সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভিক্ষাবৃত্তি, রাতের আঁধার নামতেই রূপ বদলে যায় ভিক্ষুকের; ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের!

Last Updated:

কিন্তু আজকালকার দিনে যুগ বদলেছে। ফলে ভিক্ষাও যেন একটা বড়সড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে! আসলে ভিক্ষাবৃত্তির জন্য রীতিমতো দল গড়ে তুলেছেন ভিক্ষুকরা।

ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের!
ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের!
ভোপাল: ভারতের প্রায় সর্বত্রই ভিক্ষুক দেখা যায়। আগেকার দিনে যাঁরা অভাবে দিন কাটাতেন, তাঁরাই কেবলমাত্র ভিক্ষা করতেন। কিন্তু আজকালকার দিনে যুগ বদলেছে। ফলে ভিক্ষাও যেন একটা বড়সড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে! আসলে ভিক্ষাবৃত্তির জন্য রীতিমতো দল গড়ে তুলেছেন ভিক্ষুকরা। আর ভিক্ষুকদের এই দলের জন্য আলাদা আলাদা করে এলাকা নির্ধারণ করা থাকে। এরপর তাঁরা সেই নির্ধারিত এলাকায় ভিক্ষা করেন।
আবার এমন অনেক ভিক্ষুক আছেন, যাঁরা অন্যদের স্রেফ বোকা বানিয়েই রাশি রাশি টাকা উপার্জন করে থাকেন। আসলে অনেক সময় প্রতিবন্ধী না হওয়া সত্ত্বেও অনেক ভিক্ষুকই শারীরিক প্রতিবন্ধী হওয়ার ভান করে ভিক্ষা করেন। এতে মানুষের তাঁদের প্রতি দয়া হয় আর তাঁরা ভিক্ষাও দিয়ে দেন। এভাবে ভিক্ষুকদের অভিনয়ের ফাঁদে পড়ে অনেকেই বোকা বনে যান। এদিকে এভাবে ভিক্ষা করে যে টাকা মেলে, সেই টাকা রীতিমতো উড়িয়ে দেন বহু ভিক্ষুকই। এমনই এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
আসলে এক ভিক্ষুককে দেখা গিয়েছে মদের দোকানে। মধ্যপ্রদেশের ভোপালের এক মোড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করতেন ওই ব্যক্তি। আর সারা দিন ধরে করা ভিক্ষার টাকা জমা হতেই তা নিয়ে সটান চলে যান মদের দোকানে। এরপর সেখান থেকে মদের বোতল কিনে ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে যেতেন। এদিকে ওই ভিক্ষুককে এক ব্যক্তি নিয়মিত ভিক্ষা দিতেন। তিনি হঠাৎ একদিন লক্ষ্য করেন যে, ওই ভিক্ষুক সন্ধ্যাবেলায় ভিক্ষার টাকা দিয়ে মদের বোতল কিনছেন। এই ঘটনা দেখে হতবাক হয়ে যান তিনি। ব্যস! এরপর ভুয়ো ভিক্ষুকের এই কাণ্ড ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই ব্যক্তি।
advertisement
advertisement
যা দেখে নেটিজেনরাও ফুটছেন ক্ষোভে। আর এটাই তো স্বাভাবিক! ফলে তা নিয়ে মন্তব্যও এসেছে দেদার। একজন লিখেছেন যে, “যাঁরা সত্যিকারের অভাবগ্রস্ত তাঁদের কেউ সাহায্য করতে চান না এই সব মানুষদের জন্যই।” আর একজন তো মন্তব্য করেছেন যে, এই কারণেই তিনি কোনও ভিক্ষুককে ভিক্ষা দেন না। এদিকে ইনদওরে আবার ভিক্ষুকদের ভিক্ষা দেওয়ার জন্য জরিমানার নির্দেশ জারি করা হয়েছে। মূলত শহরকে ভিক্ষুকমুক্ত করতেই এই পদক্ষেপ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভিক্ষাবৃত্তি, রাতের আঁধার নামতেই রূপ বদলে যায় ভিক্ষুকের; ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement