Rs.50 Biriyani: স্বাদে দুর্দান্ত ! মাত্র ৫০ টাকায় বিরিয়ানি এবার মিলছে বসিরহাটে

Last Updated:

অর্ধেকেরও কম দামে বিরিয়ানি, মাত্র ৫০ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি। সঙ্গে রয়েছে আলু এবং কাঁচা লঙ্কা। বসে খাওয়া অথবা পার্সেল, দুই ব্যবস্থা রয়েছে। 

+
title=

বসিরহাটঃ মাত্র ৫০ টাকায় বিরিয়ানি এবার বসিরহাটে। একটা ছোট্ট শব্দ আপনার মন ভাল করে দিতে পারে যে কোনও সময়… বিরিয়ানি! বিরিয়ানি মানেই এক প্লেট ভাললাগা, অবর্ননীয় স্বর্গীয় স্বাদ! বিগত এক দশকে দেশের প্রায় সর্বত্র হু হু করে বেড়েছে বিরিয়ানির চাহিদা। যে কোনও টুকটাক থেকে এলাহি দাওয়াতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এই বিরিয়ানি।
সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, আজ তাদের কথা ভেবে এমন একটা ঠেকের খবর দেব, যেখানে মাত্র ৫০ টাকায় চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন। আর এই ৫০ টাকায় বিরিয়ানির রসদ পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খোলাপোতায়।
advertisement
advertisement
অর্ধেকেরও কম দামে বিরিয়ানি, মাত্র ৫০ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি। সঙ্গে রয়েছে আলু, কাঁচালঙ্কা। বসে খাবার অথবা পার্সেল, দুই ব্যবস্থা রয়েছে। ছোট থেকে বড় প্রায় সকলের খাদ্য তালিকায় বিরিয়ানি বেশ পছন্দের। বড় হোটেল রেস্তোরাঁ থেকে বাজারের ছোট দোকান কিংবা মেলায় থাকছে বিরিয়ানি। এরই মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু বিখ্যাত বিরিয়ানি প্রস্তুতকারক ব্র্যান্ডে পরিণত হয়েছে। সেই বিরিয়ানি খেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে। অথবা দীর্ঘক্ষণ বাস ট্রেন জার্নি করেও বিরিয়ানি স্বাদ নিতে যান মানুষ। খাবার প্রিয় বাঙালির সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে চান তাপস মণ্ডল।
advertisement
প্রায় এক দশকের বিভিন্ন কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। একাধিক নামিদামি রেস্তোরাঁয় রান্নার দায়িত্ব সামাল দিয়েছেন। এবার নিজে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ঘুরে দাঁড়িয়ে অল্প লাভে বেশি বিক্রির মাধ্যমে বিরিয়ানি রসদ জুগিয়েছেন এলাকায়। আর কম দামে দারুণ স্বাদের সেই বিরিয়ানি খেতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Rs.50 Biriyani: স্বাদে দুর্দান্ত ! মাত্র ৫০ টাকায় বিরিয়ানি এবার মিলছে বসিরহাটে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement