Viral Video - Neha Dhupia: সত্যিই প্যান্ট পরতে ভুলে গেলেন নেহা ধুপিয়া? ভিডিও দেখে হার্ট-ফেল নেটিজেনদের! তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video - Neha Dhupia: নেহা ধুপিয়ার এই ভিডিও এখন তুমুল চর্চায়! ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, একটু হলেই হার্ট ফেল হয়ে যেত! ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে এই ভিডিও

News18
News18
মুম্বই:  নেহা ধুপিয়া বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন! এক সময় বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি! বলিউডের বহু নায়কের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে! তবে অঙ্গদ বেদীকে বিয়ে করার পর নেহা মন দিয়েছেন সংসারে! দুই সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার! আজকাল তেমন ভাবে আর বলিউডে কাজ করতে দেখা যায় না নেহাকে! তবুও চর্চায় কিন্তু আছেন! সম্প্রতি তাঁর এক ভিডিও তুমুল ভাইরাল হয়!
সম্প্রতি নেহা ধুপিয়াকে তাঁর স্বামীর সঙ্গে দেখা যায়! একটি জায়গা থেকে স্বামীর হাত ধরে বেরিয়ে আসছেন তিনি! তাঁকে দেখেই ছুটে যায় পাপারাৎজিরা! তবে এই ভিডিওতে এমন কী আছে যা এত ভাইরাল? ভাবছেন তো? আসলে নেহার পরনের পোশাকের কারণেই তিনি ভাইরাল! এই ভিডিওতে নেহা একটি কালো জ্যাকেট পরেছেন। চোখে সানগ্লাস! খোলা চুল! তবে চমক রয়েছে তাঁর পরনের প্যান্টে! নেহা হালকা পিঙ্ক কালারের একটি লেগিংস পরেন! আর তাতেই শুরু হয় যত গোল!
advertisement
advertisement
advertisement
প্রথম ঝলকে নেহাকে দেখলে মনে হবে তিনি প্যান্ট বা জ্যাকেটের নিচে কিছুই পরেননি! আসলে তাঁর লেগিংসের রং এমন যে স্কিনের সঙ্গে মিলে যাচ্ছে! বডি টাইটস লেগিংস দেখলে প্রথমে মনে হতেই পারে তিনি প্যান্ট না পরেই বেরিয়ে গেছেন! আদতে তা নয়! এই ভিডিও দেখেই নেটিজেনরা শোরগোল শুরু করেছেন! একজন লিখেছেন, “একটু হলে আমার হার্ট ফেল করে যেত!”
advertisement
আবার কেউ লিখেছেন, “এমন লেগিংস পরে বাইরে কেন আসেন?” আবার কেউ লিখেছেন, “পোশাক যার যেমন পছন্দ তেমনই তো পরবে!” আবার কেউ লিখেছেন, “এটা কী পরেছেন? দেখে মনে হচ্ছিল হাফ নুড!” কেউ আবার লিখেছেন, “আমি তো ভেবেছিলাম কিছুই পরেননি তিনি।” আবার কেউ বলছেন, “এর থেকে ছোট ড্রেস পরলেই হত।” আপাতত তুমুল চর্চায় নেহার এই ভাইরাল ভিডিও!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video - Neha Dhupia: সত্যিই প্যান্ট পরতে ভুলে গেলেন নেহা ধুপিয়া? ভিডিও দেখে হার্ট-ফেল নেটিজেনদের! তুমুল ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement