Viral Puzzle: মাত্র ৫% মানুষ দিয়েছেন সঠিক উত্তর! বলুন তো দেখি মেয়েটির নাম কী? সঠিক উত্তর দিলে আপনিই জিনিয়াস

Last Updated:

Viral Puzzle: বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে গিয়ে নাস্তানাবুদ হয়েছেন। তবে একটু ঠান্ডা মাথায় বুদ্ধি খাটালে উত্তর যে দেওয়া যাবে না তাও নয়। এই ছবি দেখে বুদ্ধি খাটিয়ে বলে ফেলুন তো দেখি মেয়েটির নাম কী হতে পারে? এই সঠিক উত্তর কিন্তু বলে দেবে আপনি কতটা জিনিয়াস।

ভাইরাল ধাঁধা:  সারাদিনের ব্যস্ততার শেষে সোশ্যাল মিডিয়া ঘাঁটা আজকাল নিত্যদিনের স্ট্রেস বাস্টারের মতো। অনেকেই ফেসবুক, ট্যুইটারে ছবি দেখে সময় কাটান। কেউ বা সোশ্যাল মাধ্যমে সোচ্চার হন নানা বিষয়ের মতামতে। তবে অনেকেই নানা খেলাধূলোতেও মন আর মেজাজ ফুরফুরে রাখেন এই সোশ্যাল মিডিয়ায়। আজ তেমনই এক ধাঁধার খেলা এই প্রতিবেদনে।
এমন বেশ কিছু মজার ধাঁধা নেটিজেনরা প্রায়ই পছন্দ করেন। এই জাতীয় ধাঁধার উত্তর দিয়ে বুদ্ধিতে শান দেওয়াও হয় আবার বেশ মজাও পাওয়া যায়। বিশেষ করে সঠিক উত্তর একবার বুঝে ফেললে সেই প্রশ্ন বন্ধুদের করেও সোশ্যাল মিডিয়ায় মজা উপভোগ করেন অনেকে। যদিও এই সব জটিল প্রশ্নের উত্তরে মাথা ঘামাতে গিয়ে বেশ বেগ পেতে হয় অনেককেই। আজ এই প্রতিবেদনে তেমনই এক জটিল ছবির ধাঁধা নিয়ে এসেছি আমরাও। যদিও বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে গিয়ে নাস্তানাবুদ হয়েছেন। তবে একটু ঠান্ডা মাথায় বুদ্ধি খাটালে উত্তর যে দেওয়া যাবে না তাও নয়। এই ছবি দেখে বুদ্ধি খাটিয়ে বলে ফেলুন তো দেখি মেয়েটির নাম কী হতে পারে? এই সঠিক উত্তর কিন্তু বলে দেবে আপনি কতটা জিনিয়াস।
advertisement
advertisement
ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়েকে। যার পাশে দুটি সংকেত ও একটি চায়ের কাপ ও আছে ছবিটিতে। আছে একটি ক্রস চিহ্ন। এবার আপনাকে এই ছবি দেখেই চট করে ভেবে নিয়ে বলে ফেলতে হবে এই মেয়েটির নাম কী হতে পারে। দেখুন আপনি কী সঠিক উত্তর দিতে পারলেন? প্রতিবেদনের শেষে আমরা এই ধাঁধার সঠিক উত্তর দিয়ে দেব। মিলিয়ে দেখে নিন তো আপনি কতটা স্মার্ট।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন রেখে দাবি করা হয়েছে মাত্র ৫ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে পেরেছেন। অনেকেই ছবিটি বার বার দেখেও উত্তরের কুল কিনারা করতে পারেননি। কেউ লড়াই করে হাল ছেড়েছেন তো কেউ আবার বন্ধুদের জিজ্ঞেস করেছেন। তবে যাঁরা সহজেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা নিঃসন্দেহে দারুণ বুদ্ধিমান। এককথায় যাকে বলে জিনিয়াস।
advertisement
আপনার যদি সঠিক উত্তর না খুঁজে পান, তাহলে এই বেলা দেখে নিন উত্তরটি। নিচে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হল সেই উত্তর।
এবার আরও একবার ছবিটি মনোযোগের সঙ্গে দেখুন। ছবিতে চা ও একটি ক্রস চিহ্ন রয়েছে। যার অর্থ হবে TEA + No যা বাংলা ভাষায় ভাবলে দাঁড়ায়, টি + না। অর্থাৎ মেয়েটির নাম হবে 'টিনা'।
advertisement
দেখুন তো আপনিও খানিকটা এমন কিছু ভেবেছিলেন কিনা? উত্তর মিলে গেলে আপনি জিনিয়াস। তবে না মিললেও ক্ষতি নেই। এই প্রশ্ন বন্ধুদেরও পাঠান। দেখুন তো তাঁদের মধ্যে কারা সঠিক উত্তর দিয়ে নিজেদের বুদ্ধিমান প্রমান করে ফেলতে পারেন? আসলে পুরোটাই তো মজা আর স্ট্রেস কমানোর খেলা। বুদ্ধিতে শান দেওয়ার খেলাও বটে!
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Puzzle: মাত্র ৫% মানুষ দিয়েছেন সঠিক উত্তর! বলুন তো দেখি মেয়েটির নাম কী? সঠিক উত্তর দিলে আপনিই জিনিয়াস
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement