Rajuda Pocket Paratha: পকেট পরোটা বিক্রি করে ভাইরাল গুমার রাজুদা! সেলেব জীবন কেমন কাটছে? সত্যি জানলে চমকে যাবেন

Last Updated:

Rajuda Pocket Paratha: সিরিজেও দেখা যাচ্ছে পরোটা বিক্রেতা রাজুকে! কী আছে তাঁর পরোটায়? গুমার ছেলের ভাগ্য কী সত্যি বদলে গেল? জানুন ভাইরাল রাজুদার আসল কাহিনি

+
পকেট

পকেট পরোটা বিক্রেতা রাজুদা

উত্তর ২৪ পরগনা: গুমার এই ছেলেই এখন রীতিমতো সেলিব্রেটি। তার সঙ্গে বিখ্যাত তার পরোটা বিক্রির ডায়লগ। বিধায়ক মদন মিত্র থেকে জনপ্রিয় একেন বাবুর ওয়েব সিরিজেও দেখা গিয়েছে শিয়ালদহের ভাইরাল পরোটা বিক্রেতা রাজুদাকে। এখন বিভিন্ন অনুষ্ঠান এমনকি প্রমোশনেও সেলিব্রেটি হিসেবে আমন্ত্রণ থাকে তার। মঞ্চে মেলে সংবর্ধনা, সকলেই এখন তাকে দেখলে সেলফি, ছবি তোলার অনুরোধ করে। তবে এত কিছুর মাঝেও নিজেকে কিন্তু অতি সাধারণই মনে করেন গুমার এই ভাইরাল পকেট পরোটা বিক্রেতা রাজু ঘোষ।
সকালের দিকে শিয়ালদহ মেট্রোর সামনে দিয়ে বউবাজারের দিকে চলে যাওয়া রাস্তায় ব্রিজের তলা অতিক্রম করলেই যে কেউ এক কথায় দেখিয়ে দেবে রাজুদার ফুটপাতের ছোট্ট জায়গাটি। ১৪ বছর ধরে যেখানে ঝড় জল বৃষ্টিতে লড়াই করে নিজের তৈরি পরোটা বিক্রি করেই আজ পরিবারের মুখে হাসি ফুটিয়ে, সমাজ মাধ্যমে ভাইরাল তিনি। তবে তার পুরো কৃতিত্বই তিনি দেন ফুড ব্লগার ইউটিউবারদের। তার মুখে, “এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটি আপেল পেঁয়াজ একটি কাঁচা লঙ্কা মাত্র ৩০ টাকায়, যাতে হবে না ট্রেনের টিকিট!” এই ডায়লগ জনপ্রিয়তা পায় ঝড়ের গতিতে। সোশ্যাল মিডিয়ায় রাজুদার পকেট পরোটা হয়ে ওঠে ট্রেন্ডিং। এরপরই, শাসক দলের বিধায়ক মদন মিত্রর সঙ্গে একই মঞ্চে দেখা যায় ভাইরাল রাজুদাকে।
advertisement
advertisement
মদন মিত্রের সঙ্গে কথা হয় তার, মদন দাও তার পরোটা চেখে দেখেন। এখানেই শেষ নয়, ওয়েবসিরিজে জনপ্রিয়তা পাওয়া একেন বাবুর সঙ্গেও একটি শটে দেখা যায় গুমার ভাইরাল রাজু দাকে পরোটা বিক্রি করতে। এখন বিভিন্ন অনুষ্ঠান হোক বা প্রমোশন, রাজুদাকেই জনপ্রিয়তা পাওয়ার জন্য আঁকড়ে ধরতে চাইছেন অনেকে। তবে নিজের এই জনপ্রিয়তার পিছনে পরিবারের কৃতিত্বকেই সামনে রাখেন সাদামাটা পরোটা বিক্রেতা রাজু ঘোষ। সারারাত জেগে তৈরি করতে হয় পরোটা, তারপর ভোররাতে ট্রেনে চেপে শিয়ালদায় পাড়ি পেশার টানে। প্রতিদিনের এই হারভাঙা খাটুনিতে পরিবারই তার একমাত্র সঙ্গী। বাবা মা ও স্ত্রীকে নিয়েই গুমায় তার ছোট্ট সংসার।
advertisement
ফুটপাতে পরোটা বিক্রি করে ১৪ বছরে যে জনপ্রিয়তা পেয়েছেন, আগামী দিনেও সেই কাজই ধরে রাখতে চান তিনি। এখনই নিজের দোকান বা অন্যত্র ব্যবসা করার ভাবনা চিন্তা নেই বলেও অকপট স্বীকারোক্তি পকেট পরোটা বিক্রি করে জনপ্রিয়তা পাওয়া রাজু ঘোষের। ভাইরাল হয়ে নিজে সেলিব্রেটির পর্যায়ে চলে গেলেও সাধারণ মানুষদের সঙ্গে এখনও মাটির মানুষ রাজু, কিছুটা লাজুক প্রকৃতির এই স্বভাবই যেন তার বিজনেসের ইউএসপি। পরোটা খেতে আসা ক্রেতারাই যেন তার আসল ভগবান।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Rajuda Pocket Paratha: পকেট পরোটা বিক্রি করে ভাইরাল গুমার রাজুদা! সেলেব জীবন কেমন কাটছে? সত্যি জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement