Viral Video: বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথেই বরকে বেধড়ক মার নববধূর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: নববিবাহ দম্পতি বিবাহের অনুষ্ঠানের পর গাড়িতে বসে রয়েছেন। গাড়িটিও সাজানো ফুল দিয়ে। এতটা পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু, তারপরে যা ঘটেছে তার জন্য প্রস্তুত ছিলেন না উপস্থিত কেউ।

গাড়িতেই বরকে তুমুল মারধর নতুন কনের!
গাড়িতেই বরকে তুমুল মারধর নতুন কনের!
#কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া মানেই ভাইরাল ভিডিওর (Viral Wedding Video) ভিড়। এই বিয়ের মরশুমে সেই ভিড়ে প্রায় প্রতিটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেই বিয়ের ভিডিও (Viral Video)  প্রতিদিন ভাইরাল হতে থাকে যার কোনওটি মজাদার তো কোনটি একটু বিতর্কের সৃষ্টি করে। এমন সব ভিডিওগুলি দেখে কমেন্ট ও শেয়ার করতে থাকেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওগুলির (Bride Groom Viral Video) মধ্যে এমন কিছু কিছু ভিডিও থাকে যা দেখে একপ্রকার বাকরুদ্ধ হয়ে পড়েন সকলে। অবাক করা ওইসব ভিডিও দেখে ঠিক কি মন্তব্য করা উচিত সেটাই খুঁজতে হয় নেটাগরিকদের। সম্প্রতি, এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে অবাক হওয়ার পাশাপাশি হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।
advertisement
advertisement
এমনিতেই বিয়ে সংক্রান্ত নানান ভিডিও ভাইরাল (Viral Video) হিসেবে আমরা খুঁজে পাই সোশ্যাল মিডিয়ায়। সেগুলির মধ্যে এমন কিছু বিষয়বস্তু থাকে যা সাধারণ বৈবাহিক অনুষ্ঠানগুলির তুলনায় অনেকটাই আলাদা হয়। কিন্তু, আমরা যে ভিডিওটির প্রসঙ্গ আলোচনা করছি তা কার্যত ওলট-পালট করে দিয়েছে সবকিছু।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে (Wedding Viral Video) দেখা যাচ্ছে যে, এক নববিবাহ দম্পতি বিবাহের অনুষ্ঠানের পর গাড়িতে বসে রয়েছেন। গাড়িটিও সাজানো ফুল দিয়ে। এতটা পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু, তারপরে যা ঘটেছে তার জন্য প্রস্তুত ছিলেন না উপস্থিত কেউ। দেখা যায় যে, গাড়ির ভেতরেই বরকে তীব্র আক্রমণ করছেন কনে। এমনকি, একটা সময়ে বরকে চড়ও মেরে দেন ওই কনে। তিনি যে রীতিমতো রেগে ও উত্তেজিত হয়ে রয়েছেন বেশ স্পষ্ট হয়ে উঠেছে ভাইরাল (Viral Video) হওয়া এই ভিডিওটিতে।
advertisement
এদিকে, বিবাহের ঠিক পরেই কেন ওই কনে বরের প্রতি এতটা রেগে গিয়ে মারতে উদ্যত হলেন তা কিছুতেই বুঝতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই ভিডিও একপ্রকার ঝড় তুলেছে। পাশাপাশি, অনেকেই বিষয়টিকে নিয়ে মজাও করেছেন।
advertisement
ইতিমধ্যেই সাড়ে ৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি (Bride Groom Viral Video)। এদিকে, ভিডিওটিতে নিজেদের প্রতিক্রিয়াও দিতে দেখা যায় নেটিজেনদের। এরমধ্যে একজন লেখেন যে, “বিয়ে করেই বিপদে পড়ে গেছেন হতভাগ্য ওই বর”। পাশাপাশি, বিয়ে না করেই আনন্দে আছেন বলেও মন্তব্য করেছেন বেশ কয়েকজন সব মিলিয়ে প্রবল গুঞ্জন উঠেছে ভাইরাল এই ভিডিও ঘিরে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথেই বরকে বেধড়ক মার নববধূর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement