Viral School Fees: নার্সারি ও কেজি ব্যাচের স্কুল ফি দেড় লাখ! ভাইরাল স্কুলের ফি স্ট্রাকচার, দেখুন ছবি
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral School Fees: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সারি এবং জুনিয়র কেজি ব্যাচের জন্য ফিগুলোর বিস্তারিত বর্ণনা দেখা গিয়েছে। নিয়মিত খরচ যেমন ভর্তি ফি, কশন মানি, বার্ষিক চার্জ, টিউশন ফি ছাড়াও, স্কুলটি ৮,৪০০ টাকা এককালীন প্যারেন্ট অরিয়েন্টেশন ফি দাবি করেছে।
advertisement
বেঙ্গালুরু: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নার্সারি এবং জুনিয়র কেজি ব্যাচের জন্য একটি স্কুলের ফি কাঠামো রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। “প্যারেন্ট অরিয়েন্টেশন চার্জ” নিয়েই মূল বিতর্ক। যা এককালীন ফি হিসেবে ধার্য করা হয়েছে। নার্সারি এবং জুনিয়র কেজি ব্যাচের জন্য ৫৫,৬০০ টাকা ভর্তির ফি ছাড়াও, স্কুলটি ৩০ হাজার-এর বেশি “কশন মানি” চার্জ করেছে।
advertisement
শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায়ের পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা এখন আর নতুন কিছু নয়৷ কিন্তু নার্সারি বা কেজি স্কুলের জন্য যদি লাখ লাখ টাকা খরচ হয়, তাহলে অভিভাবকদের মাথা খারাপ হবেই৷
ড. জাগদীশ চাতুর্বেদী, যিনি একজন ইএনটি সার্জন এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান, তিনি X (পূর্বে টুইটার) এ স্কুলের ফি কাঠামোর একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “৮৪০০ টাকার প্যারেন্ট অরিয়েন্টেশন ফি! কোনও পিতা-মাতা এর ২০% দিতে রাজি হবে না ডাক্তারি পরামর্শের জন্য…” ৷ তিনি মজার ছলে আরও বলেছেন, “আমি এবার একটি স্কুল খোলার পরিকল্পনা করছি।” প্রসঙ্গত অরিয়েন্টেশন বলতে বাবা-মা এর সঙ্গে স্কুল যে মিটিং করে থাকে সেগুলির কথাই বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: লন্ডনেই হঠাৎ মিলল এক টুকরো বাংলা! কলকাতা স্টাইল ঝালমুড়ি বিক্রি এক বিদেশির, দেখুন ভিডিও
ছবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সারি এবং জুনিয়র কেজি ব্যাচের জন্য ফিগুলোর বিস্তারিত বর্ণনা দেখা গিয়েছে। নিয়মিত খরচ যেমন ভর্তি ফি, কশন মানি, বার্ষিক চার্জ, টিউশন ফি ছাড়াও, স্কুলটি ৮,৪০০ টাকা এককালীন প্যারেন্ট অরিয়েন্টেশন ফি দাবি করেছে।
advertisement
8400 INR parent orientation fee!!!
No parent will ever agree to pay even 20% of this for a Doctors consultation..I am planning to open a school now 😁 pic.twitter.com/IWuy3udFYU
— Jagdish Chaturvedi (@DrJagdishChatur) October 22, 2024
ছবিটিতে দেখা গিয়েছে, ভর্তির সময় মোট কত পরিমাণ অর্থ দিতে হবে। সেখানে সংখ্যাটা রীতিমতো চমকে দেওয়ার মতো৷ অরিয়েন্টেশন ফি বাদেই সেটা প্রায় এক লাখ ৫১ হাজার ৬৫৬ টাকা!
advertisement
এপ্রিল মাসে, একজন দিল্লির বাসিন্দা প্রকাশ করেছেন যে তিনি তার ছেলের প্লে স্কুলের ফি হিসাবে একটি অবিশ্বাস্য সাড়ে চার লাখ দিয়েছেন। আকাশ কুমার টুইটারে লিখেছিলেন, “আমার ছেলের প্লে স্কুলের ফি আমার পুরো শিক্ষার খরচের চেয়েও বেশি। আমি আশা করি সে এখানে ভালো খেলতে শিখবে।”
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 12:41 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral School Fees: নার্সারি ও কেজি ব্যাচের স্কুল ফি দেড় লাখ! ভাইরাল স্কুলের ফি স্ট্রাকচার, দেখুন ছবি