হোম /খবর /বিনোদন /
‘পাশে থাকা মানে কী, চৈতালি দি’?’ ফেসবুকে কবিতার পর প্রশ্ন রূপঙ্করের স্ত্রীকে

Rupankar’s wife Chaitali: ‘পাশে থাকা মানে কী, চৈতালি দি’?’ স্বামীর সমর্থনে রূপঙ্করের স্ত্রীর ফেসবুকে লেখা কবিতায় প্রশ্ন নেটিজেনদের

অনেকেই বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে

অনেকেই বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে

Rupankar’s wife Chaitali: ‘রাত জাগা ভোর’ শীর্ষক ওই কবিতার মূল বক্তব্য গত কয়েক দিনে কেকে-বিতর্কে সামাজিক মাধ্যমে ক্রমাগত আক্রমণের জেরে তাঁদের পরিবারের বিধ্বস্ত হয়ে পড়ার ছবি৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা : তাঁর স্বামী গত কয়েক দিন ধরে জনতার আদালতের কাঠগড়ায় তীব্র সমালোচিত ৷ এ বার সামাজিক মাধ্যমে স্বামীর পাশে দাঁড়ালেন রূপঙ্করের স্ত্রী চৈতালি ৷ শনিবার একটি কবিতা লিখে তিনি পোস্ট করেন ফেসবুকে ৷ ‘রাত জাগা ভোর’ শীর্ষক ওই কবিতার মূল বক্তব্য গত কয়েক দিনে কেকে-বিতর্কে সামাজিক মাধ্যমে ক্রমাগত আক্রমণের জেরে তাঁদের পরিবারের বিধ্বস্ত হয়ে পড়ার ছবি৷

চৈতালির লেখা দীর্ঘ কবিতায় কোথাও কেকে বা তাঁর মৃত্যুর প্রসঙ্গ নেই৷ তিনি বলতে চেয়েছেন রূপঙ্কর নিতান্তই বোকা ৷ নিজের কথা, পরিবারের কথা না ভেবে বাংলা গানের শিল্পীদের জন্য তিনি বলতে গিয়েছিলেন ৷ নেটিজনদের তীব্র আক্রোশে চৈতালির আজ ‘ধরফরিয়ে বুকটা পোড়ে, বরটা বড়ই বোকা’ ৷ এহেন ‘বোকা’ বরকে তাঁর পরামর্শ ‘নিজেকে নিয়ে বাঁচো, নিজের আখের গোছাও ওগো’ ৷ তবে এই পরিস্থিতিতে রূপঙ্কর তাঁর ‘বন্ধুদের’ চিনতে পেরেছেন ৷ বুঝতে পেরেছেন কোনটা মরীচিকা, সে বিষয়েও উল্লেখ করেছেন চৈতালি ৷

এই পোস্টের পর চৈতালিকে সমর্থন করেছেন তাঁর শুভার্থীরা ৷ অনেকেই বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে ৷ কালো মেঘ কেটে গিয়ে আবার সুসময় আসবে, সে আশ্বাসও এসেছে নেটিজেনদের মন্তব্যে ৷ এসেছে পাশে থাকার ভরসাও ৷ রূপঙ্করের বিপক্ষে সামাজিক মাধ্যমে ‘খাপ পঞ্চায়েত’ বসানো হয়েছে ৷ যে আক্রমণ ধেয়ে এসেছে, তা আসলে মানুষের ধর্ষকাম রূপ-কারও কারওর মত সেরকমই ৷ কিন্তু রপঙ্করের তুলনায় নগণ্য হলেও আক্রান্ত চৈতালির পোস্টও ৷ কোনও নেটিজেন সরাসরি প্রশ্ন করেছেন চৈতালিকে-পাশে থাকা মানে কী? তাঁর মত, সবার আগে চৈতালির রূপঙ্করকে বলা উচিত ছিল তিনি অন্যায় করেছেন ৷ তিনি যেন ক্ষমা চেয়ে নেন ৷ যখন সব হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তখন একটা দায়সারা সাংবাদিক বৈঠক করা হয়েছে-মনে করছেন সেই নেটিজেন ৷

আরও পড়ুন : ‘কাগজ পড়ে দুঃখপ্রকাশ? কে স্ক্রিপ্ট লিখল? কেকে-বিতর্কে ফের তীব্র নিন্দিত রূপঙ্কর

আরও পড়ুন : লাজুক ছিলেন প্রেমপর্বে, স্ত্রীর সঙ্গে কেকে-এর আশৈশব সম্পর্ক ভেঙে গেল খর জ্যৈষ্ঠে

চৈতালির কবিতাও যে সহানুভূতি কুড়োবার চেষ্টা, সে কথাও বলতে ছাড়েননি ওই নেটিজেন ৷ এর থেকে চৈতালি সরাসরি রূপঙ্করের হয়ে ক্ষমা চেয়ে নিলে অনেক ভাল হত বলে মনে করছেন অনেকেই ৷ অন্যায়কে অস্বীকার করার চেষ্টা চালিয়ে গিয়েছেন চৈতালি-এসেছে এই অভিযোগও ৷ তবে রূপঙ্কর-চৈতালিকে যা-ই বলা হোক, তাঁদের কন্যা মহুলের প্রতি সকলেই সহানুভূতিশীল ৷ এইটুকু বয়সে তার উপর দিয়ে যা যাচ্ছে, তার জন্যও খারাপ লেগেছে নেটিজেনদের ৷ কিন্তু ‘হু ইজ কেকে, ম্যান?’-এই প্রতিক্রিয়া কোনওভাবেই মানতে পারছেন না নেটিজেনরা ৷

আরও পড়ুন : সুরলোকে কেকে, তাঁকে অলবিদা জানাতে হাজির বলিউডের তারকারা, তাঁর শেষযাত্রার ছবি

সমালোচনার ঝড় থামেনি শুক্রবার রূপঙ্করের সাংবাদিক বৈঠকের পরও ৷ বরং তাঁর কাগজ দেখে বিবৃতি পাঠ নিয়েও চরম সমালোচনা হয়েছে ৷ সেই প্রসঙ্গও এসেছে এক নেটিজেনদের ৷ তাঁদের মত ওই ধরনের সাংবাদিক বৈঠকে বরং হিতে বিপরীত হয়েছে৷ চৈতালির কবিতাতেও পরিস্থিতি যে খুব একটা ভাল হবে, আপাতত সে ইঙ্গিতও নেই ৷ তবে এই মানসিক যুদ্ধ পাড়ি দিতে তিনিও প্রস্তুত৷ কবিতায় সে ইঙ্গিত দিয়েছেন চৈতালি ৷ এই দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেছেন স্ত্রী এবং যশোদা মা হয়েই তিনি এই বিপদে লড়াই করবেন৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Chaitali Lahiri, KK, Rupankar Bagchi