Viral Video: পুরোহিতের কোলেই লুটিয়ে পড়লেন বর! মদ্যপ পাত্রকে ধরল কাল-ঘুমে! তারপর? ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral Video: পুরোহিতের কোলে মাথা রেখেই লুটিয়ে পড়লেন বর! বিয়ের আসরে এসব কী ঘটল? ভাইরাল ভিডিও অবাক করবে!
অসম: বিয়ের মরশুম মানেই নানা মজার মজার কাণ্ড। তবে শুধু মজার কাণ্ড নয় ঘটে নানা অঘটনও! শেষ মুহূর্তে এসে বিয়ে ভেঙে যায় অনেকেরই। তেমনটাই ঘটল অসমের নলবাড়ি এলাকার একটি বিয়ে বাড়িতে। পাত্র নয় বিয়ে ভেঙে দিলেন কনে নিজেই। পাত্রের কাণ্ড দেখেই এই সিদ্ধান্ত নেন কনে। তাঁকে সমর্থন করেন পরিবারের লোকেরাও।
ঠিক কী ঘটেছিল? সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ের পোশাকে বর। মাথায় ফুলের মালা। হঠাৎ করেই মন্ত্র পড়তে পড়তে তিনি পুরোহিতের কোলে মাথা রেখে শুয়ে পড়েন। শুধু তাই নয় গভীর ঘুমে চলে যান। বর হঠাৎ এভাবে ঘুমিয়ে পড়ায় সকলেই চিন্তায় পড়ে যান।
#viralvideo: #Groom falls asleep during #wedding rituals, see how #bride reacts#assam #marriage #shocking #news #Trending
Subscribe to our YouTube page: https://t.co/bP10gHsZuP pic.twitter.com/jdfQehvdWC — UnMuteINDIA (@LetsUnMuteIndia) March 12, 2023
advertisement
advertisement
এর পর জানা যায় আসল ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় বিয়ে করতে আসার আগে প্রচুর মদ খেয়ে নেন বর। শুধু বর নয় তাঁর বাবাও ছেলের বিয়ের আনন্দে আকণ্ঠ মদ্যপান করেন। প্রথমে তো গাড়ি থেকে নামতেই পারছিলেন না। পা টলছিল। তবে কোনও মতে বিয়ের মণ্ডপে পৌঁছলেও শেষ রক্ষা হল না। ঘুমিয়ে পড়লেন বর। আর এই কাণ্ড দেখে সোজা বিয়েতে না জানালেন কনে। প্রথমে অনেকে কনেকে বোঝাবার চেষ্টা করলেও পরে সকলেই মেনে নেন। ভেস্তে যায় বিয়ে। ট্যুইটারে এই ভিডিও এখন তুমুল ভাইরাল।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 9:32 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: পুরোহিতের কোলেই লুটিয়ে পড়লেন বর! মদ্যপ পাত্রকে ধরল কাল-ঘুমে! তারপর? ভাইরাল ভিডিও