Viral Scene: বিমানের শৌচালয়ে উদ্দাম যৌনতা যুগলের, মাঝআকাশে কী কাণ্ড! ভাইরাল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Scene: বিমানের শৌচাগারের দরজা খুলতেই সেখানে এক যুগলকে সঙ্গমরত অবস্থায় দেখা যায়। মাঝআকাশে শোরগোল।
কলকাতা: আকাশের বুক চিড়ে চলছিল বিমান। ইউনাইটেড কিংডমের লুটন থেকে ইবিজার দিকে যাচ্ছিল ইজিজেট ফ্লাইটটি। আর সেই সময় ফ্লাইটে থাকা এক যুগলে ঘটালেন ভয়ঙ্কর কাণ্ড। বিমানের মধ্যে উদ্দাম যৌনতায় মেতে উঠলেন তাঁরা। বিমানের শৌচাগারের দরজা খুলতেই যে ছবি ধরা পড়ে, তা দেখে অবাক হয়ে যান প্রত্যেকে।
হঠাৎ দেখা যায় নিজেদের আসনে নেই দুই যাত্রী। মাঝআকাশে কোথায় গেলেন তাঁরা? এদিক-ওদিক খোঁজ করার পর বিমান কর্মীরা সোজা চলে যান বাথরুমের দিকে। সেখানে যে কিছু একটা হচ্ছে তা আগে থেকেই টের পেয়েছিলেন তাঁরা। কিন্তু, কী হচ্ছে তা তখনও জানা বাকি। এদিকে বাথরুমের দরজা খোলার আগেই অনেকেই ধরেছেন ক্যামেরা বাগিয়ে।
advertisement
আরও পড়ুন: শুধু অমিতাভ নয়, স্মিতার মৃত্যুর পরই রাজ বব্বরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন রেখা!
বিমানের শৌচাগারের দরজা খুলতেই সেখানে এক যুগলকে সঙ্গমরত অবস্থায় দেখা যায়। যে ছবি দেখতেই বিমানের কর্মী থেকে যাত্রী, প্রত্যেকে ইতস্তত হয়ে পড়েন, হাসির রোল ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। শৌচাগারের দরজা খোলা রেখেই যৌনতায় লিপ্ত হয়েছিলেন যুগল।
advertisement
advertisement
আরও পড়ুন: দুর্ঘটনার পর সন্তানসম্ভবা স্ত্রীকে চিনতে পারছেন না এই ব্যক্তি, আপনাকে খুঁজে দিতে হবে! পারলে আপনি সত্যিই জিনিয়াস
বিমানের এক কর্মী দরজা খুলতেই শোরগোল পড়ে যায় মাঝআকাশে। ওই কাণ্ড দেখে প্রত্যেকের চোখ কপালে ওঠে। এরপর বিমানের ওই কর্মী কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় দরজার বাইরে দঁড়িয়ে থাকেন। অন্যদিকে, বিমানের যাত্রীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে হতবাক, তারপর হাসিতে ফেটে পড়েন। বিমানবন্দরের পুলিশ ওই দুই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 1:32 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Scene: বিমানের শৌচালয়ে উদ্দাম যৌনতা যুগলের, মাঝআকাশে কী কাণ্ড! ভাইরাল