Viral Video: বিয়ের মণ্ডপে পুরোহিতের প্রেমে পড়লেন কনে! বরের হল করুণ দশা! তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: কী কাণ্ড বরকে ছেড়ে পুরোহিতের প্রেমে পাগল কনে! বিয়ের মণ্ডপেই ঘটল কাণ্ড! হুহু করে ভাইরাল ভিডিও
কলকাতা: চারিদিকে এখন বিয়ের মরশুম! আর বিয়ে মানেই নানা মজার কাণ্ড! আজকাল সোশ্যাম মিডিয়ার যুগ! প্রি-ওয়েডিং থেকে শুরু করে বৌভাত সব কিছুই ক্যামেরা বন্দি করা হয়! আর সেখান থেকেই বেশ কিছু ভিডিও সামনে আসে যা হুহু করে ভাইরাল হয়! সম্প্রতি তেমন এক ভিডিও নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে নেট মাধ্যমে! ভিডিও দেখলে আপনিও অবাক হবেন!
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে বসে আছেন বর-কনে! এক কমবয়সী পুরোহিত বিয়ে দিচ্ছেন তাঁদের! হঠাৎ দেখা যায় কনে নিজের দুই গালে হাত দিয়ে হা করে তাকিয়ে রয়েছে পুরোহিতের দিকে! কিছুতেই যেন পলক পরে না! বিয়ে বাড়িতে উপস্থিত সকলে অবাক! বরের দিকে তাকাচ্ছেই না কনে! পুরোহিতকে দেখেই প্রেমে পড়েছেন কনে! প্রথমে খেয়াল না করলেও পরে খেয়াল করেন পুরোহিত! তার পরেই ঘটে আর এক কাণ্ড!
advertisement
advertisement
advertisement
কনেকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে মাথা নামিয়ে নেন পুরোহিত! হেসেও ফেলেন তিনি! এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়! ভিডিও মাস খানেক আগের! তবে কনের এ হেন কাণ্ড দেখে অবাক সকলে! নেটিজেনরা বলছেন, ‘ইচ্ছে করেই কনে এই ভিডিও করেছেন।” কেউ লিখেছেন, “ভাইরাল করার জন্যই তৈরি হয়েছে এই ভিডিও।” সে যে কারণেই হোক আপাতত এই ভিডিও নিয়ে তুমুল শোরগোল নেটপাড়ায়!
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 6:40 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের মণ্ডপে পুরোহিতের প্রেমে পড়লেন কনে! বরের হল করুণ দশা! তুমুল ভাইরাল ভিডিও