Viral Video-Aamir Khan: এমন কাজ আমির খানই করতে পারেন! মেয়ে-জামাইকে নিয়ে সিঁড়িতে বসে এ কী করছেন তিনি? তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: বলিউডের তিন খানের এক জন তিনি! তবে আমির খান ছাড়া এই কাজ কেউ করতে পারেন না! ভিডিও দেখলে অবাক হবেন

News18
News18
মুম্বই: বলিউডের তিন খানের মধ্যে সব থেকে সাধারণ ভাবে জীবন-যাপন করেন আমির খান! এই অভিনেতা বয়সের সঙ্গে সঙ্গে ছবির চরিত্র নির্বাচনেও যথেষ্ট খেয়াল রাখেন! এমন কোনও চরিত্রে তাঁকে দেখা যায় না, যেখানে তিনি বেমানান! সামনেই মুক্তি পাবে তাঁর আরও একটি ছবি! তার আগেই আমির খান ও তাঁর মেয়ে ইরা খানের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে! মন জয় করে নিয়েছে নেটিজেনদের!
সম্প্রতি আমির খানকে দেখা যায় তাঁর মেয়ে ইরা ও জামাই নূপুরের সঙ্গে! এক্সেলের অফিসে কোনও কাজে গিয়েছিলেন তাঁরা! সেখানে কাজ সেরে বেরোনোর সময় হঠাৎ করেই সিঁড়িতে বসে পরেন আমির খান! কারণ জানলে অবাক হবেন! আমির খান কাজ সেরে বেরোনোর সময় একেবারে সিঁড়িতে বসে পড়েন! তাঁকে দেখে এগিয়ে আসেন তাঁর মেয়ে ইরা ও জামাই! বাবার পাশে বসে গল্প জোড়েন তিনি! সেখানেই দেখা যায় একটি দেশি কুকুরকে! গলায় কলার বাঁধা কুকুরটি এসে বসে তাঁদের সঙ্গে!
advertisement
advertisement
advertisement
advertisement
এবার সেই কুকুরকে পরম যত্নে আদর করতে থাকেন আমির ও ইরা! এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়! নেটিজেনরা আমিরের এই সাধারণ জীবন যাপনের প্রশংসা শুরু করেন! কেউ লেখেন, “আমির স্যর এমনই সাদামাটা!’ আবার কেউ লেখেন, “বাবার মতোই সহজ আমিরের মেয়ে!” আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল! মন জয় করেছে বহু মানুষের!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video-Aamir Khan: এমন কাজ আমির খানই করতে পারেন! মেয়ে-জামাইকে নিয়ে সিঁড়িতে বসে এ কী করছেন তিনি? তুমুল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement