্ন নেটিজেনদের

কটূক্তি এসেছে চৈতালির চেহারা, নাচের ধরন এবং গানের গুনগুনানি নিয়েও! তাঁর এই নাচ ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখলেই ভাল, বলে মত এক নেটিজেনের৷ কারণ তাঁর নাচ দেখে কারওর ‘উত্তেজনা’ হচ্ছে না বলে মন্তব্য তাঁর ৷ এই রিল ভিডিওর মাধ্যমে নেগেটিভ পাবলিসিটি করে তিনি যে আদতে উপার্জন করছেন, সেই বক্রোক্তি করতেও ছাড়েননি কেউ কেউ৷

আরও পড়ুন :  ‘কাগজ পড়ে দুঃখপ্রকাশ? কে স্ক্রিপ্ট লিখে দিয়েছে? কেকে-বিতর্কে ফের তীব্র নিন্দিত রূপঙ্কর

তবে অশালীন মন্তব্যের পাশে রূপঙ্কর ও চৈতালির সমর্থনেও ভেসে এসেছে কিছু বক্তব্য৷ সেগুলি সংখ্যায় কম হলেও কেকে-এর মৃত্যু পরবর্তী সময়ের তুলনায় তাঁদের প্রতি সহমর্মিতা সামান্য হলেও বেড়েছে নেটপাড়ায়৷

 

প্রসঙ্গত কেকে-বিতর্কে রূপঙ্করের বিবৃতি পাঠ করে দুঃখপ্রকাশের ধরনও সামাজিক মাধ্যমে চরম নিন্দিত হয়েছে ৷ তার পর চৈতালি একটি কবিতা লিখে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ তার পরও থামেনি কটূক্তি ৷ আক্রমণের নিশানার তালিকায় এ বার যোগ হল নতুন করে ভাইরাল হওয়া পুরনো এই নাচের রিল ভিডিও ৷ রূপঙ্কর-চৈতালির কাছে জীবন এখন কার্যতই দুর্বোধ্য ধাঁধাঁ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Chaitali Lahiri, Rupankar Bagchi