Viral Video: ‘একটা পয়সাও দেব না সন্তানদের; নিজের রোজগারের টাকায় নিজেই ফূর্তি করব!’ ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিও!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
প্রবীণ ওই ব্যক্তির এহেন কাণ্ডে ভারি মজা পেয়েছেন নেটিজেনরা! অনেকে তো প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তাঁকে!
স্যুইমিং পুলে রীতিমতো জলকেলি করতে করতে রীতিমতো রাজকীয় মেজাজে অবসর জীবন আনন্দে কাটানোর কথা বললেন এক প্রবীণ ব্যক্তি। এমনকী ছেলেমেয়েদের টাকাকড়ি না দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। প্রবীণ ওই ব্যক্তির এহেন কাণ্ডে ভারি মজা পেয়েছেন নেটিজেনরা! অনেকে তো প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তাঁকে!
আসলে ছেলেমেয়েদের ভাল রাখার জন্য প্রত্যেক মা-বাবাই কঠোর পরিশ্রম করে অনেক অর্থ উপার্জন করতে চান। আর সেই মা-বাবারাই অনেক সময় অবসরের পরে গোটা চাকরি জীবনে উপার্জন করা অর্থ ছেলেমেয়েদের জন্য রেখে দেন। কেউ কেউ আবার চাকরি থেকে অবসর গ্রহণ করলেও উপার্জনের জন্য কাজ চালিয়ে যান, যাতে ছেলেমেয়েদের লেখাপড়া ও লালন-পালনে কোনও ঘাটতি না থাকে। আমাদের দেশে খুব কম মানুষকেই দেখা যায় অবসর জীবনটাকে সুন্দর ভাবে উপভোগ করতে। তবে এই ধারণা ভেঙে দিয়েছেন হরিয়ানার বাসিন্দা ধরমবীর নামের ওই প্রবীণ ব্যক্তি। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অবসর জীবনের সুখ উপভোগ করার কথা বলেছেন তিনি। যা দেখে সকলেই প্রশংসা করছেন ধর্মবীর নামে ওই ব্যক্তির মানসিকতার।
advertisement
advertisement
কী এমন রয়েছে ভিডিওটিতে যে তা এত লাইক এবং প্রশংসা পাচ্ছে? ইনস্টাগ্রামের ভিডিও-তে দেখা যাচ্ছে, স্যুইমিং পুলে নেমে জলকেলিতে মেতেছেন ধরমবীর। এর মাঝেই তাঁকে বলতে শোনা যায় যে, “অবসরের পরে আমি এমন জীবনের স্বপ্নই তো দেখেছিলাম! তবে আমার সন্তানদের ধারণা ছিল যে, আমি তাদের জন্য টাকা রেখে দেব। কিন্তু আমি তাদের একটাও টাকাকড়ি দেব না। কেন দেব? তারা তো নিজেরাই উপার্জন করতে পারে। আমিই আজীবন তাদের দায়িত্ব বয়ে বেড়াব না কি? তার পরিবর্তে নিজের অর্থের স্বাদ এখন নিজেই উপভোগ করব!”
advertisement
advertisement
ভিডিওটি পোস্ট হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। লাইকের বন্যা কুড়ি লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এমনকী ইনস্টাগ্রামে বেড়েছে ধর্মবীর নামে ওই ব্যক্তির ফলোয়ারের সংখ্যাও। বর্তমানে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ২ লক্ষ ১০ হাজার। হামেশাই বিভিন্ন রকম ভিডিও এবং ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতে দেখা যায় ওই প্রবীণকে।
advertisement
ভাইরাল ওই পোস্টের কমেন্ট বাক্সেও উপচে পড়ছে নানা ধরনের মন্তব্য। এক জন প্রশংসা করে লিখেছেন, “আইডিয়াটা তো ভারি মজার।” আবার কারওর কারওর বক্তব্য, “ঠিকই তো বলছেন! বাবার টাকায় আর কত দিনই বা চলবে!” তবে এক জন বাবার এহেন বক্তব্য অনেকেই ভাল চোখে নেননি। তাঁদের প্রশ্ন, “দায়িত্ব নিতে না পারলে জন্ম দিয়েছিলেনই বা কেন?”
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 3:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘একটা পয়সাও দেব না সন্তানদের; নিজের রোজগারের টাকায় নিজেই ফূর্তি করব!’ ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিও!