OMG: হাতের ওপর হেঁটে বেড়াচ্ছে কালো Spider, জীবন্ত রাক্ষস, Viral Video

Last Updated:

সেই ভয়ানক মাকড়সার ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

viral video: black spider in womans hand video - Photo Courtesy- Instagram/ Video Grab
viral video: black spider in womans hand video - Photo Courtesy- Instagram/ Video Grab
#কলকাতা: সারা পৃথিবীতে বহুরকমের বিচিত্র জীব রয়েছে৷ যার সম্পর্কে জানলে মানুষজন অবাক হয়ে যান৷ কখনও কখনও এত ভয়ানক জীবজন্তু থাকে যা দেখলে মানুষের মধ্যে আতঙ্কের শিহরণ বয়ে যায়৷ সম্প্রতি এক মহিলা এইরমকই এক ভয়ানক রাক্ষসের সঙ্গে সারা পৃথিবীর আলাপ করিয়ে দিয়েছেন৷ এক মহিলা নিজের হাতের তালুতে এক রোমশ মাকড়সা ধরে রেখেছেন৷ সেখানে সে হাতেই ঘুরে বেড়াচ্ছে৷ হলিউড ফিল্মে যে ধরণের রাক্ষুসে মাকড়সা (Black Spider) দেখা যায় অনেকটা সেই ধরণেরই মাকড়সা- ভিডিও (video) এমনটাই বলছেন নেটিজেনরা৷ সেই ভয়ানক মাকড়সার ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
দ্য রেপটাইল জু নামের বিখ্যাত ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে৷ যেখানে এক মহিলা নিজের হাতের তালুতে একটি কালো মাকড়সা ধরে রেখেছেন৷ লোকের দৃষ্টি আকর্ষণ করছে এই মাকড়সার ভিডিওটি৷ নেটিজেনরা কমেন্ট করছেন একেবারে ইংরাজি ছবির ভয়ানক মাকড়সার মতো দেখতে লাগছে এই ভিডিওর মাকড়সাকে৷ অনেকেই এটাকে হ্যারি পটার সিরিজের ভয়ানক মাকড়সার সঙ্গেও তুলনা করেছেন৷ সেখানে একটি মাকড়সাকে বলা হচ্ছিল রাক্ষস হয়ে যাও৷ ইনস্টাগ্রামে এই ভিডিও-র ২ লক্ষের বেশি ভিউ হয়ে গেছে৷
advertisement
advertisement
দেখে নিন সেই মাকড়সার  (Spider) ভাইরাল ভিডিও (viral video)৷
advertisement
জে ব্রিওয়ারের চিড়িয়াখান- রেপটাইল জু
আপনাদের জানানোর বিষয় যে ‘দ্য রেপটাইল জু’ আমেরিকায়৷ এই চিড়িয়াখানার দায়িত্বে ডে ব্রিওয়ার৷ ইনস্টাগ্রামে তাঁর প্রচুর ফ্যান ফলোয়িং আছে৷ তাঁর অ্যাকাউন্টকে ফলো করেন ৫০ লক্ষ মানুষ৷ নিজের অ্যাকাউন্টে জন্তু -জানোয়ারের সঙ্গে অসংখ্য ভিডিও পোস্ট করেন তিনি৷ তবে এই প্রোফাইলে সবচেয়ে বেশি আগ্রহ দেখানো হয় সরীসৃপদের ওপর৷ কখনও বিষাক্ত সাপ, কখনও বিশালাকৃতি কুমীর আবার কখনও বিশাল টিকটিকি - এই রকমের ভিডিও নিয়মিত পোস্ট হয় এই অ্যাকাউন্ট থেকে৷ যা খুবই জনপ্রিয় হয়৷
advertisement
এর আগেও মাকড়সার সঙ্গে তাঁর ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে ৷
কিছুদিন আগেই একটি ভিডিও তিনি শেয়ার করে যা লোককে চমকে দিয়েছিল৷ সেখানে একটি বড় ট্যারান্টুলা মুখের মধ্যে দেখা গিয়েছিল৷ এই ভিডিওতে একজন মুখ খুলেছিল সেখানে একটি ট্যারান্টুলা বেয়ে বেড়াচ্ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
OMG: হাতের ওপর হেঁটে বেড়াচ্ছে কালো Spider, জীবন্ত রাক্ষস, Viral Video
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement