কলকাতা : তাঁর স্বামী গত কয়েক দিন ধরে জনতার আদালতের কাঠগড়ায় তীব্র সমালোচিত ৷ এ বার সামাজিক মাধ্যমে স্বামীর পাশে দাঁড়ালেন রূপঙ্করের স্ত্রী চৈতালি ৷ শনিবার একটি কবিতা লিখে তিনি পোস্ট করেন ফেসবুকে ৷ ‘রাত জাগা ভোর’ শীর্ষক ওই কবিতার মূল বক্তব্য গত কয়েক দিনে কেকে-বিতর্কে সামাজিক মাধ্যমে ক্রমাগত আক্রমণের জেরে তাঁদের পরিবারের বিধ্বস্ত হয়ে পড়ার ছবি৷
চৈতালির লেখা দীর্ঘ কবিতায় কোথাও কেকে বা তাঁর মৃত্যুর প্রসঙ্গ নেই৷ তিনি বলতে চেয়েছেন রূপঙ্কর নিতান্তই বোকা ৷ নিজের কথা, পরিবারের কথা না ভেবে বাংলা গানের শিল্পীদের জন্য তিনি বলতে গিয়েছিলেন ৷ নেটিজনদের তীব্র আক্রোশে চৈতালির আজ ‘ধরফরিয়ে বুকটা পোড়ে, বরটা বড়ই বোকা’ ৷ এহেন ‘বোকা’ বরকে তাঁর পরামর্শ ‘নিজেকে নিয়ে বাঁচো, নিজের আখের গোছাও ওগো’ ৷ তবে এই পরিস্থিতিতে রূপঙ্কর তাঁর ‘বন্ধুদের’ চিনতে পেরেছেন ৷ বুঝতে পেরেছেন কোনটা মরীচিকা, সে বিষয়েও উল্লেখ করেছেন চৈতালি ৷
এই পোস্টের পর চৈতালিকে সমর্থন করেছেন তাঁর শুভার্থীরা ৷ অনেকেই বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে ৷ কালো মেঘ কেটে গিয়ে আবার সুসময় আসবে, সে আশ্বাসও এসেছে নেটিজেনদের মন্তব্যে ৷ এসেছে পাশে থাকার ভরসাও ৷ রূপঙ্করের বিপক্ষে সামাজিক মাধ্যমে ‘খাপ পঞ্চায়েত’ বসানো হয়েছে ৷ যে আক্রমণ ধেয়ে এসেছে, তা আসলে মানুষের ধর্ষকাম রূপ-কারও কারওর মত সেরকমই ৷ কিন্তু রপঙ্করের তুলনায় নগণ্য হলেও আক্রান্ত চৈতালির পোস্টও ৷ কোনও নেটিজেন সরাসরি প্রশ্ন করেছেন চৈতালিকে-পাশে থাকা মানে কী? তাঁর মত, সবার আগে চৈতালির রূপঙ্করকে বলা উচিত ছিল তিনি অন্যায় করেছেন ৷ তিনি যেন ক্ষমা চেয়ে নেন ৷ যখন সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তখন একটা দায়সারা সাংবাদিক বৈঠক করা হয়েছে-মনে করছেন সেই নেটিজেন ৷
আরও পড়ুন : ‘কাগজ পড়ে দুঃখপ্রকাশ? কে স্ক্রিপ্ট লিখল? কেকে-বিতর্কে ফের তীব্র নিন্দিত রূপঙ্কর
আরও পড়ুন : লাজুক ছিলেন প্রেমপর্বে, স্ত্রীর সঙ্গে কেকে-এর আশৈশব সম্পর্ক ভেঙে গেল খর জ্যৈষ্ঠে
চৈতালির কবিতাও যে সহানুভূতি কুড়োবার চেষ্টা, সে কথাও বলতে ছাড়েননি ওই নেটিজেন ৷ এর থেকে চৈতালি সরাসরি রূপঙ্করের হয়ে ক্ষমা চেয়ে নিলে অনেক ভাল হত বলে মনে করছেন অনেকেই ৷ অন্যায়কে অস্বীকার করার চেষ্টা চালিয়ে গিয়েছেন চৈতালি-এসেছে এই অভিযোগও ৷ তবে রূপঙ্কর-চৈতালিকে যা-ই বলা হোক, তাঁদের কন্যা মহুলের প্রতি সকলেই সহানুভূতিশীল ৷ এইটুকু বয়সে তার উপর দিয়ে যা যাচ্ছে, তার জন্যও খারাপ লেগেছে নেটিজেনদের ৷ কিন্তু ‘হু ইজ কেকে, ম্যান?’-এই প্রতিক্রিয়া কোনওভাবেই মানতে পারছেন না নেটিজেনরা ৷
আরও পড়ুন : সুরলোকে কেকে, তাঁকে অলবিদা জানাতে হাজির বলিউডের তারকারা, তাঁর শেষযাত্রার ছবি
সমালোচনার ঝড় থামেনি শুক্রবার রূপঙ্করের সাংবাদিক বৈঠকের পরও ৷ বরং তাঁর কাগজ দেখে বিবৃতি পাঠ নিয়েও চরম সমালোচনা হয়েছে ৷ সেই প্রসঙ্গও এসেছে এক নেটিজেনদের ৷ তাঁদের মত ওই ধরনের সাংবাদিক বৈঠকে বরং হিতে বিপরীত হয়েছে৷ চৈতালির কবিতাতেও পরিস্থিতি যে খুব একটা ভাল হবে, আপাতত সে ইঙ্গিতও নেই ৷ তবে এই মানসিক যুদ্ধ পাড়ি দিতে তিনিও প্রস্তুত৷ কবিতায় সে ইঙ্গিত দিয়েছেন চৈতালি ৷ এই দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেছেন স্ত্রী এবং যশোদা মা হয়েই তিনি এই বিপদে লড়াই করবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chaitali Lahiri, KK, Rupankar Bagchi