কলকাতা : একটা মন্তব্যের রেশ যে কত সুদূরপ্রসারী হতে পারে, হাড়ে হাড়ে টের পাচ্ছেন রূপঙ্কর বাগচী ৷ নিজের ক্ষোভ উগরে দিতে তিনি ব্যবহার করেছিলেন সামাজিক মাধ্যমকে ৷ এ বার তিনি ব্যুমেরাংবিদ্ধ ৷ সামাজিক মাধ্যমে ক্রমাগত নিন্দিত হয়ে চলেছেন তিনি ৷ তাঁর নিজের দুঃখপ্রকাশ, স্ত্রী চৈতালির কবিতা-কোনও কিছুতেই ম্লান হয়নি ‘হু ইজ কেকে, ম্যান’ মন্তব্যের অভিঘাত ৷ বরং রূপঙ্করের কাগজ দেখে পড়ে সাংবাদিক বৈঠকে দুঃখপ্রকাশে আরও বেড়েছে সমালোচনা ৷ তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বামীর দোষকে আড়াল করার ৷
কেকে-এর উদ্দেশে তাঁর বিতর্কিত লাইভ তিনি মুছে দিয়েছেন ৷ কিন্তু রূপঙ্করের ফেসবুক পেজে তাঁর প্রতিটি পোস্টেই বিষোদগার করে চলেছেন নেটিজেনরা ৷ তাঁর সব পোস্ট থেকেই উধাও ভালবাসার হৃদয় ইমোজি ৷ বরং সেখানে জ্বলজ্বল করছে ক্ষোভের এবং হাসির ইমোজি ৷ পাশাপাশি কোনওমতে টিকে আছে ‘লাইক’ ইমোজি ৷ বেশ কিছু দিন আগে রূপঙ্করের করা পোস্টে গিয়েও মন্তব্যবাক্সে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা ৷ কেকে বিতর্কের সঙ্গে যে সব পোস্টের কোনও সম্পর্ক নেই ত্রিসীমানায়, সে সব পোস্টের উত্তরেও তীব্র আক্রমণ করেছেন নেটিজেনরা ৷ বাদ নেই স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’-ও ৷
জিতের সঞ্চালনায় এই রিয়্যালিটি শো-এ অংশ নিয়েছেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী চৈতালি ৷ শো-এর বিভিন্ন সময়ের, নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন রূপঙ্কর ৷ আগে সেখানে ভাল লাগার, ভালবাসার মন্তব্য জানাতে দ্বিধা করেননি নেটিজেনরা ৷ এখন সম্পূর্ণ উল্টো সুর, বিপরীত ছবি ৷ নেটিজেনরা সরাসরি দাবি করেছেন, এই শো থেকে বাদ দিতে হবে রূপঙ্কর ও চৈতালির জুটিকে ৷ কারণ তাঁরা কোনও মতেই এই জুটিকে বরদাস্ত করতে পারছেন না ৷ শুধু রূপঙ্করের ফেসবুকই নয় ৷ দর্শকরা তাঁদের মতামত জানিয়েছেন স্টার জলসার ফেসবুক পেজেও ৷ সেখানেও ‘ইস্মার্ট জোড়ি’ সংক্রা্ত পোস্টের নীচে দর্শকরা জানিয়েছেন এই শো-এ তাঁরা রূপঙ্কর-চৈতালিকে চান না ৷ বরং তাঁদের দাবি, ফিরিয়ে আনতে হবে জিতু-নবনীতার জুটিকে ৷
আরও পড়ুন : দাম্পত্যে তিক্ততা ক্রমশই বাড়ছে? দূর করুন সহজেইঅথচ এই শো-এই নিজেদের জীবনের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রূপঙ্কর ও চৈতালি ৷ জানিয়েছিলেন, ইচ্ছে থাকা সত্ত্বেও জন্মদাত্রী হতে পারেননি চৈতালি ৷ তার পর তাঁরা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন ৷ সেই সিদ্ধান্তের পথ ধরেই জীবনে আসে তাঁদের মেয়ে ‘মহুল’ ৷ শো-এর মঞ্চে দাঁড়িয়ে চৈতালি বলেন, তিনি হয়তো জন্ম দিতে পারেননি ঠিকই ৷ কিন্তু মহুলের জন্ম হয়েছে তাঁরই জন্য, এ কথা বিশ্বাস করেন তিনি ৷ তাঁর জঠর থেকে নয়, মেয়ের জন্ম তাঁর হৃদয় থেকে-এ কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি ৷ তাঁদের জীবনের গল্প ছুঁয়ে গিয়েছিল দর্শকদের মন ৷ কিন্তু দেখা যাচ্ছে, যে ভালবাসা তাঁরা কুড়িয়েছিলেন, একটা ফেসবুক লাইভে তা ভেঙে পড়েছে তাসের ঘরের মতোই ৷ এখন এমনই পরিস্থিতি, দর্শকরা সরাসরি লিখছেন, রূপঙ্কর-চৈতালি থাকলে তাঁরা এই শো দেখবেন না ! প্রসঙ্গত এই শো-এর আর এক অংশগ্রহণকারী অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ও রূপঙ্করের কেকে-মন্তব্য ও কাগজ পড়ে দুঃখপ্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সামাজিক মাধ্যমে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cahitali Lahiri, Rupankar Bagchi