• Home
 • »
 • News
 • »
 • off-beat
 • »
 • OMG: হাতের ওপর হেঁটে বেড়াচ্ছে কালো Spider, জীবন্ত রাক্ষস, Viral Video

OMG: হাতের ওপর হেঁটে বেড়াচ্ছে কালো Spider, জীবন্ত রাক্ষস, Viral Video

viral video: black spider in womans hand video - Photo Courtesy- Instagram/ Video Grab

viral video: black spider in womans hand video - Photo Courtesy- Instagram/ Video Grab

সেই ভয়ানক মাকড়সার ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

 • Share this:

  #কলকাতা: সারা পৃথিবীতে বহুরকমের বিচিত্র জীব রয়েছে৷ যার সম্পর্কে জানলে মানুষজন অবাক হয়ে যান৷ কখনও কখনও এত ভয়ানক জীবজন্তু থাকে যা দেখলে মানুষের মধ্যে আতঙ্কের শিহরণ বয়ে যায়৷ সম্প্রতি এক মহিলা এইরমকই এক ভয়ানক রাক্ষসের সঙ্গে সারা পৃথিবীর আলাপ করিয়ে দিয়েছেন৷ এক মহিলা নিজের হাতের তালুতে এক রোমশ মাকড়সা ধরে রেখেছেন৷ সেখানে সে হাতেই ঘুরে বেড়াচ্ছে৷ হলিউড ফিল্মে যে ধরণের রাক্ষুসে মাকড়সা (Black Spider) দেখা যায় অনেকটা সেই ধরণেরই মাকড়সা- ভিডিও (video) এমনটাই বলছেন নেটিজেনরা৷ সেই ভয়ানক মাকড়সার ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

  দ্য রেপটাইল জু নামের বিখ্যাত ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে৷ যেখানে এক মহিলা নিজের হাতের তালুতে একটি কালো মাকড়সা ধরে রেখেছেন৷ লোকের দৃষ্টি আকর্ষণ করছে এই মাকড়সার ভিডিওটি৷ নেটিজেনরা কমেন্ট করছেন একেবারে ইংরাজি ছবির ভয়ানক মাকড়সার মতো দেখতে লাগছে এই ভিডিওর মাকড়সাকে৷ অনেকেই এটাকে হ্যারি পটার সিরিজের ভয়ানক মাকড়সার সঙ্গেও তুলনা করেছেন৷ সেখানে একটি মাকড়সাকে বলা হচ্ছিল রাক্ষস হয়ে যাও৷ ইনস্টাগ্রামে এই ভিডিও-র ২ লক্ষের বেশি ভিউ হয়ে গেছে৷

  আরও পড়ুন -Bollywood Gossip: এক বা দু'জন নয়, পাঁচ জনের সঙ্গে চুটিয়ে প্রেম করে, ছ' নম্বরকে বিয়ে করছেন ক্যাটরিনা

  দেখে নিন সেই মাকড়সার  (Spider) ভাইরাল ভিডিও (viral video)৷

  জে ব্রিওয়ারের চিড়িয়াখান- রেপটাইল জু

  আপনাদের জানানোর বিষয় যে ‘দ্য রেপটাইল জু’ আমেরিকায়৷ এই চিড়িয়াখানার দায়িত্বে ডে ব্রিওয়ার৷ ইনস্টাগ্রামে তাঁর প্রচুর ফ্যান ফলোয়িং আছে৷ তাঁর অ্যাকাউন্টকে ফলো করেন ৫০ লক্ষ মানুষ৷ নিজের অ্যাকাউন্টে জন্তু -জানোয়ারের সঙ্গে অসংখ্য ভিডিও পোস্ট করেন তিনি৷ তবে এই প্রোফাইলে সবচেয়ে বেশি আগ্রহ দেখানো হয় সরীসৃপদের ওপর৷ কখনও বিষাক্ত সাপ, কখনও বিশালাকৃতি কুমীর আবার কখনও বিশাল টিকটিকি - এই রকমের ভিডিও নিয়মিত পোস্ট হয় এই অ্যাকাউন্ট থেকে৷ যা খুবই জনপ্রিয় হয়৷

  আরও পড়ুন - Gang Rape: মুখে ঢুকিয়ে দেওয়া কাপড়, পাশে মদের বোতল, আখের ক্ষেতের ভিতরের মেয়েটির যা অবস্থা

  এর আগেও মাকড়সার সঙ্গে তাঁর ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে ৷

  কিছুদিন আগেই একটি ভিডিও তিনি শেয়ার করে যা লোককে চমকে দিয়েছিল৷ সেখানে একটি বড় ট্যারান্টুলা মুখের মধ্যে দেখা গিয়েছিল৷ এই ভিডিওতে একজন মুখ খুলেছিল সেখানে একটি ট্যারান্টুলা বেয়ে বেড়াচ্ছিল৷

  Published by:Debalina Datta
  First published: