আহত চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন রাজস্থানি বধূ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral : আহত লেপার্ড বা চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন ওই বধূ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল তাঁর সে ছবি
বন্ধন অমূল্য হতে পারে পশুপ্রাণী ও মানুষের মধ্যেও৷ যা রক্ষা করা দরকার মানুষের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যই৷ সোশ্যাল মিডিয়ায় সে কথাই ছড়িয়ে পড়ল এক বধূর উদ্যোগে ৷ আহত লেপার্ড বা চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন ওই বধূ ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল তাঁর সে ছবি৷
ছবিতে দেখা যাচ্ছে গোলাপি শাড়ি পরনে ওই বধূর মাথা ঢাকা ঘোমটায়৷ হাতে লাল কাচের চুড়ি৷ পরম স্নেহে তিনি চিতাবাঘের সামনের বাঁ পায়ে বেঁধে দিলেন রাখি৷ হিংস্র চিতাবাঘও তাঁর সামনে দিব্যি শান্ত হয়ে বসে পরে নিল রাখি৷ আহত প্রাণীটিকে এর পর তুলে দেওয়া হয় স্থানীয় বন দফতরের হাতে৷
ছবিটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দ৷ ছবিটি ট্যুইটারে শেয়ার করে তিনি লিখেছেন ‘‘যুগ যুগ ধরে ভারতে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান চলছে৷ বন্যপ্রাণীর প্রতি নিঃশর্ত ভালবাসাই এই বন্ধনের সূত্র ৷’’ তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে ওই মহিলা রাজস্থানি৷ তিনি আহত চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে তার পর তাকে তুলে দেন বনকর্মীদের হাতে৷
advertisement
advertisement
For ages, man & animal in India have lived in harmony with unconditional love to the wild. In Rajasthan, a lady shows this unfettered love to our wild by tying a Rakhi(symbol of love & brotherhood ) to an ailing Leopard before handing over to Forest Department. (As received) pic.twitter.com/1jk6xi1q10
— Susanta Nanda IFS (@susantananda3) August 12, 2022
advertisement
আরও পড়ুন : বয়স মাত্র ২৪ বছর, সলমন রুশদির আক্রমণকারী সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ তথ্য এখন তদন্তকারীদের হাতে
ট্যুইটারে শেয়ার হওয়ার পর থেকে এই পোস্টে লাইক এসেছে ৯০০-র বেশি৷ রিট্যুইট করা হয়েছে ৯০ বারের বেশি৷ রাজস্থানি বধূর উদ্যোগকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ চারদিকে এমন সুন্দর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সকলেই ধন্যবাদ জানিয়েছেন তাঁকে৷ একজন ট্যুইটারেত্তি লিখেছেন, ‘‘এভাবেই এটা হওয়া দরকার৷ বন ও বন্যপ্রাণের সঙ্গে আমাদের সহাবস্থান দরকার৷ এই পৃথিবীকে ঈশ্বর সকল প্রাণীর জন্য সৃষ্টি করেছেন৷ শুধুমাত্র মানুষের জন্য নয়৷’’
advertisement
আরও পড়ুন : উচ্চতায় টেক্কা আইফেল টাওয়ারকেও! ভূস্বর্গে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে চেনাব রেলসেতু
আর এক জনের কথায় ‘‘ রাখি পরিয়ে দেওয়া প্রতীকী৷ এই স্নেহ ও ভালবাসা অসাধারণ৷ এই বধূ আচরণে সেই ভালবাসা ফুটে উঠেছে৷ বনাঞ্চল যাঁরা রক্ষা করেন, সেই সকল কর্মীদের অসংখ্য ধন্যবাদ৷’’
Location :
First Published :
August 13, 2022 10:23 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আহত চিতাবাঘের পায়ে রাখি পরিয়ে দিলেন রাজস্থানি বধূ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি