Viral Video: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আচমকা হড়কে গেল পা..., মুহূর্তে হাড়হিম করা দৃশ্য! ভাইরাল ভিডিও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি। মুহূর্তের মধ্যে যা ঘটে গেল চোখকে বিশ্বাস করতে পারছিল না কেউ!
#গন্ডিয়া: সকালের ব্যস্ত রেলস্টেশনে ফের একবার ঘটে গেল শিউরে ওঠার মতো ঘটনা। ট্রেন থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে ট্রেন ও ট্র্যাকের মাঝে পরে গেলেন এক মহিলা। মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত আরপিএফ জওয়ানদের তৎপরতায় অবশ্য শেষ পর্যন্ত রক্ষা পেল মহিলার জীবন!
মহারাষ্ট্রের গোন্দিয়া জংশনে ঘটে এই দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে নামার সময় ওই মহিলা আচমকা ভারসাম্য হারিয়ে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই পড়ে যান তিনি। ওখানে উপস্থিত এক RPF কর্মীর বিষয়টি চোখে পড়তেই তৎক্ষণাৎ ছুটে আসেন তিনি।
advertisement
advertisement
ছুটে আসেন আশেপাশে থাকা আরও কয়েকজন আরপিএফ কর্মীও। সবাই মিলে ওই মহিলাকে উদ্ধার করা হয়।
आरपीएफ कर्मी की सतर्कता से बची महिला की जान! महाराष्ट्र के गोंदिया जंक्शन पर चलती ट्रेन से उतरने के दौरान एक महिला संतुलन खो बैठी, जिसे वहां तैनात सजग आरपीएफ कर्मी ने बचाया। सभी से अनुरोध है कि चलती ट्रेन में चढ़ने/उतरने का प्रयास ना करें, यह जानलेवा हो सकता है।
pic.twitter.com/gzeITFycE7 — Ministry of Railways (@RailMinIndia) August 19, 2022
advertisement
ঘটনার পর সকলকে চলন্ত ট্রেনে ওঠা ও নামার সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয় রেল কর্তৃপক্ষ। কেউ যেন চলন্ত ট্রেন থেকে ওঠা বা নামা না করেন সে বিষয়েও রেলযাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে। বার বার বলা হচ্ছে, এটি যাত্রীদের জন্য মারাত্মক হতে পারে।
Location :
First Published :
August 19, 2022 5:05 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আচমকা হড়কে গেল পা..., মুহূর্তে হাড়হিম করা দৃশ্য! ভাইরাল ভিডিও