Viral: এই ছবিতেই লুকিয়ে আস্ত একটা ব্যাঙ, দেখুন তো খুঁজে পান কি না, নেটিজেনরা সব হিমশিম খাচ্ছেন

Last Updated:

নেটিজেনরা হিমশিম খাচ্ছেন ছবিতে লুকিয়ে থাকা ব্যাঙ-কে খুঁজতে! দেখুন তো আপনি খুঁজে পান কি না...

যবে থেকে লকডাউন শুরু হয়েছে, ট্যুইটারে নতুন একটি বিষয় ট্রেন্ড করছে, 'ব্রেইনটিজার' (Viral Brainteaser)! কী এই ব্রেনটিজার? এমন সব ছবি ও ধাঁধা যার সমাধান করে মগজ পুষ্ট হয়। কখনও খুঁজে বের করতে হচ্ছে বাঘ, কখনও বা ছুঁড়ে দেওয়া হচ্ছে চিতাবাঘ বা মৌমাছি খোঁজার চ্যালেঞ্জ (Viral)! নেটিজেনরা এই নতুন খেলা বেজায় পছন্দও করছেন! নিজেরা সমাধান করে ফের অন্যের উদ্দেশ্যে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়! দেখতে দেখতে সেই ব্রেনটিজার ভাইরাল (Viral) হচ্ছে! অনেকসময় আবার পুরনো ব্রেনটিজারই ( Viral Brainteaser) ঘুরে ফিরে আসছে! এই যেমন, গ্লেন্ডা ফিলিপ্স নামে আমেরিকার লুইসিয়ানার এক মহিলা শেয়ার করেন একটি ছবি। কী সেই ছবি? জমা জল আর নুড়িপাথর, মাঝেমাঝে জলজ কিছু গাছ-পাতা, কোথাও বা ফাঁকে-ফোকরে জমে রয়েছে শ্যাওলা! কিন্তু না, শুধু এইটুকুই নয়! এই ছবির মধ্যে আছে আরও কিছু! এই ছবিটার মধ্যেই লুকিয়ে রয়েছে আস্ত একখানা ব্যাঙ আর সেই ব্যাঙ বাবাজিকে খোঁজারই চ্যালেঞ্জ ছুড়েছেন গ্লেন্ডা! নেটিজেনরা নিমেষে ব্যস্ত হয়ে পড়েছেন ব্যাঙ খুঁজতে! অনেকে ঝটপট খুঁজে পেয়ে যাচ্ছেন, অনেকের আবার কালঘাম ছুটছে! কেউ-কেউ তো আবার হাল-ই ছেড়ে দিচ্ছেন! দেখুন তো আপনি খুঁজে পান কি না...
ছবিটি শেয়ার করে গ্লেন্ডা জানিয়েছিলেন, একদিন তিনি মন দিয়ে কাজ করছিলেন! আচমকাই শুরু হয় ব্যাঙের ডাক! আওয়াজটা আসছিল বাড়ির পিছনের দিক থেকে। তিনি সেখানে যান, দেখেন নুড়িপাথরের মধ্যে বৃষ্টির জল জমে রয়েছে। ফাঁকে-ফোকড়ে কিছু জলজ গাছ-পাতা, শ্যাওলা! কিন্তু ব্যাঙ কোথায়? অথচ ব্যাঙের ডাক সেখান থেকেই আসছিল! নাছোড়বান্দা গ্লেন্ডা হাল ছাড়েননি, তিনি খুঁজতে শুরু করেন ব্যাঙ! ডাক যখন আসছে, তা হলে ব্যাঙ সেখানে আছেই-আছে! অবশেষে সফল হন গ্লেন্ডা! নুড়ি পাথরের মাঝখান থেকে উদ্ধার করেন ব্যাঙ! এই দেখুন কোথায় লুকিয়ে ছিল ব্যাঙ--
advertisement
advertisement
খুব ভাল করে নিরীক্ষণ করার পর গ্লেন্ডা দেখেন, তাঁর থেকে এক হাত দূরেই রয়েছে ব্যাঙটি। শ্যাওলা রঙা ব্যাঙটি পুরো মিশে গিয়েছিল নুড়ি পাথরের সঙ্গে অর্থাৎ ক্যামোফ্লাজ করে ছিল। গ্লেন্ডা তৎক্ষণাৎ ছবি তুলে নেন আর নেটিজেনদের উদ্দেশ্যে ব্যাঙ খোঁজার চ্যালেঞ্জ ছুঁড়ে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: এই ছবিতেই লুকিয়ে আস্ত একটা ব্যাঙ, দেখুন তো খুঁজে পান কি না, নেটিজেনরা সব হিমশিম খাচ্ছেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement